গরীব দেখে গরম কথা...... তুই মানবতার শত্রু!!!! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৪:৪৭ রাত
জুতার বারি খা তুই
জুতার বারি খা....
তুই হইলি ইসলাম বিদ্ধেষী
করিস বেশি খা খা....!
প্রতিদিনই অস্ত্রবাজি
পড়েনা তোর চোখে.....
ইসলামের গন্ধ পেলে
জঙ্গি জঙ্গি কাপঁন তোর বুকে!!
গরীব দেখে গরম কথা
মতলব তোর খারাপ,
তুই হইলি মানবতার
শত্রু বিষাক্ত সাপ।
তোর মত মতলববাজ
কত এসেছে আর গেছে,
বর্ষায় পানি এলে কুনো ব্যাঙও
পানিতে এসে নাচে।
নাচানাচি ছলছাতুরীর দিন যাবে
আসবে সত্যের জয়জয়কার,
আঁধার দেখবি তুই আঁধার দেখবি
তুর এসে যাবে হার......!
মূল সংবাদ পড়তে এখানে ক্লিক করুন......
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে এইসব মাদ্রাসায় কিন্তু তারাই সাহায্য সহযোগিতা করে, তাদের অনুদানে অধিকাংশ কওমী মাদ্রাসা চলে, অথচ এখন বাকা ত্যাড়া বুলি আওড়াচ্ছে। যখন একটা বিষয় আলোচনায় আসে, তখন অনেকেই নিজেকে ফোকাস করে উদ্ভট সব মন্তব্য করে।
যাই হোক, কবিতাখানি সুন্দর হয়েছে বাপু!
আগে ভুল করে সাহায্য সহযোগিতা করে পেলেছে এখন সেটাকে ইহুদী ক্রিস্টানের চোখের সামনে একটু ইসলাম ববিদ্ধেষীতাকে বাহবা পাওয়ার বৌদৌড়...
আপনিও সুন্দর বলেছেন মন্তব্যে, ধন্যবাদ উপস্থিতি জানান দেবার জন্য।
মন্তব্য করতে লগইন করুন