আসুন সবাই একটু "চা" এর সাথে ব্লগিয় আড্ডায়.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১২ জুন, ২০১৫, ০৮:০৪:৫৮ রাত
চা.. চা... চা.... চা.... চা.....আপনি
খাবেন নাকি করবেন পান...
এখুনি করে দিন নিজে থেকে
এলান এলার্ম সাহী এলান...!
চা.. চা... চা... চা.... চা.... খেতে
চাইলে হা.... করুন,
যারা পান করতে চাইবেন
তারা শ্বাস বন্ধ করে দেন চুমুকে টান।
চায়ের সাথে বিস্কুট ফ্রী পাবেন
যার যার পছন্দ মত,
ছালসাবিল# মেহমানদারীতে
থাকবেন স্বইচ্ছায় ব্যস্ত।
এ,এস,ওসমান# দেখবেন আয়োজন
হয়েছেটা কেমন ভালো না মন্দ,
আবু জান্নাত# এসে
খূঁজে নেবে চা বিস্কুটের সুগন্ধ।
গাজী সালাউদ্দিন# আসবে বিয়ের
আলোচনা করতে চায়ের আড্ডায়,
চাটগাঁ থেকে বাহার# এসে জমিয়ে
তুলবেন ভাংতি আড্ডা বিশেষ পাহারায়।
মোহাম্মদ লোকমান# ছাত্র জীবনের টুকিটাকি
তুলবেন আড্ডার ফাঁকে ফাঁকে,
রিদওয়ান কবির সবুজ# এসে
সকল ব্লগারকে মুচকি হেসে
আপন করে টেনে নেবেন বুকে।
শেখের পোলা# এসে আয়োজন করতে
চাইবেন পোলাও বিরিয়ানি!
দুষ্ট পোলা# এসে বলবেন ভালো
লাগলো, এটাই চিরন্তন ব্লগ বাণী।
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম#এসে
শুনাবেন বাণী কোরআন ও সহীহ হাদিসের,
ক্ষনিকের যাত্রী# এসে কবে যে
ফিরব এমন আড্ডায় ফের!
ঘুম ভাঙ্গাতে চাই# এসে ভাববেন ঘুম ভাঙ্গা
মানুষের মনের ঘুম ভাঙ্গাবো কেমনে...!
অবাক মুসাফির# অবাক হয়ে ডাক দিবেন
মানুষকে মনের ঘুম ভাঙ্গানোর আহবানে।
আড্ডা দিতে দিতে সূর্য যায় পশ্চিমে
আছে সূর্যের পাশে হারিকেন#
আওণ রাহ'বার# এসে হাসিখুশী
মুখে বলবেন আড্ডা চালিয়ে যান।
বাকপ্রবাস# এসে ছন্দময়তা প্রকাশ
করবেন নির্ভয়ে অবলিলায়,
আহমেদ ফিরোজ# এসে বলবেন
মানুষ কেমনে সইবে দেশে এত অবিচার অন্যায়?
সাদাচোখ# বলবেন বুঝিয়ে ধৈর্য্য ধরুন
ধৈর্য্যই সাফল্যের চাবিকাঠি,
আবু জারীর# বলবেন এ দেশ আমার হাসি-
কান্না গভীর ভাবে ভালোবাসি এ মাঠি।
হতভাগা#বলবেন শুধু মাঠি ভালোবাসলে হবেনা
ভালোবাসতে হবে গরিব মেহনতী মানুষ,
আমি বলতে চাই কবে ফিরবে কবে সেই কবে
মানুষত্ববোধ ও দেশাত্ববোধ এর হুশ????
বিঃদ্রঃ আরো অনেক ব্লগারের আছে যাদের যুক্ত করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। পাঠকের পড়ার ধৈর্যের দিকে নজর দিতে হলো!!! যাদের নাম আসেনি তারা ব্লগে তাদের বক্তৃতা দেয়ার আহবান জানাচ্ছি!!!
আজকের আয়োজনে কোন মেয়ে ব্লগারদের নাম আনা হয়নি.... কারন তাদেরকে মন্তব্যে অংশীদার হবার আহবান জানাচ্ছি।
বিষয়: বিবিধ
২৪০৭ বার পঠিত, ১৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়েছেটা কেমন ভালো না মন্দ,
আমি আয়োজক কমিটি আমি না থাকলে কেউ ঠিক মত চা ই পাবেন না
ধন্যবাদ ভাইয়া এ কাজটা আমাকে দেওয়ার কারণে।
বৃষ্টি খারাপ আবহাওয়ার কারনে সময়মত এসে পৌছাতে পারেনি! সুতারাং বুঝতেইই পারছেন।
আমিও সেরকমই জানি যে, ব্লগার শব্দটি নারী/পুরুষ উভয়ের জন্যই ব্যবহৃত হয়।
চা বেশি গরম হলে একটু ঠান্ডা পানি মিশিয়ে খান
আমরা ব্লগারেরা নারীদের যোক্তিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঐকমতে পৌঁছেছি.... আপনারা আপনাদের মতামত তুলে ধরে নিজের অধিকার প্রশ্ন সচেতন থাকবেন এটাই প্রত্যাশা। @ফাতেমা মরিয়াম
ছালসাবিল আসতে না পারায় আপনাদের জন্য তাজা দুকাপ চা পাঠিয়েছেন টেলিফোনে চা পান করুন আড্ডা বিষয়ে মতামত দিন। ধন্যবাদ।
আমি মেয়ে না হলেও একই কাজ করতাম। @নুর আয়শা আব্দুর রহিম
আপনি কি চা পছন্দ করেন সাদা চা নাকি লাল চা?
পুরো পোস্টটাই বেশ মজা করে পড়েছি, কিন্তু শেষের সেই শব্দটিতে এসে কেমন জানি লাগল। আমারও ফাতিমা আপুর মতো ব্লগার শব্দটির সাথে রানী যোগ করলে দৃষ্টিকটূ লাগে।
চা বেশি গরম হলে একটু ঠান্ডা পানি মিশিয়ে খান
নেন এবার চা খান
এবং বিস্কুট অর্ডার দিতে পারেন পছন্দমত আড্ডায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কাজের সময় না থাকার জন্য
ছালসাবিল ভাই এর চামড়া তুলে আমি গামছা বানামু
চা বেশি গরম হলে আপনিও একটু ঠান্ডা পানি মিশিয়ে খান
ছালসাবিল ভাই এর চামড়া তুলে এমন একটা গামছা বানামু যে গামছা দিয়ে সকল মেহমান হাত মুছে যাবে
আপনার জরিমানা করা হবে
আপনার জরিমানা করা হবে
তার আগে রহিম ভাই এর চা খান
চিনি,লবণ, দুধ সব সমান ভাবে দেওয়া আছে
আপুর চা ভালো হয়েছে ওসমান ভাইয়া মাত্র এক কাপ পান করুন। সাথে সুস্বাদু বিস্কুট.....
পরটা চা আপনার জন্য পাঠিয়ে দেয়া হলো!! চট্টগ্রামের মানুষ গুলো পরোটার সাথে চা পছন্দ করে বেশি আপনিও ব্যতিক্রম নহে।
তেল জাতীয় জিনিস খাওয়া ঠিক না
আপনি শুধু চা খান
তাইলে চা না খেয়ে গরুর গোস্ত দিয়ে পরোটা খাব!!
আপনি চা খাবেন কিন্তু পরটা খাবেন না আর গরুর মাংস তো ছুয়েও দেখবেন না। কেউ যদি আপনার পাশে খায় আপনি তখন আড়ি চোখে গরুর মাংসের গন্ধ নিবেন।
গরু না খাওয়ার চেয়ে আমি না খেয়েই থাকব।
নেন চা খান
পানি লাগোলে চেয়ে নিবেন
কুরিয়ার হাতে পেলে মিস কল দিয়েন
শক্ত করে ধরেন নিচে পড়ে গেলে কাপ পিরিচ ভেঙে যাবে সুতরাং চা পান করে কাপ পিরিচ পেরৎ দিন।
আমি মেয়ে না হলেও একই কাজ করতাম।
আর হ্যাঁ, যেহেতু ছেলে মনে করে আমার নামটি আপনার পোস্টে চলে এসেছে, তাই আমার নামটি ডিলীট করে দিলেই ভালো হয়।
নিজেরা নিজেরা মারামারি করে কোন লাভ নায়।
তবে আপনার চায়ে কিন্তু ভেজাল আছে
যদি মারামারি করতে চাইতাম তবে এ পোস্টেও আসতাম না উল্টো এর বিরূদ্ধে পোস্ট দিতাম।
এতে ব্লগিং এ গতি আসে। তবে এক এক দিন এক এক জন ব্লগারের ব্লগে হলে সুন্দর হয়।
আমি পর পর দুটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসে এখন বিশ্রাম নিব।
আড্ডাবাজদের জন্য শুভ কামনা থাকল।
চা. .... সাথে থাকুন পাশে থাকুন আড্ডাকে ভালোবাসুন। আপনার পরামর্শটি ব্লগারেরা গ্রহণ করতে পারে....। আড্ডা হলে ব্লগিংয়ে গতি আসে..... আড্ডায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
খূঁজে নেবে চা বিস্কুটের সুগন্ধ।
আজ সারাদিন খাইতে খাইতে জান শেণ, আরো খাইতে হপে নাকি!
না! এবার খাওয়ার কথা বললে
আর যে পারছি না। আজ অনেক খাওয়া হয়েছে, তবুও নিমন্ত্রণের জন্য শুকরিয়া।
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম#এসে
শুনাবেন বাণী কোরআন ও সহীহ হাদিসের,[/i
অসাধারণ!অসাধারণ!!অসাধারণ!!!..আমি আর কিছু বলতে চাইর না..আফসোস আমি যে মন্তব্য করতে পিছিয়ে গেলাম!!
আপনি আর কিছু বলতে না চাইলে আড্ডা হইবে কেম্নে? আপনাকে বলতে হবে শুনতে হবে..... আশা করি সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন....। প্রতিদিন আগে আসতে হবে এমন কথা নেই আগে পরে যেভাবেই হোক শুভ ব্লগিং....।
আপনি কি চা পছন্দ করেন? দুধ চা নাকি রং চা?
অবাক হবার আগে চা.... খেয়ে আড্ডায় যা বলার তা বলে যান।
সোনার বাংলা ব্লগের মৃত্যু হয়ে গেলো!! আপনার জন্য চা এর ব্যবস্থা করা হলো ..... আপনার আগমন সত্যিই আনন্দিত করেছে। ধন্যবাদ।
বুঝতে পারছি.... চা বানানোর জন্য চিনি লাগবে....>-
বুঝতে পারছি.... চা বানানোর জন্য চিনি লাগবে....>-
এই চিনি অনেনেনেনেক মাজার
ধনেপাতা ১ কেজি
লবংগ ১/২ কেজি
মরিচ ২৫০ গ্রাম
অলিভ অয়েল ১/২ কেজি
জিংশেন ১০০ গ্রাম
পেপের আঠা ৫০ গ্রাম
কে চা খাবেন সিরিয়াল দিন
সেটা আবার কে @রহিম ভাই
এবার ছালসাবিল ভাই এর জন্য কে কাঁদে দেখমু
চা কেমন হয়েছে জানাতে ভুললে চলবে না।
ছালসাবিল ভাইকে পিটিয়ে চামড়া তুলবো
ছালসাবিল ভাইয়ের গায়ের চামড়ার গামছা
পুলিশ না ডেকে হাত মুছুন
এখন এক গ্লাস পানি খেয়ে ছালসাবিল ভাই এর চামড়ার গামছা দিয়ে মুখ মুছে যান
কি চা খাচ্ছেন রং চা নাকি দুধ চা?
দেরিতে আসলেও সমস্যা
নেই, আড্ডায় এসেছেন চা
বিস্কুট না খেয়ে যেতে
পারবেন না, চা বিস্কুট খান।
ব্লগে একই নিকে আমরা
দুজনের ব্লগিং এখানে
ক্লিক করে জেনে আসুন! http://www.monitor-bd.net/blog/blogdetail/bloglist/9615/nor15
মন্তব্য করতে লগইন করুন