তাওবা.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ জুন, ২০১৬, ০৮:৩০:২০ রাত
পেয়েছি জীবনে যা তা তোমারই দান
আমার ভেতরে যত উৎস জ্ঞান,
যা ভাবি নিজের ভেতরে ইচ্ছায় অনিচ্ছায়
তকদিরের খেল সবই এই জীবন গরিমায়।
জীবন রুদ্ধশ্বাস, সময়ের শেকড়ে বাঁধা
নিজস্ব কর্মগতি! খাতায় তৈরি করে কাদা,
জরাজীর্ণ শেষ সময়ে নিজ অনুশোচনা বিহ্বলিত
পেলে আশা সেই উদ্যম! মনে তৈরি করে ক্ষত!
অনুভূতি প্রকাশে স্মৃতিতে মন যুদ্ধময় রণক্ষেত্র
তিনি রহমান, তিনি রহিম, তিনিই মুক্তির সূত্র।
তারই তরে লুটায়ে পড়ি সিজদায়, লজ্জিত চিত্তে,
গুনাহ করেছি জানা অজানায়, জমা তা স্মৃতির বৃত্তে।
স্মৃতিগুলো স্মরণে 'তাওবা' তার তরে যিনি খালিক,
সেই পথে চালাও মোরে যে পথটি আমার জন্য সঠিক।
চিন্তার, দেখার, শুনার, হাতের, পায়ের, কাজের গুনাহ,
সব কিছুর হিসাব তুমি রাখো, তোমার সব জানাশোনা।
আমি অতি অধম, খুবই তুচ্ছ, তোমার কাছে হে রব
আমায় ক্ষমা করো, ক্ষমাই আমার হৃদয়ের কলরব।
আমি দামী হতে চাই তোমার পথে নিজেকে করে নিযুক্ত
তোমার বিধি নিষেধ মানতে আমার পথ করো উম্মুক্ত।
বক্ষে শক্তি দাও ধারণ করতে তব সত্য বাণী
শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন নত মস্তকে তোমাকেই মনি।
মেনে চলব ভেবে সিজদায় 'তাওবা' অতীত ভুলভ্রান্তি
ক্ষমা করে গড় আমায় শিশুর মত নব অতিথি।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছন্দে ছন্দে গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা মাশাআল্লাহ।
অনেক ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন