বিবেক জাগ্রত করো...Winking Winking ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ জুন, ২০১৬, ০৬:৪৩:২৭ সন্ধ্যা



হে মাদকসেবী তোমার বাহুতেতো

বল হেব্বি, করতে পারবে কি কাজ,

রমজান এসেছে মাদক ছেড়ে

পড়তে পারবেকি নামাজ??

Winking

তুমিতো মাদক সেবন কর

তোমার কাছে টাকার ছড়াছড়ি,

তুমি কি বুঝানো সমাজের লোকজন

তোমার সাথে দিয়েছে আড়ি।

Winking

তোমার কষ্টের ইনকাম খরচ করে

কেন হারাচ্ছো নিজের হুশ,

রক্ত মাংস থাকতে কেন তুমি

করেছো শয়তানের সাথে আপোষ?

Winking

তোমার প্রতি করুণা হয়

কাজে লাগাও তোমার বাহু বল,

তুমি কি জান তোমার কারণে

তোমার স্বজনের নীরবে ঝরেছে অশ্রুজল?

;(

বিবেক তোমার জাগ্রত করো

পাচ্ছ তুমি তরুণ সহযোগী,

তোমার চিকিৎসা করবো আমরা

তুমি যদি হয়ে থাকো রোগী!

Winking

তোমাকে নিয়েই হবে সমাজ নির্মাণ

ঘৃণার পাত্র নয় তুমি,

ভালোবেসে তোমাকে সাথে নিয়ে

গড়ে তুলবো আমরা সুন্দর আগামী।

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371565
০৯ জুন ২০১৬ রাত ১০:১৫
আবু জান্নাত লিখেছেন :
ভালো লাগলো, ধন্যবাদ।

রামাদান কেমন যাচ্ছে?
১০ জুন ২০১৬ সকাল ০৬:৩২
308359
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। একটি দিনও হয়রান লাগেনি।
371576
১০ জুন ২০১৬ রাত ১২:৩৬
ইরফান ভাই লিখেছেন : আসলে মাদক ছাড়ার জন্য মানসিকতা এবং সৎ সঙ্গের প্রয়োজন।
১০ জুন ২০১৬ সকাল ০৬:৩৩
308360
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ।
371591
১০ জুন ২০১৬ সকাল ০৫:২০
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো রমজান এসেছে মাদক ছেড়ে
পড়তে পারবেকি নামাজ..? অনেক অনেক ধন্যবাদ
১০ জুন ২০১৬ সকাল ০৬:৩৩
308361
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
371599
১০ জুন ২০১৬ সকাল ০৬:৪৩
ফারদিন ইসলাম লিখেছেন : সমস্ত পাপ কাজ ছেড়ে দেয়ার পাশাপাশি মাদককে আমাদের জীবন থেকে পরিহার করা উচিত ।
১০ জুন ২০১৬ দুপুর ০৩:২৩
308380
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ।
371611
১০ জুন ২০১৬ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন :
তোমার কষ্টের ইনকাম খরচ করে

কেন হারাচ্ছো নিজের হুশ,


০ মাদক যারা সেবন করে তারা চুরি-চামারি করেই মাদকের টাকা জোগাড় করে ।
১০ জুন ২০১৬ দুপুর ১২:৩২
308370
ইরফান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১০ জুন ২০১৬ দুপুর ০৩:২২
308379
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তথ্যটি আমার সঠিক জানা নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File