লুটে....রে লুটে....!! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ জুলাই, ২০১৬, ০৩:৩৩:০৬ রাত



অন্য রকম অনুভূতি

অন্য রকম ভাবনা,

দেশে দেখি জঙ্গি নাটক,

দেখি আরো বাস্তব জঙ্গির হানা!

Winking

কেউ করে গুলা গুলি

কেউ নিচ্চুপে দেয় প্রাণ,

হাতে ছুরি ধরে কেউ কেউ

পায়ের নিচে রেখে দেয় মিশিনগান।

Winking

ছুরি নিয়ে লড়ে তারা

পুলিশ rab এর সাথে,

নিজের প্রাণ নিজে দিয়ে

জঙ্গি সাজে মনের খুশিতে।

Winking

ইসলামের বদনাম করে মিড়িয়া

সাথে যোগ দেয় রাজনীতিবিদ,

সুরে সুরে ক্ষমতার স্বার্থে

গায় সেকুলারিজমের গীত।

Winking

ধর্মের বদনাম দিয়ে লুটে...রে লুটে

রাজনৈতিক পায়দা!

ক্ষমতা পেতে ক্ষমতায় ঠিকে থাকতে

বানায় তারা নিত্য নতুন কায়দা...।

Winking

লজ্জাতে মরি, স্বপ্নতে সোনার

দেশ গড়ি, কথায় বড় আমরা!

সোনার দেশের স্বাধীনতা

রক্ষায় কোথায় আমাদের পাহারা?



বিষয়: বিবিধ

৮৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375425
২৮ জুলাই ২০১৬ সকাল ০৭:২৮
কুয়েত থেকে লিখেছেন : নিজের প্রাণ নিজে দিয়ে
জঙ্গি সাজে মনের খুশিতে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
375455
২৮ জুলাই ২০১৬ বিকাল ০৪:৩৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File