বিবেক জাগ্রত করো... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ জুন, ২০১৬, ০৬:৪৩:২৭ সন্ধ্যা
হে মাদকসেবী তোমার বাহুতেতো
বল হেব্বি, করতে পারবে কি কাজ,
রমজান এসেছে মাদক ছেড়ে
পড়তে পারবেকি নামাজ??
তুমিতো মাদক সেবন কর
তোমার কাছে টাকার ছড়াছড়ি,
তুমি কি বুঝানো সমাজের লোকজন
তোমার সাথে দিয়েছে আড়ি।
তোমার কষ্টের ইনকাম খরচ করে
কেন হারাচ্ছো নিজের হুশ,
রক্ত মাংস থাকতে কেন তুমি
করেছো শয়তানের সাথে আপোষ?
তোমার প্রতি করুণা হয়
কাজে লাগাও তোমার বাহু বল,
তুমি কি জান তোমার কারণে
তোমার স্বজনের নীরবে ঝরেছে অশ্রুজল?
;(
বিবেক তোমার জাগ্রত করো
পাচ্ছ তুমি তরুণ সহযোগী,
তোমার চিকিৎসা করবো আমরা
তুমি যদি হয়ে থাকো রোগী!
তোমাকে নিয়েই হবে সমাজ নির্মাণ
ঘৃণার পাত্র নয় তুমি,
ভালোবেসে তোমাকে সাথে নিয়ে
গড়ে তুলবো আমরা সুন্দর আগামী।
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো, ধন্যবাদ।
রামাদান কেমন যাচ্ছে?
পড়তে পারবেকি নামাজ..? অনেক অনেক ধন্যবাদ
০ মাদক যারা সেবন করে তারা চুরি-চামারি করেই মাদকের টাকা জোগাড় করে ।
মন্তব্য করতে লগইন করুন