তোমার দিক নির্দেশনায় বেঁচে থাকুক সত্য পথের বীর..! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:২৭:০৯ রাত
ইশারায় নাচো তুমি
ইশারার পুতুল,
বিচারের বাণী তুমি
ক্ষমতার দমকে ছুড়ি বা দূল..!
৭০ মামলার জামিন লাভে
লাভ নেই কোনো,
মামলাহীন মামলায় গ্রেফতার
সে, হে জনতা শুনো।
ইশারার পুতুল হয়ে কত আর
ব্যবহার হবে হে বিচারের বাণী?
কত আর হবে নির্জাতন
আর কত বইবো আমরা গ্লানি?
ইশারার পুতুল হবে যদি
কেন প্রতীক তোমার দাঁড়িপাল্লা,
দেখতে চাইনা " ক্ষমতার পক্ষপাত"
বা দুর্বলের প্রতি তোমার অবহেলা।
হে বিচারের বাণী হয়োনা তুমি
মানুষের মনের রক্তক্ষরণ,
তোমাকে চাই "সমান ভাবে"
তুমি সবার কাছে করবে বিচরণ।
তোমার বিচরণে ফিরে
আসবে সমাজে ছায়া শান্তির,
তোমার দিক নির্দেশনায়
বেঁচে থাকুক সত্য পথের বীর।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই রকম দুঃসাহসী সংবাদ প্রকাশের জন্য ইতিহাসের পাতায় চির দিনই তাহাঁর নাম লেখা থাকবে।
জাযাকাল্লাহ খায়ের
অকুতোভয় বীর সৈনিক শ্রদ্ধেয় মাহমুদুর রহমানের জন্য প্রাণভরে দোয়া করি।
মহান রাব্বূল আলামীন এই বীর যোদ্ধাকে রক্ষা করুণ। আমীন।
বলিষ্ঠ সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন