আসুন সবাই একটু "চা" এর সাথে ব্লগিয় আড্ডায়.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১২ জুন, ২০১৫, ০৮:০৪:৫৮ রাত



চা.. চা... চা.... চা.... চা.....আপনি

খাবেন নাকি করবেন পান...

এখুনি করে দিন নিজে থেকে

এলান এলার্ম সাহী এলান...!



চা.. চা... চা... চা.... চা.... খেতে

চাইলে হা.... করুন,

যারা পান করতে চাইবেন

তারা শ্বাস বন্ধ করে দেন চুমুকে টান।



Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

চায়ের সাথে বিস্কুট ফ্রী পাবেন

যার যার পছন্দ মত,

ছালসাবিল# মেহমানদারীতে

থাকবেন স্বইচ্ছায় ব্যস্ত।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

এ,এস,ওসমান# দেখবেন আয়োজন

হয়েছেটা কেমন ভালো না মন্দ,

আবু জান্নাত# এসে

খূঁজে নেবে চা বিস্কুটের সুগন্ধ।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

গাজী সালাউদ্দিন# আসবে বিয়ের

আলোচনা করতে চায়ের আড্ডায়,

চাটগাঁ থেকে বাহার# এসে জমিয়ে

তুলবেন ভাংতি আড্ডা বিশেষ পাহারায়।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

মোহাম্মদ লোকমান# ছাত্র জীবনের টুকিটাকি

তুলবেন আড্ডার ফাঁকে ফাঁকে,

রিদওয়ান কবির সবুজ# এসে

সকল ব্লগারকে মুচকি হেসে

আপন করে টেনে নেবেন বুকে।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

শেখের পোলা# এসে আয়োজন করতে

চাইবেন পোলাও বিরিয়ানি!

দুষ্ট পোলা# এসে বলবেন ভালো

লাগলো, এটাই চিরন্তন ব্লগ বাণী।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম#এসে

শুনাবেন বাণী কোরআন ও সহীহ হাদিসের,

ক্ষনিকের যাত্রী# এসে কবে যে

ফিরব এমন আড্ডায় ফের!

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

ঘুম ভাঙ্গাতে চাই# এসে ভাববেন ঘুম ভাঙ্গা

মানুষের মনের ঘুম ভাঙ্গাবো কেমনে...!

অবাক মুসাফির# অবাক হয়ে ডাক দিবেন

মানুষকে মনের ঘুম ভাঙ্গানোর আহবানে।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

আড্ডা দিতে দিতে সূর্য যায় পশ্চিমে

আছে সূর্যের পাশে হারিকেন#

আওণ রাহ'বার# এসে হাসিখুশী

মুখে বলবেন আড্ডা চালিয়ে যান।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

বাকপ্রবাস# এসে ছন্দময়তা প্রকাশ

করবেন নির্ভয়ে অবলিলায়,

আহমেদ ফিরোজ# এসে বলবেন

মানুষ কেমনে সইবে দেশে এত অবিচার অন্যায়?

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

সাদাচোখ# বলবেন বুঝিয়ে ধৈর্য্য ধরুন

ধৈর্য্যই সাফল্যের চাবিকাঠি,

আবু জারীর# বলবেন এ দেশ আমার হাসি-

কান্না গভীর ভাবে ভালোবাসি এ মাঠি।

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

হতভাগা#বলবেন শুধু মাঠি ভালোবাসলে হবেনা

ভালোবাসতে হবে গরিব মেহনতী মানুষ,

আমি বলতে চাই কবে ফিরবে কবে সেই কবে

মানুষত্ববোধ ও দেশাত্ববোধ এর হুশ????

Rose Cheer Rose Cheer Cheer Rose Cheer Rose Cheer

বিঃদ্রঃ আরো অনেক ব্লগারের আছে যাদের যুক্ত করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। পাঠকের পড়ার ধৈর্যের দিকে নজর দিতে হলো!!! যাদের নাম আসেনি তারা ব্লগে তাদের বক্তৃতা দেয়ার আহবান জানাচ্ছি!!!

আজকের আয়োজনে কোন মেয়ে ব্লগারদের নাম আনা হয়নি.... কারন তাদেরকে মন্তব্যে অংশীদার হবার আহবান জানাচ্ছি।

বিষয়: বিবিধ

২৪০৭ বার পঠিত, ১৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325397
১২ জুন ২০১৫ রাত ০৮:৫৪
এ,এস,ওসমান লিখেছেন : এ,এস,ওসমান# দেখবেন আয়োজন

হয়েছেটা কেমন ভালো না মন্দ,


আমি আয়োজক কমিটি Tongue আমি না থাকলে কেউ ঠিক মত চা ই পাবেন না Tongue Tongue Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

ধন্যবাদ ভাইয়া এ কাজটা আমাকে দেওয়ার কারণে।
১২ জুন ২০১৫ রাত ০৯:৪১
267452
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি আয়োজক কমিটি..Happy>- ছালসাবিল যতক্ষণ উপস্থিত হতে পারছেননা ততক্ষণ মেহমানদারীর দায়িত্ব আপনার! ছালসাবিল বিমান যোগে আসতেছে....
বৃষ্টি খারাপ আবহাওয়ার কারনে সময়মত এসে পৌছাতে পারেনি! সুতারাং বুঝতেইই পারছেন।
১৩ জুন ২০১৫ সকাল ১১:০৭
267593
ছালসাবিল লিখেছেন : এসে পরছি Applause
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫৫
267610
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার কাজ শুরু করে দেন। MOney Eyes
325398
১২ জুন ২০১৫ রাত ০৮:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : মেয়ে ব্লগারানী শব্দটি ব্যবহার না করে আপনি যদি নারী ব্লগার বা মেয়ে ব্লগার শব্দটি ব্যবহার করতেন তবে কথাটা হয়ত আরও দৃষ্টিমধুর হত। Worried
১২ জুন ২০১৫ রাত ০৯:০৪
267441
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি চাইলে এটা সংশোধন করা যাবে.... রানী শব্দটি সম্মানজনকে মনে হয়েছে। কি বলেন?
১২ জুন ২০১৫ রাত ০৯:১০
267442
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি ব্লগার শব্দটিকে একটি কমন শব্দ হিসেবেই জানি(অবশ্য আমার জানায় ভুলও থাকতে পারে)। অর্থাৎ নারী বা পুরুষ উভয়ের জন্যই ব্যবহার করা যায়। বাড়তি রানী যোগ করলে কেমন জানি দৃষ্টিকটূ লাগে।
১২ জুন ২০১৫ রাত ০৯:৪০
267451
ক্ষনিকের যাত্রী লিখেছেন : না আপুমনি আপনি ঠিকই বলেছেন, আমার ধারণা মতে।
আমিও সেরকমই জানি যে, ব্লগার শব্দটি নারী/পুরুষ উভয়ের জন্যই ব্যবহৃত হয়।
১২ জুন ২০১৫ রাত ০৯:৫০
267457
এ,এস,ওসমান লিখেছেন : আপু রাগারাগি না কোরে চা খান Tongue Tongue Tongue

চা বেশি গরম হলে একটু ঠান্ডা পানি মিশিয়ে খান Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ০৯:৫২
267460
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ জয়যুক্ত হয়েছে Happy>- হ্যাঁ জয়যুক্ত হয়েছে Applause হ্যাঁ জয়যুক্ত হয়েছে...... আপনাদের মতামতের প্রতি সম্মান জানিয়ে শব্দটি সংশোধন করা হলো!

আমরা ব্লগারেরা নারীদের যোক্তিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঐকমতে পৌঁছেছি....Broken Heart আপনারা আপনাদের মতামত তুলে ধরে নিজের অধিকার প্রশ্ন সচেতন থাকবেন এটাই প্রত্যাশা। @ফাতেমা মরিয়াম
১২ জুন ২০১৫ রাত ০৯:৫৭
267466
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ক্ষণিকের যাত্রী# ছেলে নাকি মেয়ে বুঝতেই পারিনি! Frustrated যেহেতু অধিকার প্রশ্নে একইসঙ্গে একমতাবলম্বী ধরে নিচ্ছি আপনি মেয়ে ব্লগারCrying
১২ জুন ২০১৫ রাত ১০:০৮
267473
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
ছালসাবিল আসতে না পারায় আপনাদের জন্য তাজা দুকাপ চা পাঠিয়েছেন টেলিফোনেSurprised চা পান করুন আড্ডা বিষয়ে মতামত দিন। ধন্যবাদ।
১২ জুন ২০১৫ রাত ১০:০৯
267476
এ,এস,ওসমান লিখেছেন :
১২ জুন ২০১৫ রাত ১০:১৯
267485
ক্ষনিকের যাত্রী লিখেছেন : যেহেতু অধিকার প্রশ্নে একইসঙ্গে একমতাবলম্বী ধরে নিচ্ছি আপনি মেয়ে ব্লগার

আমি মেয়ে না হলেও একই কাজ করতাম। @নুর আয়শা আব্দুর রহিম
১২ জুন ২০১৫ রাত ১০:২৭
267492
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ.....ধন্যবাদ......ধন্যবাদ..... যুগের সাথে তাল মিলিয়ে অধিকার প্রশ্নে সৎপথে একই সুরে ভরে উঠুক বাংলার প্রতিটি ঘর। শন্তিতে ভরে উঠুক বিশ্ব।

আপনি কি চা পছন্দ করেন সাদা চা নাকি লাল চা?
325411
১২ জুন ২০১৫ রাত ০৯:৩৬
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আমিও ফাতিমা আপুর সাথে একমত।

পুরো পোস্টটাই বেশ মজা করে পড়েছি, কিন্তু শেষের সেই শব্দটিতে এসে কেমন জানি লাগল। আমারও ফাতিমা আপুর মতো ব্লগার শব্দটির সাথে রানী যোগ করলে দৃষ্টিকটূ লাগে।
১২ জুন ২০১৫ রাত ০৯:৪৫
267455
ফাতিমা মারিয়াম লিখেছেন : সহমত পোষণ করার জন্য ধন্যবাদ।
১২ জুন ২০১৫ রাত ০৯:৫১
267458
এ,এস,ওসমান লিখেছেন : আপু দুঃখ প্রকাশ না করে চা পান করুন।

চা বেশি গরম হলে একটু ঠান্ডা পানি মিশিয়ে খান Smug Smug Tongue Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১০:০৯
267475
এ,এস,ওসমান লিখেছেন :
১২ জুন ২০১৫ রাত ১০:১১
267479
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠান্ডা পানি মিশিয়ে চা পান করার পরামর্শ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ক্ষণিকেরে যাত্রীক অসংখ্য ধন্যবাদ। সল্প সময়ের জন্য ব্লগ আড্ডায় অংশীদার হবার জন্য। Love Struck
১৩ জুন ২০১৫ সকাল ১১:৪৮
267606
ছালসাবিল লিখেছেন : Smug গুড
325414
১২ জুন ২০১৫ রাত ০৯:৪৯
আফরা লিখেছেন : ব্লগের যেই অবস্থা -------
১২ জুন ২০১৫ রাত ০৯:৫৩
267462
এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনি চা খান আর চিন্তা করে এ অবস্থা হতে কি রে উপনীত হওয়া যায় Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ০৯:৫৭
267467
এ,এস,ওসমান লিখেছেন : আপু আপনি চা খান আর চিন্তা করে এ অবস্থা হতে কি করে উপনীত হওয়া যায় Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১০:০১
267471
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চা......... কই দিলেন???? Good Luck জলদি জলদি চা নিয়ে আসেন আফরো আপু# রেগে আছেন Crying সাথে বিস্কুট আনতে ভুলে যাবেন না যেনো @এ.এস.ওসমান
১২ জুন ২০১৫ রাত ১০:০৮
267474
এ,এস,ওসমান লিখেছেন : আপু মাইন্ড খেয়েন না Tongue Tongue Tongue

নেন এবার চা খান

১২ জুন ২০১৫ রাত ১০:৪০
267501
আফরা লিখেছেন : চা খাব না ,মাইন্ড ও খাব না যদি চা দেন একটু পান করতে পারি ।
১২ জুন ২০১৫ রাত ১০:৪৮
267508
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে পান করে ফেলেন আপু। দেখেন চিনি, লবণ সব ঠিক আছে নাকি Tongue Tongue Tongue Tongue
১৩ জুন ২০১৫ রাত ১২:২৫
267537
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বড় বড় আপুরা সব সময় চা পান করতে অভ্যস্ত!! কিন্তু টিভি বিজ্ঞাপনে জুস পান করতে না বলে খেতে বলা হয় Rolling on the Floor Rolling on the Floor বাংলা ভাষাটাকে তারা পান করা থেকে খাওয়ায় পরিনত করেছে Crying Crying তারা আবার ফেব্রুয়ারী এলে বাংলা ভাষার জন্য কেঁদে চোখে নুনা জল নামিয়ে দেয় Tongue আপনার পছন্দের চা আপনি পান করুন আয়োজন থেকে।

এবং বিস্কুট অর্ডার দিতে পারেন পছন্দমত Rolling on the Floor Rolling on the Floor আড্ডায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
325415
১২ জুন ২০১৫ রাত ০৯:৫২
এ,এস,ওসমান লিখেছেন :
কাজের সময় না থাকার জন্য
ছালসাবিল ভাই এর চামড়া তুলে আমি গামছা বানামু At Wits' End At Wits' End At Wits' End Time Out Time Out Time Out Time Out

১২ জুন ২০১৫ রাত ১০:০০
267469
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ছালসাবিল ভাই এর চামড়া তুলে গামছা বানাতে হবে না, আমি চা নিয়ে এসেছি, খেয়ে মাথা ঠিক করুন।Happy

চা বেশি গরম হলে আপনিও একটু ঠান্ডা পানি মিশিয়ে খানSmug Smug
১২ জুন ২০১৫ রাত ১০:১২
267481
এ,এস,ওসমান লিখেছেন : আমি চা খেয়েছি। তবে আমি আজ ছালসাবিল ভাইকে আর ছাড়বো না Waiting Waiting Waiting Waiting Waiting

ছালসাবিল ভাই এর চামড়া তুলে এমন একটা গামছা বানামু যে গামছা দিয়ে সকল মেহমান হাত মুছে যাবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ জুন ২০১৫ রাত ১২:৩৮
267540
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবহাওয়ার সমস্যাটা না হলে ছালসাবিল সাহেব এসে পড়তেন! ওনি কিন্তু দায়িত্ব অবহেলার লোক নন Love Struck.একটা বিষয় মনে রাখতে হববে ওনার চামড়া কিন্তু পাতলা!! Angel আজকাল কিন্তু মেহমানেরা টিসু ব্যবহার করে...... গামছার তেমন একটা প্রয়োজন নেই...Rolling on the Floor ওনি এলে ওনাকে বলে টিসুর ব্যবস্থা করিয়ে দেব। Crying
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫৩
267608
ছালসাবিল লিখেছেন : ওসমান Waiting তোমার জন্য আমার ডেনমার্কে র কিছু হলে তোমার রষ্শা নেই Waiting Smug Tongue
১৩ জুন ২০১৫ দুপুর ১২:০৩
267615
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : টিসুর ব্যবস্থা করতে পারলে.... চামড়া অপ্রয়োজনীয়!!!
325417
১২ জুন ২০১৫ রাত ০৯:৫৬
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আমিও আপনাদের জন্য চা নিয়ে আসলাম Happy




১২ জুন ২০১৫ রাত ১০:০১
267472
এ,এস,ওসমান লিখেছেন : আপনার চা য়ে ভেজাল Tongue Tongue Tongue Tongue

আপনার জরিমানা করা হবে Waiting Waiting Waiting
১২ জুন ২০১৫ রাত ১০:১০
267477
এ,এস,ওসমান লিখেছেন : আপনার চা য়ে ভেজাল Tongue Tongue Tongue Tongue

আপনার জরিমানা করা হবে Waiting Waiting Waiting

তার আগে রহিম ভাই এর চা খান Tongue Tongue Tongue



১২ জুন ২০১৫ রাত ১০:১৭
267483
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার চা বিস্কুট আমি খাবই খাব...phbbbbt এত দামী কেতলি পেলেন কই?
১২ জুন ২০১৫ রাত ১০:২৫
267489
এ,এস,ওসমান লিখেছেন : @রহিম ভাই পেট খারাপ হয়ে যাবে কিন্তু......... Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১০:৪১
267502
ক্ষনিকের যাত্রী লিখেছেন : উসমান ভাইয়েরটার চেয়ে আমারটা ভালো তাই উনি এমন বলছেন। Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১০:৫৩
267513
এ,এস,ওসমান লিখেছেন : আপু আমার চা এর মান ভাল Tongue Tongue Tongue

চিনি,লবণ, দুধ সব সমান ভাবে দেওয়া আছে Tongue Tongue Tongue
১৩ জুন ২০১৫ রাত ১২:৪৬
267543
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গরম গরম চা...... সাথে মিস্টি বিস্কুট...... খালি খেতেই মন চাই।

আপুর চা ভালো হয়েছে ওসমান ভাইয়া মাত্র এক কাপ পান করুন। সাথে সুস্বাদু বিস্কুট.....
১৩ জুন ২০১৫ সকাল ০৬:৪৩
267566
অবাক মুসাফীর লিখেছেন : ভাইডি, সব উপাদান সমান সমান!! তার পরে আবার লবণ!! আপনার চা লোকে খাইতো ক্‌যামনে?? Time Out Time Out Time Out @ওসমান ভাই
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫৫
267611
ছালসাবিল লিখেছেন : আপপপি Crying আমার চামরার গামচা দিয়ে মুখ মুছে যাবেন Crying
325420
১২ জুন ২০১৫ রাত ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি পরোটা দিয়া চা খাব!!!
১২ জুন ২০১৫ রাত ১০:১৮
267484
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

পরটা চা আপনার জন্য পাঠিয়ে দেয়া হলো!! চট্টগ্রামের মানুষ গুলো পরোটার সাথে চা পছন্দ করে বেশি আপনিও ব্যতিক্রম নহে।
১২ জুন ২০১৫ রাত ১০:২১
267486
এ,এস,ওসমান লিখেছেন : আপনার হার্টে সমস্যা আছে Smug Smug
তেল জাতীয় জিনিস খাওয়া ঠিক না Tongue Tongue Tongue
আপনি শুধু চা খান Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor





১২ জুন ২০১৫ রাত ১০:২২
267487
এ,এস,ওসমান লিখেছেন : @রহিম ভাই এ কি করেছেন উনার তো হার্টে সমস্যা Smug Smug Smug Smug

১২ জুন ২০১৫ রাত ১১:০৫
267518
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হার্ট এর সমস্যায় চা খাওয়া যায়না??
তাইলে চা না খেয়ে গরুর গোস্ত দিয়ে পরোটা খাব!!
১২ জুন ২০১৫ রাত ১১:১১
267520
এ,এস,ওসমান লিখেছেন : হে হে হে। আপনি ভুল বোঝেছেন Tongue Tongue Tongue

আপনি চা খাবেন কিন্তু পরটা খাবেন না আর গরুর মাংস তো ছুয়েও দেখবেন না। কেউ যদি আপনার পাশে খায় আপনি তখন আড়ি চোখে গরুর মাংসের গন্ধ নিবেন। Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১১:২২
267521
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কি মোদি দাদার লোক!!
গরু না খাওয়ার চেয়ে আমি না খেয়েই থাকব।
১৩ জুন ২০১৫ রাত ০১:২০
267552
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গরু গোস্তের চেয়ে মজার গোস্ত আর আছে বলে মনে হয়না! তবে হার্ট সমস্যা থাকলে ভিন্ন ব্যপার। হার্ট সমস্যা না থাকলে ওসমান ভাইকে জানিয়ে দেন... Happy>- ওসমান ভাই কিন্তু স্বাস্থ্য সচেতন.....। ধন্যবাদ আড্ডায় অংশগ্রহন করার জন্য।
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫৭
267613
ছালসাবিল লিখেছেন : গরু খান তবে মাংস খাবেন না Rolling on the Floor
325427
১২ জুন ২০১৫ রাত ১০:২০
আহমেদ ফিরোজ লিখেছেন : বৃষ্টিস্নাত দিনে ব্লগীয় আড্ডাটা বেশ জমেছে দেখছি......।
১২ জুন ২০১৫ রাত ১০:২৪
267488
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া আপনি কোথায় ছিলেন এতক্ষণ??
নেন চা খান




পানি লাগোলে চেয়ে নিবেন Tongue Tongue Tongue Love Struck Love Struck Love Struck

১২ জুন ২০১৫ রাত ১০:৩৪
267495
আহমেদ ফিরোজ লিখেছেন : একই চা কতজনরে যে খাওয়াইলেন ওসমান ভাই Angel এইডা এতক্ষনে ঠান্ডা অই গেছে। আর এতজনের মুখেরটা আমি খামুনা.... <:-P
১২ জুন ২০১৫ রাত ১০:৩৬
267497
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে এটা খেতে পারেন Day Dreaming Day Dreaming Day Dreaming






১২ জুন ২০১৫ রাত ১০:৫৩
267514
আহমেদ ফিরোজ লিখেছেন : চা টা কুরিয়ার করে পাঠায়া দেন Winking)
১২ জুন ২০১৫ রাত ১১:০০
267515
এ,এস,ওসমান লিখেছেন : দিলাম কুরিয়ার করে Tongue Tongue Tongue

কুরিয়ার হাতে পেলে মিস কল দিয়েন Tongue Tongue Tongue


১৩ জুন ২০১৫ রাত ০১:৩৫
267553
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওসমান ভাই দেখি, ভালোই মেহমানদারী করেছেন কুরিয়ারে চা.....ও পাঠিয়ে দিচ্ছেন!!Love Struck Love Struck Love Struck আহামেদ ফিরোজ ভাই বৃষ্টিস্নাত সময়ে চা খুব.....ই স্বাদ লাগে। আড্ডায় অংশগ্রহন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৩ জুন ২০১৫ সকাল ০৯:৪০
267577
আহমেদ ফিরোজ লিখেছেন : কুরিয়ারের বাহক এক্সিডেন্ট করছে... খোঁজ নেন। Winking)
১৩ জুন ২০১৫ সকাল ১১:২২
267601
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
শক্ত করে ধরেন নিচে পড়ে গেলে কাপ পিরিচ ভেঙে যাবে সুতরাং চা পান করে কাপ পিরিচ পেরৎ দিন।
325428
১২ জুন ২০১৫ রাত ১০:২২
ক্ষনিকের যাত্রী লিখেছেন : যেহেতু অধিকার প্রশ্নে একইসঙ্গে একমতাবলম্বী ধরে নিচ্ছি আপনি মেয়ে ব্লগার

আমি মেয়ে না হলেও একই কাজ করতাম।

আর হ্যাঁ, যেহেতু ছেলে মনে করে আমার নামটি আপনার পোস্টে চলে এসেছে, তাই আমার নামটি ডিলীট করে দিলেই ভালো হয়।
১২ জুন ২০১৫ রাত ১০:৩২
267494
এ,এস,ওসমান লিখেছেন : আপু মারামারি বন্ধ করে চা খান আগে। Talk to the hand Talk to the hand Talk to the hand
নিজেরা নিজেরা মারামারি করে কোন লাভ নায়।





তবে আপনার চায়ে কিন্তু ভেজাল আছে Tongue Tongue Tongue Tongue
১২ জুন ২০১৫ রাত ১০:৩৫
267496
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার প্রস্তাব বিবেচনায় রাখা হলো।
১২ জুন ২০১৫ রাত ১০:৪৪
267504
ক্ষনিকের যাত্রী লিখেছেন : এ,এস,ওসমান ভাইয়া, এখানে কোন মারামারি হচ্ছে না। একটি শব্দ যা অনেকেরই দৃষ্টিকটু লাগতে পারে যদিও কারো কাছে নাও লাগতে পারে। আমরা আমাদের মতামত তুলে ধরেছি মাত্র।
যদি মারামারি করতে চাইতাম তবে এ পোস্টেও আসতাম না উল্টো এর বিরূদ্ধে পোস্ট দিতাম।
১৩ জুন ২০১৫ রাত ০১:৪৫
267555
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মেয়ে ব্লগারেরা কত্ত শান্তFrustrated Praying ওহ্ শিক্ষাদিক্ষায় একেবারে যুক্তিরাজ্যে ডুবে আছে....Rolling on the Floor নামটি যেহেতু পাবলিকেরা দেখে পেলেছে..... আর ডিলিট করতে চাচ্ছিনা Talk to the hand Talk to the hand মারামারির বদলে চা পান করিয়ে ধন্যবাদ পাবার যোগ্যতা অর্জন করেছেন!!! কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট্ট করতে চাইনা। আজকে শুধু আপনার পছন্দের রং চা....... শুভ ব্লগিং....। ওসমান ভাই যখন এতো করে বলছে ওনার চায়ে চুমুক দিয়ে দেখেন MOney Eyes MOney Eyes না হয় মেহমানদারীতে ওনি হতাশ হয়ে পড়বেন!!! Rolling on the Floor Rolling Eyes
১০
325434
১২ জুন ২০১৫ রাত ১০:৪৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাঝে মাঝে ব্লগে আড্ডা দেয়া আমি সমর্থন করি।
এতে ব্লগিং এ গতি আসে। তবে এক এক দিন এক এক জন ব্লগারের ব্লগে হলে সুন্দর হয়।
আমি পর পর দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসে এখন বিশ্রাম নিব।
আড্ডাবাজদের জন্য শুভ কামনা থাকল। Thumbs Up Thumbs Up
১২ জুন ২০১৫ রাত ১০:৫১
267511
এ,এস,ওসমান লিখেছেন : ভাই চা টা খেয়ে যান



১৩ জুন ২০১৫ রাত ০২:১৪
267556
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আড্ডাবাজের বিশ্রাম নেবার আওয়াজ শুনে অন্য সব আড্ডাবাজেরা ভাংতি টাকার খূঁজে বেরিয়ে পড়তে চাইতেছেন.... Crying Crying আপনার জন্য একেবারে গরম.....গ....র.....ম মশল্লা
চা. .... সাথে থাকুন পাশে থাকুন আড্ডাকে ভালোবাসুন। Broken Heart আপনার পরামর্শটি ব্লগারেরা গ্রহণ করতে পারে....। আড্ডা হলে ব্লগিংয়ে গতি আসে..... আড্ডায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
১১
325460
১৩ জুন ২০১৫ রাত ০১:৩৪
আবু জান্নাত লিখেছেন : আবু জান্নাত# এসে
খূঁজে নেবে চা বিস্কুটের সুগন্ধ।

আজ সারাদিন খাইতে খাইতে জান শেণ, আরো খাইতে হপে নাকি!
না! এবার খাওয়ার কথা বললে Time Out Time Out Time Out
আর যে পারছি না। আজ অনেক খাওয়া হয়েছে, তবুও নিমন্ত্রণের জন্য শুকরিয়া।
১৩ জুন ২০১৫ রাত ০২:১৮
267557
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাহাহাহাহা আবু জান্নাতের জন্য শুধুই সুগন্ধ..Rolling on the Floor Rolling on the Floor খাওয়া পান করা চলবে:Thinking না না না না। নিমন্ত্রণ কিন্তু অন্য সব মেহমানদের জন্য। Liar. হাতুড়ি দেখালে চলবে না...... হাতুড়ি কাজে আসবে.....না না না না।
১৩ জুন ২০১৫ সকাল ১১:১৫
267598
আবু জান্নাত লিখেছেন : আজকের সুগন্ধ হলেই চলবে। শুকরিয়া।
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫৩
267609
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শুনলাম আপনার নাকে সমস্যাRolling on the Floor সুগন্ধ কি বরাবর পেয়েছেন?
১৩ জুন ২০১৫ রাত ১০:৪৪
267785
আবু জান্নাত লিখেছেন : না, সমস্যা নেই, দারুন সুগন্ধ পেয়েছি। কাগুজে ফুল।
১২
325467
১৩ জুন ২০১৫ রাত ০১:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : [i]
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম#এসে

শুনাবেন বাণী কোরআন ও সহীহ হাদিসের,
[/i
অসাধারণ!অসাধারণ!!অসাধারণ!!!..আমি আর কিছু বলতে চাইর না..আফসোস আমি যে মন্তব্য করতে পিছিয়ে গেলাম!!
১৩ জুন ২০১৫ রাত ০২:২৬
267558
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথমে আপনার জন্য স্পেশাল গরম চা...
আপনি আর কিছু বলতে না চাইলে আড্ডা হইবে কেম্নে? আপনাকে বলতে হবে শুনতে হবে.....Love Struck আশা করি সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন....। প্রতিদিন আগে আসতে হবে এমন কথা নেই আগে পরে যেভাবেই হোক শুভ ব্লগিং....।
১৩ জুন ২০১৫ রাত ০২:৫৪
267562
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাইজান, চা এর দাওয়াত রইলো দেশে আসলে,,অনেক ধন্যবাদ।
১৩ জুন ২০১৫ রাত ০৪:০৬
267564
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ আসলে জানাব সুযোগ হলে আপনার দাওয়াতে আসতে চেষ্টা করব
Good Luck

আপনি কি চা পছন্দ করেন? দুধ চা নাকি রং চা? Crying
১৩
325497
১৩ জুন ২০১৫ সকাল ০৬:৫২
অবাক মুসাফীর লিখেছেন : অবাক হয়ে গেলাম...
১৩ জুন ২০১৫ সকাল ১১:৩৯
267603
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
অবাক হবার আগে চা.... খেয়ে আড্ডায় যা বলার তা বলে যান। Rolling on the Floor
১৪
325502
১৩ জুন ২০১৫ সকাল ০৭:৫৩
আবু জারীর লিখেছেন : সোনার বাংলাদেশ ব্লগে এক সময় জমজমাট আড্ডা হত প্রতিদিন। নিয়মিত এবং তরুণ ব্লগারেরা প্রাণের সেই আড্ডা ফিরিয়ে আনতে পারে একটু ইচ্ছা করলেই। মাঝে মাঝে আমরা বুড়বা না হয় একটু উকি দিয়ে গেলাম।
১৩ জুন ২০১৫ সকাল ১১:৪৫
267604
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
সোনার বাংলা ব্লগের মৃত্যু হয়ে গেলো!! আপনার জন্য চা এর ব্যবস্থা করা হলো ..... আপনার আগমন সত্যিই আনন্দিত করেছে। ধন্যবাদ।
১৫
325513
১৩ জুন ২০১৫ সকাল ১১:১০
ছালসাবিল লিখেছেন : চাচা Crying আমি মেহমানদারিতে। Unlucky আপুদের কোন চিন্তা নেই, চা তাদের জন্য বেশি বেশি বরাদ্ধ Big Grin
১৩ জুন ২০১৫ সকাল ১১:৩২
267602
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সবাইকে স্পেশাল চা পান করানোর ব্যবস্থা করুন...Worried ওসমান সাহেব আসলে আপনার চামড়া দিয়ে.....Rolling on the Floor
১৩ জুন ২০১৫ সকাল ১১:৪৫
267605
ছালসাবিল লিখেছেন : ওসমান কে Smug আমিকি তাকে চিনি Thinking Tongue
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫২
267607
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সে চিনি নয়, সে একজন পুরুষ মানুষ Broken Heart
১৩ জুন ২০১৫ দুপুর ১২:০২
267614
ছালসাবিল লিখেছেন : Don't Tell Anyone Clown
১৩ জুন ২০১৫ দুপুর ১২:১০
267616
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
বুঝতে পারছি.... চা বানানোর জন্য চিনি লাগবে....Happy>-
১৩ জুন ২০১৫ দুপুর ১২:১০
267617
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
বুঝতে পারছি.... চা বানানোর জন্য চিনি লাগবে....Happy>-
১৩ জুন ২০১৫ দুপুর ০২:০৫
267659
ছালসাবিল লিখেছেন :

এই চিনি অনেনেনেনেক মাজার Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat
১৩ জুন ২০১৫ দুপুর ০২:১৭
267677
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরে....রে...রে.... এই চিনি দিয়ে চা বানালে দুধ লাগবেনাStraight Face দুধ চায়ের কালার এম্নিতেই চলে আসবে Tongue বাকিটা আর কইলাম না।
১৩ জুন ২০১৫ রাত ০৯:৪৫
267765
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Tongue
১৬
325520
১৩ জুন ২০১৫ দুপুর ১২:০৬
ছালসাবিল লিখেছেন : চা এর রেসিপি:
ধনেপাতা ১ কেজি
লবংগ ১/২ কেজি
মরিচ ২৫০ গ্রাম
অলিভ অয়েল ১/২ কেজি
জিংশেন ১০০ গ্রাম Tongue
পেপের আঠা ৫০ গ্রাম

কে চা খাবেন সিরিয়াল দিন Hot
Time Out Time Out Hot Hot Time Out Time Out
১৩ জুন ২০১৫ দুপুর ১২:১৪
267618
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমার চা...টা আগে পাঠিয়ে দিন। হাত লাগলে চলবেনা! Frustrated
১৩ জুন ২০১৫ দুপুর ০২:০৩
267657
ছালসাবিল লিখেছেন : আপনি না বিদেশে Smug আপনাকে জিংশেনের চা দেয়া যাবে নাহ্ Tongue
১৩ জুন ২০১৫ দুপুর ০২:০৯
267666
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাকে চা না দিলে বলে দিমু
১৩ জুন ২০১৫ দুপুর ০২:৫০
267688
ছালসাবিল লিখেছেন : বলেনগা Smug
১৩ জুন ২০১৫ বিকাল ০৪:৪৮
267715
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাথী কিন্তু আপনার আচরণ পলো করততেছে...... পাস করলে হবে...ফেল করলে রাজি হবে নাহ্।
১৩ জুন ২০১৫ বিকাল ০৫:৫৮
267720
এ,এস,ওসমান লিখেছেন : সাথী!!!!!! :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
সেটা আবার কে @রহিম ভাই Surprised Surprised Surprised Surprised
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
267724
এ,এস,ওসমান লিখেছেন : Waiting Waiting Waiting Waiting



১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
267727
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাথী হহইলো গিয়া..... সাবিলকে নিয়ে স্বপ্ন দেখার ম্যানাজারRolling on the Floor
১৩ জুন ২০১৫ রাত ০৯:৪৬
267766
ছালসাবিল লিখেছেন : সেটা আবার কে Crying
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫০
267768
ছালসাবিল লিখেছেন :
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫১
267769
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিও চিন্তা করতেছি..... Rolling on the Floor
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫১
267770
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিও চিন্তা করতেছি..... Rolling on the Floor
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫১
267771
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিও চিন্তা করতেছি..... Rolling on the Floor
১৩ জুন ২০১৫ রাত ১০:৫১
267787
এ,এস,ওসমান লিখেছেন : ফিনিশ Smug Smug Smug Smug





এবার ছালসাবিল ভাই এর জন্য কে কাঁদে দেখমু Tongue Tongue Tongue
১৪ জুন ২০১৫ সকাল ১১:১১
267878
ছালসাবিল লিখেছেন :
১৪ জুন ২০১৫ সকাল ১১:২২
267881
এ,এস,ওসমান লিখেছেন : মৃত মানুষ যতই লাফাক কোন লাভ নায় Tongue Tongue Tongue Tongue

১৪ জুন ২০১৫ সকাল ১১:৩০
267886
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১৪ জুন ২০১৫ সকাল ১১:৩০
267887
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১৪ জুন ২০১৫ সকাল ১১:৫৫
267895
ছালসাবিল লিখেছেন :
১৭
325528
১৩ জুন ২০১৫ দুপুর ১২:৫৬
বার্তা কেন্দ্র লিখেছেন : হুম চা! খুব ভালো জিনিস..মনে হয় আপনি ভাল চা বানাতে জানেন.. পিলাচ..
১৩ জুন ২০১৫ দুপুর ০১:০১
267624
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আগে বলেন আপনি চা ভরা খাবেন নাকি খালি খাবেন? বাকিটা পরে বলছি Love Struck
১৮
325532
১৩ জুন ২০১৫ দুপুর ০১:১৯
বার্তা কেন্দ্র লিখেছেন : খালি চা চলবে..
১৩ জুন ২০১৫ দুপুর ০১:২৮
267638
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
চা কেমন হয়েছে জানাতে ভুললে চলবে না।
১৩ জুন ২০১৫ দুপুর ০১:৪৩
267642
বার্তা কেন্দ্র লিখেছেন : very taste! thanks a lot..
১৩ জুন ২০১৫ দুপুর ০১:৫৮
267652
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck
১৯
325553
১৩ জুন ২০১৫ দুপুর ০২:১৭
এ,এস,ওসমান লিখেছেন :


ছালসাবিল ভাইকে পিটিয়ে চামড়া তুলবো Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

১৩ জুন ২০১৫ দুপুর ০২:৩৬
267684
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিটালে চামড়া উঠবেনা Tongue কসাই কম শিখতে হইপেRolling on the Floor Crying Praying
১৩ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
267689
ছালসাবিল লিখেছেন :
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
267722
এ,এস,ওসমান লিখেছেন : Waiting Waiting Waiting Waiting



১৩ জুন ২০১৫ রাত ০৯:৪৯
267767
ছালসাবিল লিখেছেন :
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫৪
267773
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কে জিতেছে?? চামড়া কি এখনো শরিরে আছে? নাকি গামছা বনে গেছে? Crying
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫৬
267774
ছালসাবিল লিখেছেন : ওসমানকে ছেরে দিলাম Smug
১৩ জুন ২০১৫ রাত ১০:৫০
267786
এ,এস,ওসমান লিখেছেন : ফিনিশ Smug Smug Smug Smug



১৩ জুন ২০১৫ রাত ১০:৫৪
267788
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুলিশ.... পুলিশ ..... পুলিশ.....Frustrated MOney Eyes
১৩ জুন ২০১৫ রাত ১০:৫৭
267789
এ,এস,ওসমান লিখেছেন :


ছালসাবিল ভাইয়ের গায়ের চামড়ার গামছা Tongue Tongue Tongue

পুলিশ না ডেকে হাত মুছুন Tongue Tongue Tongue Tongue
১৩ জুন ২০১৫ রাত ১১:০২
267790
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমাকে কেউ চা দেয়নি.....Crying
১৩ জুন ২০১৫ রাত ১১:০৫
267791
এ,এস,ওসমান লিখেছেন : চা আর নায় Smug Smug

এখন এক গ্লাস পানি খেয়ে ছালসাবিল ভাই এর চামড়ার গামছা দিয়ে মুখ মুছে যান Tongue Tongue Tongue Tongue


১৩ জুন ২০১৫ রাত ১১:০৯
267794
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পানি সিদ্ধ ছাড়া পান করুমনা...<:-P
১৩ জুন ২০১৫ রাত ১১:১৬
267795
এ,এস,ওসমান লিখেছেন : তাহলে পানি পান না করেই মুখ মুছে চলে যান Tongue Tongue Tongue
১৩ জুন ২০১৫ রাত ১১:৩৬
267797
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই বাড়িটা ছাড়া অন্য কোন বাড়ি নেই কই যামু???
১৪ জুন ২০১৫ সকাল ১১:১৩
267879
ছালসাবিল লিখেছেন :
১৪ জুন ২০১৫ সকাল ১১:২১
267880
এ,এস,ওসমান লিখেছেন : মৃত মানুষ যতই লাফাক কোন লাভ নায় Tongue Tongue Tongue Tongue

১৪ জুন ২০১৫ সকাল ১১:৫৬
267896
ছালসাবিল লিখেছেন :
১৪ জুন ২০১৫ দুপুর ১২:০৪
267898
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
২০
325562
১৩ জুন ২০১৫ দুপুর ০৩:৫১
আওণ রাহ'বার লিখেছেন : এখন কফি সাবার করলাম এককাপ। আলহামদুলিল্লাহ
১৩ জুন ২০১৫ বিকাল ০৪:৪৫
267714
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ♩♩♩♩♩♩♩♩♩♩Crying চা..য়ে.....র, আড্ডায় কফি না না না না। এমনটি হবার কথা ছিলো নাহ্। ছালসাবিল বলে.....ছেছে। কফিতে হাতির বিষ্ঠা! Crying
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫৩
267772
ছালসাবিল লিখেছেন :
২১
325661
১৪ জুন ২০১৫ রাত ০১:১১
১৪ জুন ২০১৫ রাত ০১:২৩
267812
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, খাওয়ার সময় কথা বলতে নেই!!!


কি চা খাচ্ছেন রং চা নাকি দুধ চা? Tongue
১৪ জুন ২০১৫ রাত ০১:৩২
267819
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমিক দুধ ছাড়া খাইনা ;Winking ;Winking
১৪ জুন ২০১৫ রাত ০১:৩৩
267820
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খালি চা নাকি ভরা? বিস্কুট পেয়েছেন?
১৪ জুন ২০১৫ রাত ০১:৩৬
267821
ইশতিয়াক আহমেদ লিখেছেন : দেরীতে আসছি তো ঠান্ডা হয়ে গেছে চা। বিস্কুটও পাইনি। বিস্কুট দেন আফা। Crying Crying Crying
১৪ জুন ২০১৫ রাত ০২:৫৩
267834
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
দেরিতে আসলেও সমস্যা
নেই, আড্ডায় এসেছেন চা
বিস্কুট না খেয়ে যেতে
পারবেন না, চা বিস্কুট খান।

ব্লগে একই নিকে আমরা
দুজনের ব্লগিং এখানে
ক্লিক করে জেনে আসুন! http://www.monitor-bd.net/blog/blogdetail/bloglist/9615/nor15
২২
325802
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
268006
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চা পান করবেন?
২৩
326225
১৬ জুন ২০১৫ রাত ০৯:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আমার নাম নেই কেন! আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি
২৬ আগস্ট ২০১৫ রাত ১২:০৫
279474
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার নামটা মনে মনে ছিলো....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File