ওরা মানুষ নহে... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ জুলাই, ২০১৬, ১০:৪৪:৪২ রাত
রক্ত পিপাসু ওরা
ওদের জন্য দিক্কার দিক্কার,
সচেতন হতে হবে
প্রশাসনকে, সজাগ হোক সরকার।
ওরা মানুষ নহে
যারা চাই মানুষ রক্ত,
তারা নিঃসন্দেহে নরপশু
তাদের বিরুদ্ধে হতে হবে শক্ত।
শক্ত হবার জন্য
দরকার জাতীয় ঐক্য,
শন্তির পথ হোক
প্রিয় বাংলাদেশের লক্ষ্য।
প্রিয় দেশকে যারা
ভাসালো রক্ত বন্যায়,
তাদের প্রতি অন্তর থেকে
তিব্র নিন্দা ও ঘৃণা জানায়।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর নয় ভয় এসো সবাই প্রতিবাদী হই !
মন্তব্য করতে লগইন করুন