আগামীকাল চট্টগ্রাম বই মেলায় প্রকাশিত হচ্ছেঃ কাব্যগ্রন্থ (হয়নি দেখা নীল আকাশ)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:২৪:০৫ সন্ধ্যা
আস্সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে লোহাগাড়া থানার পটিবিলা ইউনিয়নের গর্ব পুটিবিলার তরুণ লেখক জনাব #নাছির উদ্দিন ভাইয়ের প্রথম কাব্যগ্রন্থ (হয়নি দেখা নীল আকাশ) আগামীকাল আনুষ্ঠানিক ভাবে #প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রাম একুশে বই মেলায়।
আমি পুটিবিলা ইউনিয়নের একজন হিসাবে #নাছির উদ্দিন ভাইয়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটি পাঠকের হূদয়ে স্থান করে নেবে এই প্রত্যাশা করি।
সুস্থ সংস্কৃতির বিকাশে #নাছির উদ্দিন ভাইয়ের কাব্যগ্রন্থটি পাঠক সমাজে দারুণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
চট্টগ্রাম বই মেলায় #বাহার প্রকাশনীতে আগামীকাল বইটির মোড়ক উম্মোচিত হবে....! মোড়ক উম্মোচন করবেন দেশ বরণ্য কবি, কথা সাহিত্যিক পূর্বদেশ পত্রিকাার সাহিত্য সম্পাদক জনাব #কমরুদ্দিন আহামদ। বইটি পাওয়া যাবে বাহার প্রকাশনী স্টল ৫৮।
ইচ্ছে আছে আগামীকাল চট্টগ্রাম একুশে বই মেলায় যাব। বাহার প্রকাশনীতে অবশ্যই যাব, ইনশাহ্ আল্লাহ্।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন