আমি ব্যাংক লুটপাটের গোপন সাক্ষী..... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ মার্চ, ২০১৬, ১১:৫৫:৫৮ সকাল



আমি ব্যাংক লুটপাটের

গোপন সাক্ষী,

আমার ভেতরে লুকানো

আছে হাজারো কথা বাকি!



আমার কথা গুলো শুনবে

এমন কিছু কান চাই,

সৎভাবে চিন্তা করে

যে করিবে বিচার-ন্যায়।



আমি নিশ্চয়তা দিচ্ছি

বলবোনা কিছুই অসত্য,

আমার কাছে আছে

একেবারে সঠিক তথ্য।



আমি সব দেখি

কিন্তু কিছুই বলিনা প্রকাশ্যে,

আমি বিচার করি

রায় পাববে -সে অনায়াসে।



আমি নির্দেশ দিয়েছি

দেখিয়ে দিয়েছি সরল পথ,

যদিও তোমরা তৈরি করে

নিয়েছ ভিন্ন ভিন্ন মত।



আমি আমার পথের

প্রতিকদের দিয়েছি সুসংবাদ,

তাদের জন্য ভয় নেই

আমিই মেটাবো যত আছে স্বাদ।



তোমরা আমার রশি ধর

শক্ত করে হয়োনা বিচ্ছিন্ন,

তোমাদের সঠিক আমল

তোমাদেরকে করিবে ধন্য।



যে সকল লুটপাট হয়

গোপনে বা হোক লুটপাটের চিন্তা,

আমার বে খবর নয়

ছোট্ট সেই পিপড়ার কথা।



তোমরা উম্মুক্ত করো

বিবেক দিয়ে চিন্তার রাজ্য,

তোমরা খবর পাবে

বিবেকে তাড়না থেকে নায্য।



বিঃদ্রঃ যিনি সব কিছুর খবর রাখেন তিনি একমাত্র আল্লাহ।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363250
২২ মার্চ ২০১৬ দুপুর ০১:০৭
আবু জান্নাত লিখেছেন : সত্য বলেছেন। জাযাকাল্লাহ খাইর
২২ মার্চ ২০১৬ দুপুর ০১:৩২
301141
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।
363265
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:০১
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ ভালো লাগলো লেখাটি ধন্যবাদ আপনাকে। যিনি সব কিছুর খবর রাখেন তিনি একমাত্র আল্লাহ।
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৫
301156
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, অনুভূতি রেখে উৎসাহিত করার জন্য।
363311
২২ মার্চ ২০১৬ রাত ১১:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি পারেন কিভাবে!

আমি পড়ে এতোটাই মুগ্ধ হয়েছি যে, মূল্যায়নের ভাষা হারিয়ে ফেলেছি।
জাজাকাল্লাহ খাইর
২২ মার্চ ২০১৬ রাত ১১:৫৫
301205
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি কি ভাবে কি পারি আল্লাহ ভালো জানেন! মুগ্ধতার ভাষা যা হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে আনুন আমার জন্য! আমি ভাষা জানতে চাই। শুভকামনা।
363376
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম। ব্লগে একটা উদ্যোগ নেয়া হয়েছে, আপনি ও আছেন সেখানে। আমার পাতায় দেখে নেয়ার অনুরোধ করছি।
২৪ মার্চ ২০১৬ সকাল ১১:২১
301341
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার দেয়া পোস্টটি দেখেছি! তবে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এই আয়োজনে আমি অংশগ্রহণ করতে পারবোনা!

সরি সরি সরি সরি .....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File