তিনি দিতে অক্ষম নন....! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ জুন, ২০১৬, ০৭:৪৪:৫৬ সন্ধ্যা



রমজান এলে সব মুসলিম

ভাই বোন ঐক্য হয়ে যায়,

সেহরি খাই রাতের শেষ ভাগে

ফজরের নামাজ পড়ে ঘুমায়।

Rose

দিন ভর রোজা রাখে

শুধু আল্লাহকে করতে খুশি,

তিনি আমাদের সৃষ্টি করেছেন

নেয়ামত দিয়েছেন তাকেই ভালোবাসি।

Rose

তাহার কাছে দুহাত পেতেছি

মাফ পাব আশা লয়ে বুকে,

রমজানে রহমত বরকত মাগফিরাত

পেয়ে যেন দুজাহানে থাকতে পারি সুখে।

Rose

তাহার কাছে আছে সব'ই

তিনি দিতে অক্ষম নন,

তাহার কাছে চাইতে তাহার কাছে-

পেতে ব্যকুল হয়ে আছে মন।

Rose

যে যেই পথ চাহে তার কাছে

সেই পথ থাকে আল্লাহ করেন প্রসস্থ,

কেউ চাহে সঠিক পথ কেউ

খুঁজে গরল, হয় পথভ্রষ্ট।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372633
২০ জুন ২০১৬ রাত ০৯:১৭
সন্ধাতারা লিখেছেন :


তাহার কাছে আছে সব'ই

তিনি দিতে অক্ষম নন,

তাহার কাছে চাইতে তাহার কাছে-

পেতে ব্যকুল হয়ে আছে মন।
২০ জুন ২০১৬ রাত ০৯:৪৩
309370
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ।
372679
২১ জুন ২০১৬ রাত ০৩:২৫
কুয়েত থেকে লিখেছেন : শুধু আল্লাহকে করতে খুশি,তিনি আমাদের সৃষ্টি করেছেন নেয়ামত দিয়েছেন তাকেই ভালোবাসি অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদجزاك الله خيرا وشكرا
২১ জুন ২০১৬ রাত ০৩:৫৬
309399
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৬ রাত ০৩:২৫
312290
কুয়েত থেকে লিখেছেন : অনেক সুন্দর লেখা ভাল লেগেছেGood Luck Good Luck
372730
২১ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মহান আল্লাহ তায়ালা দিতে প্রস্তুত, কিন্তু আমরা চাইতে অক্ষম। জাযাকাল্লাহ খাইর ধন্যবাদ
২১ জুন ২০১৬ রাত ১০:২৫
309507
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর বলেছেন। জাজাকাল্লাহ খায়ের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File