টুডে ব্লগের শুরুর দিকের ব্লগার (((পদ্ম লোচন))) এর প্রত্যাশা ও আজকের টুডে ব্লগের অবস্থা!!! এবং আমাদের হতাশা...✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ অক্টোবর, ২০১৫, ০৪:৫৪:০২ বিকাল
টুডে ব্লগের শুরুর সময়ে যে সব সুযোগ সুবিধা ব্লগার ও পাঠক পেয়েছিলো তা এখন আর নেই.....! ২২ ডিসেম্বর, ২০১২ ইংরেজি, তারিখে প্রকাশিত..... ((ব্লগ জগতে নতুন সংযোজন বিডি টুডেকে আন্তরিক শুভেচ্ছা, সাথে সাথে সুন্দর ও সাবলীল ব্লগের কাছে আমাদের প্রত্যাশা।)) শিরোনামে একটি লেখা, লিখেছিলেন ব্লগার "পদ্ম লোচন" পোস্টটির স্কৃর্নসট নেয়ার সময় ১২ জন ব্লগার ও ২ জন ভিজিটর উপস্থিত ছিলেন। পোস্টটি ১৩১ বার পড়িত হয়েছে......! ৫ টি লাইক, ডিসলাইক ০ টি, মন্তব্য ০ টি।
সময়ের পরিক্রমায় টুডে ব্লগটি অনেক ব্লগার ও ভিজিটরদের আনাগোনায় সমবৃদ্ধ! কিন্তু ব্লগ কর্তৃপক্ষ ব্লগটিকে সময়ের পরিক্রমায় ব্লগ সাইটের উন্নয়নতো দূরের কথা স্বভাবিক সেবাটুকুও দিতে অনিহায় নিপাতিত। ব্লগ শুরুর সময়ে লাইক - ডিসলাইক এর অপসন থাকলেও এখন আর নেই।
ব্লগ শুরুর সময়ে ব্যানার ছিলো, এখন নেই! সেরা মন্তব্যকারীর অপসনটা ছিলো সচল, এখন সেরা মন্তব্যকারীর অপসনটা বেশিরভাগ সময় হ্যাক হয়ে থাকে। ফলশ্রুতিতে নতুন মন্তব্যকারীরা উৎসাহ হারায়।
কয়েক সপ্তাহ থেকে লক্ষ্য করছি টুডে ব্লগ সাইটে ব্লগার ও ভিজিটরের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে ....! যা নিয়মিত ভিজিটর হিসাবে আমি হতাশ না হয়ে পারিনা।
আমি অত্যন্ত নগন্য একজন, আমি ব্লগ কর্তৃপক্ষকে কিছু বললেই বা কি না বললেই কি?? তারপরও হতাশা ভরা আক্রান্ত মন নিয়ে বসে থাকতে চাইনা! তাই যেটা আমার বা আমাদের প্রয়োজন সেটা আমি বলার জায়গায় বলব চাইবো বলার পর পাব কি পাবনা তা আমি তা নিয়তির উপর ছেড়ে দেব....!!! আর কিইবা করার আছে? ? ?
ব্লগ কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা ছিলো "পদ্ম লোচন" নামের সহ ব্লগার এর!!! ব্লগ জগতে নতুন সংযোজন বিডি টুডেকে আন্তরিক শুভেচ্ছা, সাথে সাথে সুন্দর ও সাবলীল ব্লগের কাছে আমাদের প্রত্যাশা। শিরোনামের লেখাটিই তার প্রমাণ--------- যদিও "পদ্ম লোচন"
" নামের প্রত্যাশা ভরা সাদা মনের ব্লগারটি হয়তো হতাশা ভরা মন নিয়ে টুডে ব্লগ ছেড়ে চলে গেছে, আর আমরা হতভাগারা "পদ্ম লোচন" নামের ব্লগারের সেই আশা ভরা মনের নতুন কোন বাণী পড়তে পারছিনাহ্।
প্রত্যেক মানুষ প্রত্যাশা নিয়ে শুধু করেন শেষ সময়ে হলেও প্রত্যাশার বাস্তবায়ন দেখার প্রত্যয়ে....। কিন্তু টুডে ব্লগ কর্তৃপক্ষ কি পেরেছে প্রত্যাশা পুরন করতে????
আমি এক "পদ্ম লোচন" এর কথা বলছি এই ব্লগ থেকে এই রকম হাজার "পদ্ম লোচন" অকালে প্রত্যাশার ভার বহন করতে না পেরে হারিয়ে গেছে তার খবরাখবর আমাদের অজানা রয়ে গেছে।
টুডে ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার কোন দৃশ্যমান আবেদন নেই... আজকের এই স্মৃতিময় লেখা থেকে ব্লগ কর্তৃপক্ষ কিছু বুঝতে পারবে বলে মনে করি। যোগ্যতার বিচারে ব্লগার "পদ্ম লোচন" এর মত গঠনমূলক লেখা আমার পক্ষে সম্ভব নয়....
তাই আবারো পাঠক ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণে টুডে ব্লগের প্রথম দিকের ব্লগার "পদ্ম লোচন" এর সেই লেখাটির শেয়ার করছি লিংক এর মাধ্যমে আশা করি সবাই পড়বেন।
টুডে ব্লগের শুরুর দিকে ব্লগার (((পদ্ম লোচন))) এর যা প্রত্যাশা ছিলো।
বিষয়: বিবিধ
১৫৪০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে লাভ নাই, কুম্ভকরণ কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গবে না।
আর কার কথা বলবো, আমি নিজেই যাওয়ার পথ ধরে বসে আছি, শুধু একটা ওয়াদার কারণে কয়েকটা দিন থাকতে হবে।
আমার নিরিক্ষে কিছুদিন আগেরও ব্যাপক জনপ্রিয় এই ব্লগটার শ্রী হারানোর কারণগুলো-
(১) পুরোনো ও সুপরিচিত লেখকদের হারিয়ে যাওয়া,
(২) নতুন প্রতিভার অভাব,
(৩) যাও দু'একটা আসে, উপযুক্ত প্রেরণা ও দিক নির্দেশণার অভাবে অল্পতেই শুকিয়ে যায়,
(৪) কর্তৃপক্ষের বিশেষ এক ঘরাণার প্রতি (রাজনৈতিক হোক বা মতাদর্শিক হোক) সহমর্মিতা, যা ব্লগকে মোটামুটি একপেশে করে তুলেছে (ঠিকই শুনেছেন, পক্ষ যে কেউ করে, করতেই পারে, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে এগুলোর প্রকাশ্য প্রদর্শন মডারেশনকে মানায় না।)
(৫) সর্বোপরী মডারেশন কর্তৃপক্ষের অবহেলা (এবং এটাকে আমি এমন একটা কারণ হিসেবে বলতে চাই, যেটা ঠিক হলে অন্য কারণগুলো অটোমেটিকালি ঠিক হয়ে যেতো। কারণটা বোধহয় খুলে বলতে হবে না।
আপনার উল্লেখ্য বিষয় গুলো বিবেচনা করা প্রয়োজন, হয়তো কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবেন।
টিকে থাকাই কি সব হয়ে গেলো?? মরার মত বেঁচে থাকাকে কি সঠিক বেঁচে থাকা বলে?
বেঁচে যখন থাকব একটু কোমর সোজা করে বাঁচলে কি এমন ক্ষতি?? আমরা প্রতিদিন আশা করি অন্যদের চেয়ে একটু ভালোভাবে বাঁচবো সুন্দর করে বাঁচবো।
এক কথায় সুন্দর সুখে ভরা মন নিয়ে বেঁচে থাকতে চাই.....!
গল্পটি হলো.....
নাছিমার মামা বিদেশ থাকে, অনেক দিন পর বিদেশে থেকে এসেছে....
বিদেশ থেকে এসে কয়েকদিন পরে নাছিমাদের বাড়িতে আসে... এসেই ঘরের বাইরে থেকে শুনে নাছিমা বাংলা রেঢিং পড়তেছে! পড়া খুবই আওয়াজ দিয়ে পড়তেছে.....
------থাকবোনাক বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে!.......
শুনতে শুনতেই নাছিমার মামার অতীতের স্মৃতি মনে পড়ে গেলো, কেমন বাস্তববাদী লেখা কবি কাজী নজরুল ইসলামের!!! বিদেশ থেকে ঘুরে যাওয়াতে...... নাছিমার মামা নিজেকে জগৎ ঘুরে যাবার সুখে সুখী ভাবতে থাকলো কিছুক্ষণ।
ঘরে প্রবেশ করেই......নাছিমা.... নাছিমা...?? জি....
মামা এসেছেন.. কেমন আছেন? হ্যাঁ ভালো আছি.... তুই কেমন আসিস? ভালো আছি মামা... তোর মা কই...? মা পাশের বাড়িতে নুন দার নিতে গেছে.....!!
আচ্ছা ঠিক আছে, তুই কি করসিস? মামা আমি পড়তেছিলাম..... কি পড়তেসিস? এই যে কবি নজরুলের কবিতা....ও আচ্ছা, ভালোই....।
স্কুলে পড়িস নাকি মাদ্রাসায়? মামা স্কুলে পড়ি.... কোন ক্লাসে পড়িস? ক্লাস ফাইভে... আচ্ছা ভালোই.....
নামতা জানিস? হ্যাঁ জানি....
দেখি বলতো ৯ এর নামতা...
৯×১= ৯,
৯ ×২ = ১৮,
৯×৩= ২৭ ,
৯×৪= ৩৬,
৯×৫=৪৫,
৯×৬=৫৬
৯×৭=৬৭..... থাম থাম... ভুল হয়েছে...!! ৯×৬=৫৪, ৯×৭=৬৩ হবে....!! নাছিমা লজ্জায় লাল হয়ে গেছে... মামার সামনে!
নাছিমার মামা বলল আচ্ছা ঠিক বাকিটুকু পরে বলিস, যা আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়...। নাছিমা পানি নিয়ে আসে। নাছিমা...... ক্লাস ফাইভে তোর রুল নাম্বার কত? নাছিমা বলে.. রুল নাম্বার ৩....!!
কি বলিস ক্লাস ফাইভে তোর রুল ৩? হ্যাঁ মামা....!!
নাছিমার মামা গভীর চিন্তায় পড়ে যায়... ক্লাস ফাইভে রুল ৩ এর ছাত্রী ৯ এর নামতা বলতে পারেনা....!!! অথচ রুল ৩!!!! পরীক্ষায় কি তা হলে নকল করেছে নাছিমা? জিজ্ঞেস করার ইচ্ছে সৃষ্টি হলেও জিজ্ঞেসা করেনা, নাছিমা লজ্জা পাবে ভেবে!
নাছিমার মা নুন নিয়ে এসেই ভাইকে দেখে আনন্দে উৎফুল্ল...! ভাইকে জড়িয়ে ধরে আনন্দের অশ্রু ঝারালো... কতদিন দেখিনি আমার ভাইকে এভাবে বলতে বলতে মুরগ ও মুরগি রাখার ঘর থেকে বড় মোরগটি ধরে জবেহ করার জন্য! নাছিমার বাবা মরগটি জবেহ করে আল্লাহুআকবর বলে....।
রান্না শেষ হতে হতে রাত সাড়ে আটটা.... খাওয়া শেষ করেই বাড়ি ফিরবে নাছিমার মামা...।
খাবার তৈরী টেবিলে সবাই মিলে খাবে, নাছিমার মামা মোরগের রানের মাংশ বেশি পছন্দ করে....! নাছিমার মা ২টি রানেই তুলে দিয়েছে.... নাছিমার মামার প্লেটে...! খাবার শেষ করে পান খাওয়ার ব্যবস্থা....। পান খেতে খেতে নাছিমার মামা ভাবলো রুল ৩ এর রহস্য জানতে হবে....।
নাছিমা..... নাছিমা.... এই দিকে আয়....! তুই যে স্কুলে পড়িস সেই স্কুলে কয়টি শ্রেণী? মামা ওয়ান থেকে ফাইভ....! শিক্ষক কয়েকজন আছে?? ৩ জন!! স্কুলে মোট ছাত্রছাত্রী কতজন হবে? ১২০ জনের মত হবে।
ক্লাস ফাইভে কত জন আছে? ক্লাস ফাইভে ৯ জন....! আচ্ছা ঠিক আছে.....!!!
নাছিমার মামার বুঝতে বাকি রইলোনা রুল ৩ এর ছাত্রী ৯ নামতা বলতে না পারার কারন!!! তাই বলতেই হচ্ছে প্রতিযোগিতাহীন রুল নাম্বার ৩ এর কোন মূল্য নেই..। ক্লাস ফাইভে পড়া নাছিমার রুল নাম্বার যদি ১০ হতো ১০০ ছাত্রছাত্রীর মধ্যে তাহলে ৯ এর নামতা বলতে নাছিমাকে সমস্যার মুখোমুখী হতে হতোনা।
প্রতিযোগিতাময় ব্লগিং হোক, প্রতিযোগিতাময় পড়াশুনা হোক, প্রতিযোগিতাময় রাজনীতি হোক, প্রতিযোগিতাময় হোক সব ভালো কাজের উদ্যোগ। এবং ভালো কাজ।
ধন্যবাদ।
দেশ হাজার সমস্যা থাকলেও প্রধানমন্ত্রী যেন নিঃচিন্তে থাকে সেই জন্য হাওয়াময় কথা বলা.....! যা পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজের প্রধানমন্ত্রীত্ব ঠিকিয়ে রাখতে হিমশিম খাওয়ার প্রর্যায়ে চলে যায়।
আমি লুকোচুরিতে বিশ্বাস করিনা.... হ্যাঁ হ্যাঁ করতে থাকলে হয়তো মূল জিনিসটাই হারিয়ে পেলবো। যেভাবেই হোক এই ব্লগ প্লাটফর্ম আমাদেরকে ঠিকিয়ে রাখতে হবে। আলোচনা; সমালোচনা, প্রতিবাদ, আন্দোলন সবকিছুর মাধ্যমে।
শুধু মনের ঝাল ঝাড়া!
এই ব্লগ নিয়ে ব্লগারদের যেমন আবেগময়-ভালবাসাময় উৎকন্ঠা কাজ করে তার প্রতি মডুরা যথার্থ দৃষ্টিপাত করেন না এটাই সত্যি!
'হাম চে মান ডাংগরে নিস্ত' (আমরাই সর্বেসর্বা) মনোভাব বেশী মডুদের মনে হয়!
আপনার সাথে একমত!বাধা গ্রস্থ হয়েও টিকে আছে এটাই বড় কথা নয়! কিভাবে টিকে আছে তাও দেখতে হবে!
আশা করি- মডুদের নজরে আসবে এই উপস্হাপনা!
কমন কথা হল, সেলিব্রিটি ব্লগার, আমার মত পাঠক ব্লগার সবাই আসলে নিজের ক্যারিয়ার গড়া নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত। আর এটাই স্বাভাবিক ।
মডু মামাদের উদাসীনতার কথা না বলাই ভাল, বলে লাভ নাই ।
শুকরিয়া !
তবুও সবাই চেষ্টা করে টাচে থাকতে ।
কিছু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ব্লগে ঢোকাই কঠিন হয়ে যায় । এটা বিডি ব্লগের খুব কমন একটা সমস্যা ।
টেকনিক্যালি সাউন্ড না হলে ব্লগাররা আগ্রহ হারিয়ে ফেলবে ব্লগে আসতে এবং অভ্যাস বশতঃ সামুতে নিক খুলবে , যেমনটা রহিম ভাই , জান্নাত ভাই , বাক প্রবাস ভাই সহ বেশ কয়েকজন ব্লগার ইতিমধ্যেই করে ফেলেছেন ।
সামুতে যাবার ইচ্ছে না থাকা শর্তেও আইডি খুললাম এখানে একগুঁয়ে ভাব এসে যাওয়াতে!
তবে সিদ্ধান্ত নিয়েছি সামুতে পোস্ট দেবনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Thinks for excellent columns
মন্তব্য করতে লগইন করুন