১২১ জন জনপ্রিয় ব্লগারের লেখা (স্বপ্ন দিয়ে বোনা) প্রবাসীদের লেখা (প্রবাসের গল্প) এবং বাহার ভাইয়ের লেখা (আসমানী মেসেজ) নিয়ে আমার কিছু কথা... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৬:১১ দুপুর
আস্সালামু আলাইকুম,
আনন্দ অভিভূত মন নিয়ে দু'কলম লিখতে বসলাম!! ১২১ জন জনপ্রিয় ব্লগারের বাছাইকৃত লেখা নিয়ে একটি এক্সক্লুসিভ সংকলন গ্রন্থ (স্বপ্ন দিয়ে বোনা) বইটি সংগ্রহ করলাম প্রিয় বাহার ভাইয়ের অনুপ্রেরণায়। যদিও বইটির প্রতি আগ্রহ আমার অনেক দিনের, সময় সুযোগের অভাবে এতদিন বইটি সংগ্রহ করা সম্ভব হয়নি! বইটি সংগ্রহ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত!
১২১ জন ব্লগারের লেখা একই বইতে পাওয়া অত্যন্ত আশ্চর্যের ব্যাপার....! যারা ১২১ জন ব্লগারের লেখা একটি বইয়ে প্রকাশ করার দুঃসাহসিক উদ্যোগ নিয়ে সফলতায় রূপ দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সাথে সাথে যারা বইটিতে লেখা দিয়েছেন যাদের লেখা প্রকাশিত হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান, আমার মনে হয়েছে ১২১ জন লেখক একত্রিত হতে পরাটাই স্বরনীয় ঘটনা যা অতীতের কোন সময়ে এমনটি হয়েছে বলে মনে হয়নি! আমি এই বন্ধনের দির্ঘায়ায়ু কামনা করি।
বিঃদ্রঃ "স্বপ্ন দুয়ে বোনা" বইটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি ২০১৩ সালে। ১২১ জনের লেখা বইটি উৎসর্গ করা হয়েছিল "সোনার বাংলা ব্লগ" পরিবার এবং ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদ এবং অহত মুক্তিযুদ্ধাদের প্রতি।
শাহাদাত হুসাইন (সম্পাদিত) জানুয়ারি ২০১৬ তে প্রকাশিত (প্রবাসের গল্প) বইটিও বাহার ভাইয়ের কাছ থেকে সৌজন্য কপি সংগ্রহ করলাম! উল্লেখ্য প্রবাসের গল্প বইটিতে আমার একটি লেখা (সব কিছু ভুলে যাই) শিরোনামে প্রকাশিত হয়েছে। বইটিতে প্রবাসীদের ভিন্ন ভিন্ন স্বাদের অভিঙ্গতা প্রকাশ পেয়েছে! যারা দেশে থাকেন তারা বইটি পড়ে প্রবাস জীবনের অভিঙ্গতা জানতে পারবেন এবং প্রবাসীদের বুঝতে সক্ষম হবেন।
২০১৩ সালে প্রকাশিত বাহার ভাইয়ের লেখা আসমানী মেসেস বইটিও বাহার ভাইয়ের পক্ষ হতে উপহার পেলাম। পড়লাম ভালো লাগলো।
বিষয়: বিবিধ
১৭৬৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছুটির মুহুর্তগুলো খুব আনন্দে কাটছে বুঝাই যাচ্ছে।
আরো সুখি হোন, বাহার ভাইকে সালাম পৌছানো দায়িত্ব আপনার। অনেক অনেক ধন্যবাদ
যাই হোক, ফেবুতে যা বলেছি, এখানেও বলছি। ব্লগে আপনার ছবিটা না দিলেও পারতেন! কেন বুঝেন না!!!!!!
আমাদের চেহারা বাজে বলে আপনারা রূপের প্রদর্শনী করে যাবেন!!!! আমাদের কি ইচ্ছে করেনা!
মন্তব্য করতে লগইন করুন