আবেগের জোড়াতালি...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ জুলাই, ২০১৬, ০২:৩৯:২৯ রাত



কেউ স্বীকার করুক বা না করুক আমরা

অতি আবেগী জাতী প্রমাণ করেছি বারবার!

একে অন্যের মাঝে হিংসা ছড়িয়েছি

দৃষ্টান্তে ধারাবাহিকতায় কাদা ছোড়াছুড়ির।

Winking

কোথায় তুরস্ক কোথায় বাংলাদেশ

ওখানে কি হচ্ছে তা ভেবে এদেশে ঘুম নষ্ট,

খানকা আর কবর পুজা চলছে ইসলামের নামে,

ঈমান হারিয়ে প্রতিযোগিতায় হচ্ছে পথভ্রষ্ট।

Winking

আমাদের এই আবেগের ঘোর কাটবে কবে

নিজ জাতীসত্বার জন্য কবে হবে ঐক্য?

নেতৃত্ব কবে জাতীসত্বার প্রয়োজন বুঝে

দূর করিবে হিংসা, দূর করিবে মত পার্থক্য?

Winking

তুরস্কের সেনা অভ্যুত্থানের পক্ষে

কারো কারো জোরালো অভিমত,

তারাই আবার এইদেশে ভেঙ্গে দিতে

চাহে, সেনা শাসনের ঐ কালো হাত!!

Winking

একদিকে ভাঙ্গার নীতি, গড়ার নীতি অন্য দিকে

দেখি নৈতিকতার হার! বুদ্ধিমত্তায় বুদ্ধিজীবীর!

নীতিতে নৈতিকতার ভাঙ্গনে বন্ধ পিস টিভি

টুনকো অভিযোগে!! (বুঝি) প্রসার চান তরা পীরত্বের।

Winking

আবেগের জোড়াতালি প্রতিদিনই হয়

বিবেককে অবহেলায় রেখে আঁধারে,

এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে কৌশলে

দাসত্বের আহবান যেন মানুষের কবরে!!

Winking

দেশে ২৮+ বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন

প্রতিনিয়ত হয় শয়তানের পথে আহ্বান,

৯০ শতাংশ মুসলিম মোরা, আল্লাহর পথে ডাকার

১টি চ্যানেলও নেই! কোথায় রাখি এই অপমান?

Winking

পিস টিভি যখন পীর পুজা, মাজার পুজা,

শিরিক, তথ্য দিয়ে করে চলছিলো প্রমাণ,

বেদাতী আর সুবিধাবাদী শয়তানি কৌশলের

অপঘাতে রুখে দিলো শান্তির আহবান।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374865
১৮ জুলাই ২০১৬ সকাল ০৮:২৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা আবেগী জাতি নয় , বোকা জাতি । তাই বারনরবার শত্রুকে চিনতে ভুল করে , প্রতারিত হয়।
১৯ জুলাই ২০১৬ রাত ০২:৩৯
310957
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবেগ. নিয়ন্ত্রণ করতে পারেনা বলেই বোকা জাতীতে পরিণত হচ্ছে!! Crying
374884
১৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
জাকারিয়া কবির লিখেছেন : ঠিক বলেছেন।
১৯ জুলাই ২০১৬ রাত ০২:৪০
310958
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
374905
১৮ জুলাই ২০১৬ রাত ১০:২৪
১৯ জুলাই ২০১৬ রাত ০২:৪০
310959
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Love Struck
374969
১৯ জুলাই ২০১৬ রাত ০৯:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর বাস্তবধর্মী বোধোদয়।

গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২০ জুলাই ২০১৬ রাত ০২:৩০
311011
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু।জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File