Rose Rose Rose Rose সন্তানের প্রতি প্রবাসী বাবার ভালোবাসা.... ✔✔✔আব্দুর রহিম Rose Rose Rose Rose Rose

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ আগস্ট, ২০১৫, ১১:৩৮:২০ রাত



নিশ্চয়ই প্রতিটি বাবা তার সন্তানকে খুবই ভালোবাসেন, আমিও ভালোবাসি আমার সন্তানকে.......!

সন্তানকে ভালোবাসার বিভিন্ন ধরন থাকলেও প্রকাশ ভঙ্গিমা ভিন্ন! আমার সন্তানের প্রতি আমার ভালোবাসার সামান্য ভাব প্রকাশ করলাম!!!

ব্লগার " মাহবুবা সুলতানা লায়লা " এর অনুরোধে আজকের এই লেখাটি লিখার প্রয়াস!!

আমি আর সে হবো হবো

হাসি মুখে মুখোমুখি,

সবাই বলাবলি করছে 'এক'ই'

রকম আমার ও তাহার আঁখি!!

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

আমার মনের স্নিগ্ধ ছোঁয়া

লেগে আছে তাহার অঙ্গে প্রত্যঙ্গে,

আমার কল্পনার সাত রাজ্য

শাসিত হয় একান্ত তাহার সঙ্গে।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

যতটুকু দেখে আমার এ চোখ

তারচেয়ে লক্ষগুণ বেশি দেখে মন,

মন দিয়ে তাহাকে দেখে

ভালোবেসে করেছি একান্ত আপন।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

আপন মানুষের সাথে কথা হয়

কল্পনায়, তা নিতান্তই মনের শক্তি,

আমার মনের খোরাক সে;

সে আমার প্রতিটি ক্ষণের অতিথি।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

মনের ঘর জুড়ে তাহার বিচরণ

অভাব নেই আদর যত্নের!

এতো ভালোবাসা এত মায়া মমতায়

চোখ দুটো ভিজে উঠে ফের!!

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

ভেজা চোখেও তাহারে দেখি

সে আমার কলিজা সে আমার প্রাণ,

তাহাকে ভালোবাসতে তাহাকে কাছে পেতে

নিজের সাথে নিজে করি অভিমান।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

৭৩৭১ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337627
২২ আগস্ট ২০১৫ রাত ১১:৪৮
নাবিক লিখেছেন : ইসসস!! কবে'যে বাবা হবো?? Tongue Tongue

কবিতা অনেক ভালো লেগেছে। পিলাচ++
২২ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
279291
নাবিক লিখেছেন : বাবুটাও অনেক কিউট
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:১২
279295
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আফসোস করবেন কেন? বিয়ে করুন আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। আল্লাহর কাছে কোন কিছুর অভাব নেই। আল্লাহ সবচেয়ে বড়।

কবিতা ভালো লাগাতে প্রিতহলাম! মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার সন্তানের জন্য দোয়া চাই, আপনার জন্য শুভ কামনা রহিলো। শুভ ব্লগিং....
337631
২২ আগস্ট ২০১৫ রাত ১১:৫৩
আবু জান্নাত লিখেছেন :
মা-শা আল্লাহ
দারুন অনুভূতি, দারুন আনন্দ।
সন্তান মহান আল্লাহর দারুন উপহার।
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:১৭
279296
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আলহামদুলিল্লাহ। অবশ্যই সন্তান আল্লাহর দারুণ উপহার আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।

আমার সন্তানের জন্য দোয়া চাই।

আল্লাহ আপনার মঙ্গম করুন, আমিন।
337636
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:০৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর কবিতা, দারুণ অনুভূতি। আপনার বাচ্ছাটি খুবই আমুদের প্রকৃতির হবে। অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:১৯
279297
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, আপনার অনুভূতি রেখে যাবার জন্য।

আপনার মন্তব্যে একটি শব্দ বুঝতে পারিনি!! (আমুদের) শব্দটির অর্থ বুঝিয়ে বললে উপকৃত হব।
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:২৮
279299
নজরুল ইসলাম টিপু লিখেছেন : না ভাই শব্দটি হবে 'আমুদে' আমুদের নয়। যাই হোক, আনন্দ দায়ক ঘটনা যে উপভোগ করে, হাসি-খুশির ঘটনা পছন্দ করে, তাদেরকে আমুদে বলা হয়।
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৩২
279300
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবারো ধন্যবাদ!
337650
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আহহা,সন্তানের প্রতি ভালবাসা আগে বুঝতাম না; এখন ঠিকই বুঝি। আপনি চমৎকারভাবে আপনার ভালবাসা প্রকাশ করেছেন। আগামীকাল আমার সন্তানকে নিয়ে একটা কবিতা পোস্ট দেব ইনশা আল্লাহ। পড়ার দাওয়াত থাকলো।
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫৫
279305
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সন্তানের প্রতি ভালোবাসা প্রতিটি বাবা মায়ের.....! ধন্যবাদ মন্তব্যের জন্য।

ইনশাআল্লাহ পড়বো।
337687
২৩ আগস্ট ২০১৫ রাত ০২:৩৪
নৈশ শিকারী লিখেছেন : অনেক ভালো লেগেছে, ধন্যবাদ!
২৩ আগস্ট ২০১৫ রাত ০২:৪৪
279311
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভালো লাগা অনুভূতি রেখে যাবার জন্য।
337740
২৩ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৬
আফরা লিখেছেন : হে আল্লাহ রোবায়েদকে নেক হায়াত দান করুন ,সত্য ও সঠিক পথে চলার তৌফিক দিন ,রোবায়েদ যেন বাবা মায়ের চক্ষশীতলকারী সন্তান হয় । আমীন ।

কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া/ভাবী
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
279385
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৮
279414
হতভাগা লিখেছেন : চুম্মা আমিন হবে , নাকি ছুম্মা আমিন হবে ?
২৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
279419
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি.... ছুম্মা আমিন হবে....! ধন্যবাদ ভুলটি উপস্থপন করার জন্য।
337744
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:০১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আগে বাবা হইয়া লই, তারপর ভাল করে বুঝা যাবে নে.....।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৯
279392
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ..... আগে বিয়ে করে নেন...তারপর আল্লাহর রহমতে সন্তান.....। আপনাকেও ধন্যবাদ।
337748
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অনেক মায়া দিয়ে লিখা।
আপনার প্রিয় সন্তানের জন্য দুয়া থাকলো।
২৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩১
279393
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যাঁ.... সন্তানের ভালোবাসা থেকে লেখা!! অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া রহিলো।
338013
২৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া খুবই সুন্দর ভাবে প্রকাশ করলেন মনের লুকায়িত ভাষা! আমার অনুরোধ রাখাতে আপনাকে ও ভাবিজানকে জাযাকুমুল্লাহ! অনেক দেরি করে পড়লাম ও মন্তব্য করলাম! কয়েকদিন তো ব্লগে ঢুকতেই পারিনি! আপনাদের বাবুুটার জন্যে অনেক অনেক দোয়া! মহান আল্লাহ যেন তাকে তার প্রিয় ব্যক্তিদের একজন করেন! আর আপনাদের উভয়জাহানে নাজাতের উছিলা হয় এই সন্তান! আমার দুইটা ফুলের কলি ছিলো একটি আমার কোলে অপরটি জান্নাতের বাগানে! আমার মেয়ে নুসাইবাহ্ এর জন্যেও দোয়া করবেন! দুঃখীত বাবুটার ছবিটা দেখতে পারিনি! পরে আমার কোন লেখায় ছবির লিংকটা দিবেন!
২৭ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৪
279578
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছবিটি এডিট করে দিয়ে দিয়েছি! এখন ডিউটিতে যাচ্ছি....

পরে কথা হবে ইনশা আল্লাহ।
১০
338284
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এজন্যই তো কবি বলেছেন, ‍‍‍‍‍‍"ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিমুদের অন্তরে।"
আরেকজন কবি বলেছেন, "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।"
অনেক ধন্যবাদ....
২৮ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
279810
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
338891
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাইয়া ছোট ছোট বানানগুলোর দিকে মনযোগ দিন! ছবিতে ভায়ের = ভাইয়ের।
৩১ আগস্ট ২০১৫ রাত ১১:২৭
280288
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে নজরদারির পরামর্শ দেবার জন্য! চেষ্টা থাকবে।
১২
338892
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাইয়া ছোট ছোট বানানগুলোর দিকে মনযোগ দিন! ছবিতে ভায়ের = ভাইয়ের।
১৩
338893
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
আওণ রাহ'বার লিখেছেন : নির্মল হাসি মামাটার দোয়া করি বড় আলেম হোক! আমীন
৩১ আগস্ট ২০১৫ রাত ১১:২৮
280290
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন। আপনাকে ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়ে ছিলাম!!! কিন্তু....Crying
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৪৭
280315
আওণ রাহ'বার লিখেছেন : হা হ্ হা একটা ম্যাসেজ দিয়েন ভাইয়া!
সরি না চেনার জন্য! মাফ করবেন!
জাজাকাল্লাহ
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৭
280347
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মেসেজ দিয়েছি!! কাজ হয়নি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File