আহবান....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ জুলাই, ২০১৫, ০৮:১০:৫৯ রাত
বিঃদ্রঃ- লেখাটি একজন অমুসলিম বন্ধুর উদ্দেশ্যে লেখা।
মুসলিম হিসাবে প্রতিটি মানুষের দাওয়া দেয়া ফরজ, আর আমরা ফরজ কাজ থেকে বিভিন্ন অযুহাত দেখিয়ে দূরে সরে আছি....!
হয়তো এই দূরত্ব আমাদেরকে জান্নাত থেকেও দূরে সরিয়ে দিতে পারে...! জীবনের এই সল্প সময় গুলো ভালো কাজে ব্যায় করি। এবং নিজেদেকে আখেরাতের জন্য তৈরী করি....
কোরআনের কথা যদি
যুগে যুগে সত্য প্রমানিত হয় ,
বল সত্য মানতে তোমার
মনে আছে কিসের ভয় ?
ভয় কর কি মা--বাবা বা
পরিবার নাকি সমাজ ?
সত্য না মানলে আখেরাতে
শুনবেনা তুমি মুক্তির আওয়াজ !
আমাদের ভয় করা উচিৎ
শুধু মাত্র এক আল্লাহকে ,
মা-বাবা পরিবার সমাজ
পারবেনা জাহান্নামকে দিতে রুখে ।
জাহান্নামকে রুখতে হবে আমাদের-
মেনে কোরআন হাদীসের কথা ,
মা-বাবা পরিবার সমাজের দোহাই-
দিয়ে নষ্ট করোনা সময় অযথা ।
সময় নষ্ট করলে যেমন-
সময় ফিরে পাওয়া যায়না ,
মিথ্যার সাথে একত্বতা করলে পেতে হবে
নিশ্চয় জাহান্নামের অসয্য যন্ত্রনা ।
যন্ত্রনা থেকে মুক্তি পেতে
চলতে হবে সত্য মেনে ,
আহবান আমার এসো
কোরআন শিখি প্রতি জনে জনে ।
কোরআনে উল্লেখ আছে মানুষের-
প্রয়োজনীয় সকল বিধান ,
কোরআনকে মেনে চললে
পৃথিবীতে ছড়াবে শান্তির জয়গান ।
শান্তির জন্য কোরআন
মোহাম্মদ ( সাঃ ) সারা পৃথিবীর রহমত ,
সর্ব উত্তম চরিত্র দিয়ে
দেখিয়ে গেছেন তিনি সত্যের পথ ।
আমরা সত্য পথের অনুসারি
হতে চাই প্রতি ওয়াক্ত ,
সত্য মানতে গিয়ে মানবনা
আল্লাহ ও রসুল ছাড়া অন্য কারো শর্ত ।
***************************************
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর কবিতা লিখেছেন, অনেক অনেক শুকরিয়া।
জাযাকাল্লাহ খাইর
আমিন..
মন্তব্য করতে লগইন করুন