চাই মাদকের অবসান..... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ এপ্রিল, ২০১৬, ০৮:৩৩:০৪ সকাল
সিমান্ত বন্ধ করে দাও
যে সিমান্ত দিয়ে মাদক আসে,
মাদকের হিংস্র থাবা যেন না লাগে
তারুন্যের কোমল মন আকাশে।
তারুণ্যের জয়ের দ্বারা ধরে রাখা
চাই...... চাই মাদকের অবসান,
মাদক একবার গ্রহণ করিলে খেলার ছলে
হয় জীবনের উজ্জ্বলতা ম্লান।
খেলার ছলেও হাতের নাগালে
যেন না আসতে পারে মাদকদ্রব্য,
সমাজের সচেতন নাগরিক হিসেবে
সম্মিলিত ভাবে আমরা পাহারা দেব!!
মাদক মুক্তির মাধ্যমে গড়তে পারি
আমরা প্রত্যাশিত সুস্থ সুন্দর সমাজ,
মাদকের আনাগোনা টের পেলেই
তুলতে হবে সম্মিলিত আওয়াজ।
মাদকের- বিশ্রিংকলাও যত উৎপাত
বন্ধ হবে সম্মিলিত আওয়াজে,
সন্দেহ নেই, মাদকে রয়েছে
শয়তানের হাত, কুমন্ত্রনা দেয় সহজে।
শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচাতে
হতে হবে ঐকবদ্ধ, নয় বিচ্ছিন্ন,
আসুন সচেতন হই- শয়তান যেন
আমাদেরকে বানাতে না পারে খিয়ালী পণ্য।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবে ফিরে আসছেন মশাই?
ধন্যবাদ, সুন্দর ও সচেতনতামুলক পোস্ট।
তারুন্যের কোমল মন আকাশে।
তারুণ্যের জয়ের দ্বারা ধরে রাখা
চাই চাই মাদকের অবসান। লেখাটি ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
যে কাজ সরকারের করার কথা
সেখানে যদি সরকারের প্রস্রয় থাকে
আবসান কিভাবে হবে??
তবে
নিজেদের সচেতনতা
সবচেয়ে বেশি দরকার
মন্তব্য করতে লগইন করুন