একটি ঈদ চাই....✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ জুলাই, ২০১৬, ০৭:৪১:৫০ সন্ধ্যা

টুডে ব্লগের সকল বন্ধুকে
জানাই ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক ঈদ মোবারক
সাথে সেমাই লাচ্ছা!! ![]()
একটি ঈদ চাই যে ঈদে
সবাই থাকবে মানুষ জাতী,
একটি ঈদ চাই যে ঈদে
মানুষ রূপী শয়তান থাকবেনা অতিথি।![]()
একটি ঈদ চাই যে ঈদে
থাকবেনা কোন বেদাবেদ গরীব-ধনী,
একটি ঈদ চাই যে ঈদে
কেউ হবেনা চোখের সূল, হবে চোখের মনি।![]()
একটি ঈদ চাই যে ঈদে
খুশি বিলিয়ে প্রতিযোগিতা হবে শান্তির,
একটি ঈদ চাই যে ঈদে
ভালো চিন্তা হবে, কাজ হবে আল্লাহকে খুশির। ![]()
একটি ঈদ চাই যে ঈদে
হিংসা নয়, হবে একে অন্যের সহযোগী,
একটি ঈদ চাই যে ঈদে
শুভ কাজে মানুষজন হবে ত্যাগী। ![]()
একটি ঈদ চাই যে ঈদে
থাকবেনা মাঠিতে গড়ানো রক্তের গন্ধ,
একটি ঈদ চাই যে ঈদে
মানুষ খুঁজে পাবে সত্যিকারের আনন্দ।
বিষয়: বিবিধ
১৫০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন