ফিরতে হবে...!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৭ মে, ২০১৬, ১২:২৯:২৫ রাত
মৃত্যু যার জন্য আজ নির্ধারিত
আল্লাহর দুনিয়ায় পালাবে কোথায় সে?
সে যেখানেই থাকুক ভালো বা মন্দে
নিশ্চিত পরিনত হবে লাশে!
মৃত্যুর বিরুদ্ধে যেকোন টেকনোলজি
প্রযুক্তি 'প্রয়োগ' হলে তা হবে নিঃসপ্রাণ,
অহংকার ও দম্ভের শেষ হবে
সে যত বড়ই হোক ক্ষমতাবান।
কেন সবাই নগদের পিছ ছুটে
বাকির জন্য কেন অন্তর আড়াল?
পরকাল সেতো আছে নিশ্চিত,
শুন মন্ত্রী, কৃষক, ওহে রাখাল।
তিনি বিচার করবেন সবার
থাকবে তাতে ন্যায়ের ভারসাম্য,
যাদের বাকির খাতা নেকিতে ভরা
জান্নাত পাবে তারা, তারা হবে ধন্য।
বাকির দিকে খেয়ালী হও সবাই
নিয়মের গতিতে বয়ে যাচ্ছে সময়,
মৃত হূদয়কে জীবিত করো
পেতে জাহান্নামের ভয়।
জান্নাত জাহান্নামের বর্ননা পাই
পড়ে আল-হাদীস আল-কোরআন।
সঠিক পথে ফিরতে হবে আমাদের
কাজে লাগিয়ে আল্লাহর দেয়া জ্ঞান।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার লিখেছেন জনাব
মন্তব্য করতে লগইন করুন