আমাদের অভিঙ্গতা আছে বাঁধা ডিঙিয়ে আলো ছিনিয়ে আনার...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ আগস্ট, ২০১৫, ০৩:৫১:১১ দুপুর
আমরা সুখীজন দুঃখের
সকল আগুন ছিন্ন করে.....
আলো চিনিয়ে এনেছি আনব
বন্দীময় শিকল ছিড়ে।
আমাদের অভিঙ্গতা আছে
বাঁধা ডিঙিয়ে আলো ছিনিয়ে আনার,
প্রমান করেছি শত তিক্ততায়ও
মানিনি কখনো অন্যায়ের কাছে হার।
আমরা বাঁধাহীন লেখার
অঙ্গীকার করেছি রেখে হাতে হাত,
নতুন সূর্য ছিনিয়ে আনবই
ভেঙ্গে ছুড়ে অশুভ শক্তির হাত।
কেন আমাদের পথ চলায় বাঁধা নিলজ্জ বোবার পদাঙ্ক করে অনুসরণ??
বাঁধাহীন ভাবে তোমরাও বলতে পারো বোবার মত কেন তোমাদের মনে এতো রক্তক্ষরণ।
জবাব দেয়ার অযোগ্যতা উপস্থাপন
কেন নিলজ্জের মত বারবার?
যোগ্যতার পরিচয় দিয়ে বাঁধাহীন
লিখেতে এসো জানাচ্ছি আহবান আবার।
সরকারের কালো থাবা কেন এই প্লাটফর্মে পড়ে ঠিক বুঝতে পারছিনা কতশত বাংলা ব্লগ সাইট আছে শুধু সরকারের যত কর্ম সবকিছু সাপোর্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন।
এখানে সামান্যতম সমালোচনা হয় হয়তো....!! সমালোচনা হলে সুধরানো সুযোগ তৈরি হয়, সরকার কি অন্ধ হয়ে থাকতে চাই??? যদি তা চাই তা হলে তারা থাকতে পারে.....
সরকার সবাইকে অন্ধকারে রাখতে চাই এটাই বারবার প্রমাণ পাচ্ছি!!! যা কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়।
সরকারের প্রতি নিন্দা জানাচ্ছি এই অশুভ কাজটির জন্য।
টুডে ব্লগ কর্তৃপক্ষকে জানাচ্ছি সহমর্মিতা!! যারা বারবার আহত হবার পরও তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। শুভ কামনা সাথে আছি।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মন্তব্যে আয়শা নামটা ঠিক থাকলেও আব্দুর রহিমের জায়গায় রহমান বসিয়ে দিয়েছেন!!
আপনাকে দেখার সুযোগ করে দিলে নিজেকে ধন্য মনে করব!
মন্তব্য লিখেছি আমি আব্দুর রহিম। ধন্যবাদ।
তারপরও সরকার কেন এতটা আতঙ্কিত বুঝতে সক্ষম হলাম না! সরকারে যদি বিরোধীতার খাতিরে টিপ্পনী, খুনসুটি, সমালোচনার সহ্য করার মত ওজন না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি ভোট বিহীন নির্বাচন করে কেন নিতে গেলেন?
এই ব্লগে তেমন সমালোচনা না হলেও ওরা মনে করে সরকার বিরোধী তুমুল লড়াই হযে যাচ্ছে।
সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন