ইসলামের শত্রুরা খুব ততপর...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ মার্চ, ২০১৬, ০৭:৩০:০০ সন্ধ্যা
ইসলামী আইন নেই দেশে
নেই ইসলামী সংস্কৃতির প্রসার,
ইসলাম ধার্মিকদের করতে হেনেস্তা
সরকার সহকারী দালালদের হাহাকার!
সঠিক নেতৃত্ব নেই বলে সংখ্যা গুরুদের
কপালে জোটে সংখ্যা লগুর আচরণ,
মাদ্রাসায় হয়রানি স্কুল কলেজে হিজাব বন্ধ
এখন রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রিট আবেদন!!!
আমরা ধৈর্য্যশিল জাতি
ধৈর্য্য নিয়ে এটেছি মুখে লাগাম,
ইসলামের শত্রুরা খুব ততপর
গোপনে প্রকাশ্যে করছে তাদের কাম!
একতা ছেড়ে আমরা নিজেদের মধ্যে খূঁজে
চলছি দোষ ত্রুটি বিরামহীন,
তাইতো আমাদের উপর আসছে খড়ক
সমগ্র মুসলিম জাতি বেদনার সম্মুখীন।
এখন সময় আমাদের চিন্তা চেতনা
উন্নত করে প্রসারিত করার,
তা না করতে পারলে নিশ্চুপ
মেনে নিতে হবে হার।
বড় গুণ ছেড়ে ছোট্ট ত্রুটি খূঁজে
বিভক্তি তৈরি করা নহে মমিনের কাজ,
বিভক্তি আছে? থাক, বিহৎ স্বার্থে চলো
এক সুরে গড়ে তুলি প্রতিবাদের আওয়াজ।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক সুরে গড়ে তুলি প্রতিবাদের আওয়াজ।
ধন্যবাদ ।
বড় গুণ ছেড়ে ছোট্ট ত্রুটি খূঁজে
বিভক্তি তৈরি করা নহে মমিনের কাজ,
বিভক্তি আছে? থাক, বিহৎ স্বার্থে চলো
এক সুরে গড়ে তুলি প্রতিবাদের আওয়াজ।
সময়োপযোগী আহ্বান।
বিভক্তি আছে? থাক, বৃহৎ স্বার্থে চলো
এক সুরে গড়ে তুলি প্রতিবাদের আওয়াজ।
অসাধারণ! জাযাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন