ব্যথিত মনের ব্যথা.... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ আগস্ট, ২০১৫, ১১:২৭:৫৫ রাত

ব্যথিত মনের ব্যথা
বুঝতে চাসতো আয় কাছে আয়!
ব্যথার ক্রন্দন দেখার পর নিসনা
আবার নিজে থেকে বিদায়.....![]()
![]()
![]()
![]()
ব্যথা ভরা নদীর স্রোত
থামানোর শান্তনা দিস,
ব্যথা এলে চারদিকে
শক্তি পায় শয়তান ইবলিশ।![]()
![]()
![]()
![]()
ইবলিশের প্ররোচনায় যেন মোরে
না নিয়ে যায় মন্দ পথের বাঁকে,
স্মৃতির ভালো দিক গুলো
যেন আমার তাজা ফুলের ছবি আঁকে।![]()
![]()
![]()
![]()
মন্দ দিক গুলো যেন ভুলে
যেতে পারি শক্তি দাও হে রহমান,
সুন্দর চিন্তা করে যেন হই অবিচল
দূর করতে পারি যেন অশুদ্ধ অভিমান।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এমনিতে ভালো লাগলো।
আমি ফেবুতে এড করে ম্যাসেজ দেই!
মন্তব্য করতে লগইন করুন