আশা আছে মনে মনে....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মে, ২০১৬, ১০:১০:২৩ সকাল
স্রষ্টার কথা... মাদকসেবী, জুয়াড়ি,
নিশ্চয়ই শয়তানের অনুসারী,
মুর্তিপুজা, ভাগ্য নির্ণয়ক, যুগে যুগে
মানুষের জীবনে এনে দিয়েছে আঁধারী!
মাদকসেবী জুয়াড়ি সমাজে বিশৃংখলা
তৈরি করেছে যুগে যুগে প্রমাণিত,
মাদকসেবী জুয়াড়ির আত্মীয় স্বজন
লজ্জায় মুখ লুকোয় মনে নিয়ে ক্ষত।
লজ্জার ক্ষত নিয়ে যদি হতে হয়
অন্য দশ জনের সামনে মুখোমুখি,
অঙ্কুরে থাকা জ্ঞান অঙ্কুরেই থাকে...
বিকাশিত জ্ঞান ছাড়া কি করে তারা হবে সুখী?
অসুখী মনের তিক্ত যন্ত্রণায়
হিংসুক হতে শিখে তারা,
হিংসা থেকে মারামারি-হানাহানি
বলো তাদেরকে কে দেবে পাহারা?
পরিবারে একজনের নেশাগ্রস্ত জীবন
পরিবারের সবাইকে জিম্মি করে,
কেন মাদকাসক্ত হয়ে শয়তানের পিছু
নিয়ে নিজেকে নিয়ে যাব আঁধারে?
আঁধার জীবন থেকে ফিরতে হবে
ফেরাতে হবে বাঁচাতে আগামী প্রজন্ম,
প্রজন্মকে মন্দ পথে ঠেলে দিতে
নির্দেশ করেনা প্রচলিত কোন প্রধান ধর্ম।
ধর্মের নির্দেশিত একই ধরনের কথা
গুলো যদি আমরা জেনে মানার করি চেষ্টা,
জেনে মানতে পারতাম সব
মানুষের মাত্র একজনই স্রষ্টা।
স্রষ্টাই ভাগ্য নিয়ন্ত্রণ করে, মানুষকে ভাগ্য
নির্নয়ক মানা বড় অপরাধের সামিল,
ভাগ্য নির্নয় নাকরতে বললে দেখি
কারো কারো ক্ষেপা মেজাজ, দেখি মতের অমিল।
মেজাজ দেখে মেজাজ গরম নয়
চেষ্টা শুধু হোক সচেতনতা সৃষ্টি,
আশা আছে মনে মনে আজ না হোক-
কাল সত্য পথে ফিরবে মানুষের দৃষ্টি।
:::::::::::::::::::::::::::::::::::::
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন