প্রশ্ন করে দেখো... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুন, ২০১৬, ০৯:০২:৪৫ রাত
হে সুদি মহাজন খবর কি
পেয়েছ, এসেছে মাহে রমজান?
সুদের বকেয়া ছেড়ে ফিরে এসো
ইসলামে, তাতে রয়েছে কল্যাণ।
কোরআনের জ্ঞান গ্রহণ করো
কোরআন নাজিলের এই মাসে,
তাওবা করো তাওবা করো
আল্লাহ ও রসুল (সাঃ)কে ভালোবেসে।
আল্লাহ ও রসুল (সাঃ) এর সাথে
যুদ্ধ করে হয়নি হবেনা কেউ সফল,
সুদের মহাজনি করে কেন অর্জন
করছো সল্প সাময়ের দুনিয়াবী বল?
সুদের টাকা খাচ্ছ তুমি, খাওয়াচ্ছ
মা বাবা, ভাই বোন, বউ ছেলে মেয়েকে,
প্রশ্ন করে দেখেছ কি কখনো জাহান্নামে
অনলের ভাগ নেবে কি কেউ? সাহস রেখে বুকে।
না করে থাকলে প্রশ্ন করে দেখো
উত্তর পেয়ে যাবে না.. না... না.... না....!
তাহলে কেন সুদের মহাজনী করে
নিজের জন্য নিশ্চিত জাহান্নাম কেনা?
প্রশ্নের উত্তর খোঁজ করো নিজের
বিবেকের কাছে, বিবেক বিচারক,
ন্যায় বিচার করে সময় থাকতে
আদায় করো নিজের অবধারিত হক।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হারাম যাবতীয় বিষয় থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন। আমিন।
জাযাকাল্লাহ খাইর।
সুদ এক ভয়ানক পরিণতির নাম যা আপনি সচেতনতা সৃষ্টির মানসে ছন্দে ছন্দে অতি চমৎকারভাবে তুলে ধরেছেন মাশাআল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন