সত্য কথায় সব সময় যেন হই আমরা একমত....! (কথা ও ছবি ব্লগ) ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ জুলাই, ২০১৫, ০৭:১৭:৪৪ সকাল

আমরা নিজের জানাটা শেষ জানা হিসাব করে বসে থাকি! অন্য কারোর জানাটি যেন অগ্রহণযোগ্য! ! যতই জানা থাকনা কেন আপনার বা আমার ভুল থাকতেই পারে যা আমরা শিকার করতে চাইনা।

আমাদের জ্ঞানের সিমাবদ্ধতা আছে, সিমাবদ্ধতার কথা বিবেচনা করে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ...।

জানতে চাই জানাতে চাই..... এই শ্লোগান বুকে ধারন করে এগিয়ে যেতে চাই। সত্যের পথ খুঁজে নিতে চাই আনন্দের সাথে।



জানতে চাই জানাতে চাই তাই

আমার প্রতি অনেকে হয় কুব্ধ

ভাবি একাকি বসে

কবে হব আমরা পরিশুদ্ধ ?



আমি জানতে চাইলেও

তার অবিব্যক্ত জানাতে কষ্ট ,

জানাতে চাইলে বিরক্তি তার

আমি দেখেছি স্পস্ট ।



জানতে শুনতে যদি

হই বিরক্তি বদ্ধ ,

বুঝতে পারবনা সত্য

হব আমরা চোখ থাকিতে অন্ধ ।



অন্ধ হলে মন্দ হবে

রোজ হাসরের দিন ,

সত্য না মানলে কোন কাজে-

আসবে না এ পৃথিবীর ঋণ ।

''তাই'' জানাতে চাই জানতে চাই

পৃথিবীর কাজ যেন হয় ইবাদত ,

সত্য কথায় সব সময়

যেন হই আমরা একমত ।





সত্য কি ? সত্য কোরআন ও সহী হাদীস

সত্য আল্লাহ রশুল সাঃ এর নিষেধ-আদেশ ,

সত্যের আদেশ -নিষেধ না মেনে

কেন করব এই জীবন শেষ ?

[img]http://www.bdfirst.net

''জীবন'' তো একদিন গ্রহন

করবে মিত্যুর স্বাদ ,

জীবনের উদ্দেশ্য জানতে-জানাতে

আমাদের মন কেন এতো অবরোদ্ধ ?



কেন জানিনা জানবনা বলে

আমরা নিশ্চিন্তে বসে থাকি ?

আল্লাহ বলেছেন মিত্যুর

আগপর্যন্ত জানার আছে বাকী ।।



বিষয়: বিবিধ

২০৩৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329436
১০ জুলাই ২০১৫ সকাল ০৭:৩১
জ্ঞানের কথা লিখেছেন : জানার জন্য প্রশ্ন করা ভালো তবে কাউকে ঠেকানোর জন্য প্রশ্নকরা খারাপ। আল্লাহ নিয়তের উপর সবকিছু কবুল করেন। আপনার নিয়তকে আল্লাহ কবুল ফরামান আমীন।

সত্য বলতে বলতে আল্লাহর নিকট বান্দা সত্যবাদি হিসেবে গন্য হয়।

জাজাকাল্লাহ।
১০ জুলাই ২০১৫ সকাল ০৭:৪৪
271753
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কাউকে টেকানোর জন্য প্রশ্ন নয়, প্রশ্ন তৈরী হয় কোন অসংগতি দেখলে অথবা অজানাকে জানার আগ্রহ থাকলে....।

টেকানোর জন্য কোন প্রশ্ন তৈরী হবার আগে যেন আমি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি....।

আল্লাহ আমাদের সত্য কথা বলার তাওফীক দান করুন। আমিন।
329446
১০ জুলাই ২০১৫ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন : জানতে পারা জিনিসটা মানুষের জ্ঞান বাড়ায় ।

এটার দুইটা রুপ আছে তিতা বা সত্য ও মিথ্যা বা মিষ্টি ।

মানুষ তিতার চেয়ে মিষ্টি খেতে বেশী পছন্দ করে , অথচ লাভ হয় তিতাতেই বেশী।
১০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৩
271779
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন হতভাগা সাহেব!! অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
329451
১০ জুলাই ২০১৫ সকাল ১১:২৫
এ,এস,ওসমান লিখেছেন : জানতে চাচ্ছেন ভাল কথা তবে কি জানছেন সেটাও আমাদের জানিয়ে দিয়েন Love Struck Love Struck Love Struck Love Struck

আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১০ জুলাই ২০১৫ দুপুর ০২:১৬
271780
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সেটা ব্লগে লেখার মাধ্যমে প্রকাশ পাচ্ছে পাবে....। আরও জানতে চাইলে সময় অনুযায়ী ব্লগে এসে হেটে যাইয়েন, চোখ ও মন খোলা রেখে....Tongue Love Struck ধন্যবাদ মন্তব্যের জন্য।
329459
১০ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৪
আবু জান্নাত লিখেছেন : ইমাম শাফেয়ী রাহঃ কে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আপনি এত বড় আলেম হলেন, উনি উত্তর করলেনঃ আমি যা জানতাম না তা অন্যকে জিজ্ঞাস করতে কখনো সংকোচবোধ করতাম না।
আরবীতে প্রবাদ আছেঃ شفاء العي السؤال অজ্ঞতার চিকিৎসা হল প্রশ্ন করা।
সুন্দর পোষ্টির জন্য শুকরিয়া।
১০ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৮
271790
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
329481
১০ জুলাই ২০১৫ রাত ১০:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জানার কোন শেষ নাই!
১০ জুলাই ২০১৫ রাত ১০:৪৩
271803
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একমত; ধন্যবাদ উপস্থিতি ও মন্তব্যার জন্য।
329485
১০ জুলাই ২০১৫ রাত ১০:৫৯
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : ক্ষুদ্র জীবনে জানার অন্ত নেই।
১১ জুলাই ২০১৫ রাত ০১:৪৪
271809
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন ধন্যবাদ।
329491
১১ জুলাই ২০১৫ রাত ০১:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনন্য, অসাধারণ.. অনেক ধন্যবাদ..
১১ জুলাই ২০১৫ রাত ০১:৪৪
271810
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
329504
১১ জুলাই ২০১৫ রাত ০৪:৩২
তবুওআশাবা্দী লিখেছেন : অনেক ভালো লাগলো |ধন্যবাদ|
১১ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৩
271816
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ। ভালোলাগা অনুভূতি জানিয়ে যাবার জন্য।
329753
১৩ জুলাই ২০১৫ রাত ০১:৪৭
নূর আল আমিন লিখেছেন : ভাল্লাক্সে
১৩ জুলাই ২০১৫ রাত ০৩:৩৭
272013
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অনেক দিন পর ব্লগে মন্তব্য সহ আপনার আগমন!!! অসংখ্য ধন্যবাদ ভালোা লাগা অনুভূতি রেখে যাবার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File