ব্যথিত মনের ব্যথা.... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ আগস্ট, ২০১৫, ১১:২৭:৫৫ রাত





ব্যথিত মনের ব্যথা

বুঝতে চাসতো আয় কাছে আয়!

ব্যথার ক্রন্দন দেখার পর নিসনা

আবার নিজে থেকে বিদায়.....

Skull

Skull

Skull

Skull

ব্যথা ভরা নদীর স্রোত

থামানোর শান্তনা দিস,

ব্যথা এলে চারদিকে

শক্তি পায় শয়তান ইবলিশ।

Skull

Skull

Skull

Skull

ইবলিশের প্ররোচনায় যেন মোরে

না নিয়ে যায় মন্দ পথের বাঁকে,

স্মৃতির ভালো দিক গুলো

যেন আমার তাজা ফুলের ছবি আঁকে।

Skull

Skull

Skull

Skull

মন্দ দিক গুলো যেন ভুলে

যেতে পারি শক্তি দাও হে রহমান,

সুন্দর চিন্তা করে যেন হই অবিচল

দূর করতে পারি যেন অশুদ্ধ অভিমান।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338537
২৯ আগস্ট ২০১৫ রাত ১১:৪৯
আবু জান্নাত লিখেছেন : আপনিতো চমৎকার কবি হযে যাচ্ছেন মা-শা আল্লাহ।
৩০ আগস্ট ২০১৫ রাত ১২:০৮
279993
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আফরা কবতিা বুঝবার পারেনাই!!! আপনি কি ভাবে বুঝলেন তা আফরাকে বুঝেয়া বলিলে উপকৃত হতাম।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
338539
৩০ আগস্ট ২০১৫ রাত ১২:০৩
আফরা লিখেছেন : কি কবিতা কিছুই তো বুঝলাম না ।
৩০ আগস্ট ২০১৫ রাত ১২:০৯
279995
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবু জান্নাত বুঝিয়ে দেবেন এটাই আশা করি।
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
280064
আবু জান্নাত লিখেছেন : "রতনে রতন চেনে" ছোট্ট খুকিটি কবি নয় তো! তাই কবিতা তেমনটা বুঝে না। Good Luck Good Luck
338552
৩০ আগস্ট ২০১৫ সকাল ০৯:০২
নাবিক লিখেছেন : ব্যথিত মনের ব্যথা বুঝতে "সাসতো" আয়.... এই শব্দটা কি "চাস'তো" হবে?
এমনিতে ভালো লাগলো।
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৫
280014
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ!, ধন্যবাদ।
338559
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
হতভাগা লিখেছেন : ইদানিং স্যাটায়ার লিখছেন যে, বড় !!
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৩
280074
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অন্য সব লিখার জন্য সময় পাচ্ছিনা, খুব ব্যস্ততা যাচ্ছে! খোঁজ মুলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
338566
৩০ আগস্ট ২০১৫ সকাল ১১:০০
এ,এস,ওসমান লিখেছেন : আপনি সাঁতার জানা স্বত্বেও জলে ডুবে যেতে চাচ্ছেন। এত হতাশা কিসের?
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৪
280075
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাতার জানা থাকলেও হাত পা বাঁধা থাকলে ডুবতে হয়! !!
338609
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাশ-আল্লাহ! ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৪৬
280096
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
339241
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
আওণ রাহ'বার লিখেছেন : মাথার উপরে দিয়ে গেলো! Time Out Time Out
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩০
280651
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মাথার উপর দিয়ে কি গেল বুঝতে পারিনি! আশা করি বুঝিয়ে বলবেন।
339242
০২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আপনার ফেবু এড্রেসটা দিবেন প্লিজ!
আমি ফেবুতে এড করে ম্যাসেজ দেই!
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৯
280650
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : https://m.facebook.com/abdur.rahim.9809?ref=bookmarks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File