প্রশ্ন করে দেখো... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুন, ২০১৬, ০৯:০২:৪৫ রাত



হে সুদি মহাজন খবর কি

পেয়েছ, এসেছে মাহে রমজান?

সুদের বকেয়া ছেড়ে ফিরে এসো

ইসলামে, তাতে রয়েছে কল্যাণ।

Happy

কোরআনের জ্ঞান গ্রহণ করো

কোরআন নাজিলের এই মাসে,

তাওবা করো তাওবা করো

আল্লাহ ও রসুল (সাঃ)কে ভালোবেসে।

Happy

আল্লাহ ও রসুল (সাঃ) এর সাথে

যুদ্ধ করে হয়নি হবেনা কেউ সফল,

সুদের মহাজনি করে কেন অর্জন

করছো সল্প সাময়ের দুনিয়াবী বল?

Happy

সুদের টাকা খাচ্ছ তুমি, খাওয়াচ্ছ

মা বাবা, ভাই বোন, বউ ছেলে মেয়েকে,

প্রশ্ন করে দেখেছ কি কখনো জাহান্নামে

অনলের ভাগ নেবে কি কেউ? সাহস রেখে বুকে।

Happy

না করে থাকলে প্রশ্ন করে দেখো

উত্তর পেয়ে যাবে না.. না... না.... না....!

তাহলে কেন সুদের মহাজনী করে

নিজের জন্য নিশ্চিত জাহান্নাম কেনা?

Winking

প্রশ্নের উত্তর খোঁজ করো নিজের

বিবেকের কাছে, বিবেক বিচারক,

ন্যায় বিচার করে সময় থাকতে

আদায় করো নিজের অবধারিত হক।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371988
১৪ জুন ২০১৬ রাত ১১:১৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ জুন ২০১৬ সকাল ০৫:৫৩
308783
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
371993
১৫ জুন ২০১৬ রাত ০১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা এই মাসে মজুদদারি করছে তারা সুদ ও খাবে!
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৫৮
308830
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ তা হতে পারে!
371995
১৫ জুন ২০১৬ রাত ০২:৪৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

হারাম যাবতীয় বিষয় থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। আমিন।
জাযাকাল্লাহ খাইর।
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৫৯
308831
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমিন।
372014
১৫ জুন ২০১৬ সকাল ১১:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুদের বিষবাষ্পে মানুষ বন্দী সর্বত্রই..সুদের পরিণাম সসবাই জানে তারপরও এর থেকে রক্ষার চেষ্টা কম মানুষই করে। আর যারা চেষ্টা করে তারা অনেক সময় মানুষের টিটকারী এবং অপব্যখ্যা শুনে। ধন্যবাদ, সচেতন তৈরির প্রচেষ্টাকে..
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৫৯
308832
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
372032
১৫ জুন ২০১৬ দুপুর ০১:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Upভালো লাগলো Cheer Cheer Cheer
১৫ জুন ২০১৬ বিকাল ০৪:৫৯
308833
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
372187
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুদ এক ভয়ানক পরিণতির নাম যা আপনি সচেতনতা সৃষ্টির মানসে ছন্দে ছন্দে অতি চমৎকারভাবে তুলে ধরেছেন মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
১৬ জুন ২০১৬ রাত ০৯:১৪
309002
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File