সবকিছুই শেষ হয়ে যাবে মৃত্যুর দিন... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২১ জানুয়ারি, ২০১৬, ০৭:২০:০৯ সন্ধ্যা
কেউ পায় কেউ হারায়
জীবনের পথ পরিক্রমায়,
কেউ ন্যায় কেউ অন্যায়
এই জগৎ সিমানায়।![]()
কেউ হাসি কেউ কান্না
কেউ মরুভূমি কেউ ঝর্ণা,
কেউ লুকানো কেউ প্রকাশিত
কেউ সবাইকে নিয়ে কেউ নিজের মত।![]()
মুখে বলতে পারে কেউ
কারো বুকে বেদনার ঢেউ,
কেউ সফল হয়ে আত্ম চিৎকার
কেউ ব্যর্থতার ভারে হাহাকার।![]()
কাউকে "খুশি" দেখেতে কারো কষ্ট
কাউকে খুশি করতে করো সময় নষ্ট,
সবকিছুই শেষ হয়ে যাবে মৃত্যুর দিন
হিসাব নিকাশ হবে হাশরে যত আছে ঋণ।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন