তিনি দিতে অক্ষম নন....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ জুন, ২০১৬, ০৭:৪৪:৫৬ সন্ধ্যা
রমজান এলে সব মুসলিম
ভাই বোন ঐক্য হয়ে যায়,
সেহরি খাই রাতের শেষ ভাগে
ফজরের নামাজ পড়ে ঘুমায়।
দিন ভর রোজা রাখে
শুধু আল্লাহকে করতে খুশি,
তিনি আমাদের সৃষ্টি করেছেন
নেয়ামত দিয়েছেন তাকেই ভালোবাসি।
তাহার কাছে দুহাত পেতেছি
মাফ পাব আশা লয়ে বুকে,
রমজানে রহমত বরকত মাগফিরাত
পেয়ে যেন দুজাহানে থাকতে পারি সুখে।
তাহার কাছে আছে সব'ই
তিনি দিতে অক্ষম নন,
তাহার কাছে চাইতে তাহার কাছে-
পেতে ব্যকুল হয়ে আছে মন।
যে যেই পথ চাহে তার কাছে
সেই পথ থাকে আল্লাহ করেন প্রসস্থ,
কেউ চাহে সঠিক পথ কেউ
খুঁজে গরল, হয় পথভ্রষ্ট।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহার কাছে আছে সব'ই
তিনি দিতে অক্ষম নন,
তাহার কাছে চাইতে তাহার কাছে-
পেতে ব্যকুল হয়ে আছে মন।
মহান আল্লাহ তায়ালা দিতে প্রস্তুত, কিন্তু আমরা চাইতে অক্ষম। জাযাকাল্লাহ খাইর ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন