আজ জেতার আওয়াজ!! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৬:২৭ রাত



]

নিঃশ্বাস থেমে গেলে

মূলহীন দেহ জানা আছে সবার!

তবুও মানুষেরা চাই চাই

বলে অবিরাম হাহাকার।

Winking

হাহাকার ডেকে আনে আঁধার

বুঝতে অক্ষম দুষ্ট মস্তিস্ক,

স্বার্থের জন্য ভেঙ্গে দেয়

আপন মানুষের সুস্থ বক্ষ।

Winking

নিজের করে নিতে করতে চাহে

অন্যের উপর করে আঘাত!

বাস্তবতা লুকিয়ে রেখে

আমতা আমতা করে চ্যৎ চ্যৎ।

Winking

অন্যের সুস্থ মানসিকতা নষ্ট করতে

দিনরাত মানসিক নির্যাতন,

ওসব কান্ড দেখতে দেখতে

বিষিয়ে উঠেছে কোমল মন।

Winking

সুচিন্তার মানুষ চাই

চাই আন্তরিক সামাজিকতা,

সুচিন্তিত মানুষ বিহীন

থাকেনা কখনো একতা।

Winking

সুচিন্তার সুফল কুচিন্তার কু...

অবধারিত যুগে যুগে,

কুচিন্তার ফলাফল সাময়িক ভালো

সুচিন্তার ফলাফলে মানবতা জাগে।

Winking

একগুঁয়েমীর সিমা রেখা প্রয়োজন

সিমাহীন একগুঁয়েমী ডেকে আনে ক্ষতি,

আমরা সবাই পৃথিবীর মানুষ

এখানে আমরা সল্প সময়ের অতিথি।

Winking

সময়ের সল্পতা এবং জীবনের উদ্দেশ্য

বুঝতে না পারলে বৃথায় যাবে জীবন,

আশা করছি বুঝতে সক্ষম হবে

আমার যত আছে আপন।

Winking

পরীক্ষার খাতায় শুদ্ধ উত্তর

লিখলেই মিলবে নাম্বার,

অশুদ্ধ উত্তর লিখলে

মানতে হবে পরীক্ষায় হার।

Winking

জেনে শুনে হার মানা

বুঝতে হবে বোকামির কাজ,

জীবন পরীক্ষায় জিততে হবে

আজ জেতার আওয়াজ।

Winking

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354428
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন :


চ্যৎ চ্যৎ - এই শব্দদ্বয়ের অর্থ কি ?
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৮
294291
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা ভাষার উপমা!! যেমনঃ কড়া গরম তেলে পানি পড়লে হয়!!
354438
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৪
আবু জান্নাত লিখেছেন :
মনের দুঃখ বুঝার কেউ নাইরে!
সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত।
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৯
294292
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ এটাই স্বার্থময় পৃথিবীর অভিসার!
354445
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৬
আফরা লিখেছেন : আবু জান্নাত ভাইয়া লিখেছেন :
মনের দুঃখ বুঝার কেউ নাইরে!
সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত।একমত
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২০
294293
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একমততো হবেনই। ধন্যবাদ।
354446
১৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সত্যি খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২০
294294
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
354462
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর লেখেছেন , জাজাকাল্লাহু খায়ের
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০২:০৪
294295
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
355422
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াও, খুব সুন্দর হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File