সময়ের পরিক্রমায় ধৈর্যের রশি ধরি শক্ত করে নিজেকে....! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩১ অক্টোবর, ২০১৫, ১২:০৬:৩৫ রাত





আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অনেক দিন পর ব্লগে লগইন করলাম!! কেমন আছেন আপনারা?

Happy

যা দেখি তার সব

কিছু প্রকাশ যোগ্য নয়,

দেখার কারনে অনুভূতি তৈরি হলেও

প্রকাশ করতে ভয়!

Happy

যখন দেখি তখন তিক্ত লাগে

সময়ের সাথে গা সওয়া....!

কখনো কখনো স্মৃতি এসে

আমাকে করে দাওয়া......।

Happy

আমি নিঃস হয়ে যায়

মনের দিক থেকে,

সময়ের পরিক্রমায় ধৈর্যের

রশি ধরি শক্ত করে নিজেকে।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347878
৩১ অক্টোবর ২০১৫ রাত ১২:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ।

অনেক দিন পর আসলেন ভাই! আশাকরি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ঈমান ও সবরের সাথে রাখুন আমীন। কবিতাটি ছোটো হলেও গভীর অর্থবহ ! Good Luck
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৯
288827
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, অনুভূতি রেখে যাবার জন্য।
347881
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? কেমন আছে আমাদের ছোট্ট বাবুটা? অনেকদিন পর আমি ব্লগে এলাম। আর এসেই আপনার লেখাটি পড়ে মন্তব্য করছি। আল্লাহ কাছে দোয়া করি আপনি ও আপনার পরিবার ও সহব্লগার ও সকল মুসলমান ভালো থাকুক সবসময়। বুঝলাম; লেখাটির মাঝে লুকিয়ে আছে মুসলমানের আত্মকষ্ট।
347889
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৪০
আফরা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ।কেমন আছেন ভাইয়া ?

এতদিন আসেন নাই কেন ?ধৈর্য অনেক বড় গুন ।তবে ধৈর্যের কারনে যেন পিঠ দেওয়ালে ঠেকে না যায় ।
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৮
288825
আব্দুল গাফফার লিখেছেন : উনার অসুস্থতার কারণে এমন হয়েছে, Happy
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৫২
288826
আফরা লিখেছেন : জী সেটাই তো দেখলাম এই মাত্র ফেবুতে । আলহামদুল্লিলাহ ! আল্লাহ উনাকে সুস্থ্য করেছেন ।
347892
৩১ অক্টোবর ২০১৫ রাত ০১:৫১
আব্দুল গাফফার লিখেছেন : কয়েক দিন যাবত ফেবু ব্লগে আমি অনিয়মিত তাই আপনি অসুস্থতায় ভোগছেন ভাবতে পারিনি , ফেবুতে আপনার লেখাটি পড়ে খুব খারাপ লাগলো ।রোগ-শোক সব আল্লাহর ইচ্ছায় হয়, ধৈর্য ধরুন ইনশাআল্লাহ খুব দূরত্ব ভালো হয়ে যাবেন । Praying Praying
347901
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪৫
শেখের পোলা লিখেছেন : অমন করে তাকায়েন না, ডর করে৷
347904
৩১ অক্টোবর ২০১৫ রাত ০৪:০২
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়ারমাতুল্লাহ!
আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল!
অসহ্য কিছু কষ্ঠাগাথা ছন্দাকারে তুলে ধরলেন!
এমনতা অনেকের ক্ষেত্রেই! শুভ কামনা রইল!
347920
৩১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৮
নাবিক লিখেছেন : তারতারি সুস্হ্য হয়ে উঠুন এই কামনা।
347957
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৪
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সুস্থতা অনেক বড় নেয়ামত। যে অসুস্থ সে-ই কেবল বুঝে সুস্থতা কত বড় পাওয়া। সুস্থ হয়েছেন, এটাই শুকরিয়া। ভালো থাকুন, নিয়মিত থাকুন এই কামনা।
347977
৩১ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর অনুভুতির প্রকাশ। ধন্যবাদ...
১০
347997
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
১১
349718
১৪ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
ভোলার পোলা লিখেছেন : মন্তব্য করার পরে কারো জবাব দিতে পারি না কেন নিজের পোষ্ট এ??? মোবাইল থেকে
১২
350424
১৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, সুন্দর একখান কবিতা লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File