হত্যাকারী নরপশুদের প্রতি বাংলাদেশী পরিবারের পক্ষ হতে ধিক্ ধিক্কার ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:২৫:৫৮ দুপুর
ওরা চাইনা বিডিআর বিদ্রোহে
হত্যাকাণ্ডে শোক পালন হোক!
ওরা চায় চাপা পড়ুক অন্য ইসুতে
ঘটনাটি আলোচিত না হোক।
সূর্য সন্তানদের পরিবারের হাহাকারে
কার কি আসে বা যায়?
নরপশুদের বিদ্রোহে
ওরাতো নিয়েছে চির বিদায়।
ওদের পরিবারতো রক্ত সম্পর্ক-
আমরা বাংলাদেশী আমাদের সম্পর্ক আত্মার!
হত্যাকারী নরপশুদের প্রতি
বাংলাদেশী পরিবারের পক্ষ হতে ধিক্ ধিক্কার।
কি করে ভাইকে ভাই করেছে-
রক্তাত্ত ভাবলেই শিউরে উঠি..!
ডাল ভাতের ব্যাপার নহে বড়
ওটা পরিকল্পিত হত্যাকাণ্ড সাক্ষী আছে মাঠি।
ডাল ভাতের নামে যত অপপ্রচার
তা স্বার্থ নামের সাপ বিষাক্ত,
বিচার চাহি ন্যায় বিচার ;
যেনে রেখো আল্লাহ সত্যের বক্ত।
সত্যকে মিথ্যা দিয়ে ডেকে-
দিতে চায় যারা কৌশলে,
তারাই ইন্ধন হবে জাহান্নামের;
তারাই জ্বলেবে অনলে...!
শাক দিয়ে মাছ ডাকা দূর্বলের
(মানুষের) সামনে মানান সই,
গোপনে প্রকাশ্যে যা হয় ভালো মন্দ
সৃষ্টিকর্তা দেখতে পান নিজেই।
আল্লাহ ন্যায় বিচারক
মানুষের উপর যুলুমকারী নয়,
হে সৃষ্টির সেরা নহে লুকোচুরি আর
আল্লাহকে করতে হবে ভয়।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০খুবসে প্রমোশন দেওয়া হচ্ছে
০বেতন বাড়ানো হচ্ছে
০ঢাকা ক্যাণ্টনমেন্টের ভেতরে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে ।
আহাজারি যাদের করতে হত তাদেরকে সেটা করতে দেখা যাচ্ছে না ।
যার বিয়া তার খবর নাই
পাড়া পড়শীর ঘুম নাই
মন্তব্য করতে লগইন করুন