আশা আছে মনে মনে....! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মে, ২০১৬, ১০:১০:২৩ সকাল



স্রষ্টার কথা... মাদকসেবী, জুয়াড়ি,

নিশ্চয়ই শয়তানের অনুসারী,

মুর্তিপুজা, ভাগ্য নির্ণয়ক, যুগে যুগে

মানুষের জীবনে এনে দিয়েছে আঁধারী!

Winking

মাদকসেবী জুয়াড়ি সমাজে বিশৃংখলা

তৈরি করেছে যুগে যুগে প্রমাণিত,

মাদকসেবী জুয়াড়ির আত্মীয় স্বজন

লজ্জায় মুখ লুকোয় মনে নিয়ে ক্ষত।

Winking

লজ্জার ক্ষত নিয়ে যদি হতে হয়

অন্য দশ জনের সামনে মুখোমুখি,

অঙ্কুরে থাকা জ্ঞান অঙ্কুরেই থাকে...

বিকাশিত জ্ঞান ছাড়া কি করে তারা হবে সুখী?

Winking

অসুখী মনের তিক্ত যন্ত্রণায়

হিংসুক হতে শিখে তারা,

হিংসা থেকে মারামারি-হানাহানি

বলো তাদেরকে কে দেবে পাহারা?

Winking

পরিবারে একজনের নেশাগ্রস্ত জীবন

পরিবারের সবাইকে জিম্মি করে,

কেন মাদকাসক্ত হয়ে শয়তানের পিছু

নিয়ে নিজেকে নিয়ে যাব আঁধারে?

Winking

আঁধার জীবন থেকে ফিরতে হবে

ফেরাতে হবে বাঁচাতে আগামী প্রজন্ম,

প্রজন্মকে মন্দ পথে ঠেলে দিতে

নির্দেশ করেনা প্রচলিত কোন প্রধান ধর্ম।

Winking

ধর্মের নির্দেশিত একই ধরনের কথা

গুলো যদি আমরা জেনে মানার করি চেষ্টা,

জেনে মানতে পারতাম সব

মানুষের মাত্র একজনই স্রষ্টা।

Winking

স্রষ্টাই ভাগ্য নিয়ন্ত্রণ করে, মানুষকে ভাগ্য

নির্নয়ক মানা বড় অপরাধের সামিল,

ভাগ্য নির্নয় নাকরতে বললে দেখি

কারো কারো ক্ষেপা মেজাজ, দেখি মতের অমিল।

Winking

মেজাজ দেখে মেজাজ গরম নয়

চেষ্টা শুধু হোক সচেতনতা সৃষ্টি,

আশা আছে মনে মনে আজ না হোক-

কাল সত্য পথে ফিরবে মানুষের দৃষ্টি।

:::::::::::::::::::::::::::::::::::::

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368605
১০ মে ২০১৬ দুপুর ১২:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আশা আছে মনে আজ না হোক, কাল নিশ্চয়ই হবে.
১০ মে ২০১৬ দুপুর ০৩:২১
305968
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ।
368628
১০ মে ২০১৬ রাত ০৮:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আধুনিক জাহেলিয়াতের সুনিপুণ চিত্র অঙ্কিত হয়েছে আপনার কলমের তুলিতে..জাযাকাল্লাহ!!
১২ মে ২০১৬ বিকাল ০৫:০৩
306141
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও....
368663
১০ মে ২০১৬ রাত ১১:৩৮
১২ মে ২০১৬ বিকাল ০৫:০৩
306142
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File