তাওবা.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ জুন, ২০১৬, ০৮:৩০:২০ রাত



পেয়েছি জীবনে যা তা তোমারই দান

আমার ভেতরে যত উৎস জ্ঞান,

যা ভাবি নিজের ভেতরে ইচ্ছায় অনিচ্ছায়

তকদিরের খেল সবই এই জীবন গরিমায়।



জীবন রুদ্ধশ্বাস, সময়ের শেকড়ে বাঁধা

নিজস্ব কর্মগতি! খাতায় তৈরি করে কাদা,

জরাজীর্ণ শেষ সময়ে নিজ অনুশোচনা বিহ্বলিত

পেলে আশা সেই উদ্যম! মনে তৈরি করে ক্ষত!



অনুভূতি প্রকাশে স্মৃতিতে মন যুদ্ধময় রণক্ষেত্র

তিনি রহমান, তিনি রহিম, তিনিই মুক্তির সূত্র।

তারই তরে লুটায়ে পড়ি সিজদায়, লজ্জিত চিত্তে,

গুনাহ করেছি জানা অজানায়, জমা তা স্মৃতির বৃত্তে।



স্মৃতিগুলো স্মরণে 'তাওবা' তার তরে যিনি খালিক,

সেই পথে চালাও মোরে যে পথটি আমার জন্য সঠিক।

চিন্তার, দেখার, শুনার, হাতের, পায়ের, কাজের গুনাহ,

সব কিছুর হিসাব তুমি রাখো, তোমার সব জানাশোনা।



আমি অতি অধম, খুবই তুচ্ছ, তোমার কাছে হে রব

আমায় ক্ষমা করো, ক্ষমাই আমার হৃদয়ের কলরব।

আমি দামী হতে চাই তোমার পথে নিজেকে করে নিযুক্ত

তোমার বিধি নিষেধ মানতে আমার পথ করো উম্মুক্ত।



বক্ষে শক্তি দাও ধারণ করতে তব সত্য বাণী

শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন নত মস্তকে তোমাকেই মনি।

মেনে চলব ভেবে সিজদায় 'তাওবা' অতীত ভুলভ্রান্তি

ক্ষমা করে গড় আমায় শিশুর মত নব অতিথি।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371734
১১ জুন ২০১৬ রাত ০৯:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩০
308608
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
371739
১১ জুন ২০১৬ রাত ১১:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ছন্দে ছন্দে গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা মাশাআল্লাহ।

অনেক ভালো লাগলো।
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
308609
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার সরব উপস্থিতি আগামীর লেখায় দারুণ অনুপ্রেরণা যোগাবে, ধন্যবাদ।
371764
১২ জুন ২০১৬ সকাল ১১:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিতো আগেই দেখেছি, কমেন্ট কিতা করতাম
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
308610
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কমেন্ট কিতা করিবেন আমি কইয়া দিলেতো নিজেরে নিজে কমেন্ট করিবার পারিতাম!!
371803
১২ জুন ২০১৬ রাত ০৯:১৮
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৩
308611
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File