আর মাত্র ৫ দিন.....!!!! দুঃসময়ে সময়ে পাশে থাকুন। ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ জুন, ২০১৫, ০৯:৩০:৩৯ রাত



আর মাত্র ৫ দিন....!

ব্লগে লেখা প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে একটি মহান উদ্যোগ, মহান উদ্যোগটি নিয়ে ব্লগার ও পাঠক মহলে ছিলো উৎসবের আমেজ, ব্লগাররা ভিন্ন বিষয়ে ভিন্ন স্বাদের লেখা উপহার দিয়েছেন।

যাতে করে ব্লগটি প্রাণচাঞ্চল্যো হয়ে উঠে ছিলো.....।

মহান উদ্যোগ ও মহতি চেষ্টায় যখন ব্লগটি "বাঁধাহীন লেখার অঙ্গীকার" নিয়ে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অশুভ শক্তি বারবার আঘাত হেনেছে প্রিয় এই অঙ্গনটিতে...!

আবারো এগিয়ে যাবার লক্ষ্যে ডমেইন পরিবর্তন!!! যদিও আমরা ব্লগার ও পঠকরা এ রকম বাধা বিপত্তি এলে বেদনাত্ব হই...!

বেদনাকে শক্তি রূপান্তরিত করে আমরা আবারো বাঁধাহীন লেখার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাতে পারব এটাই প্রত্যাশা।

জানিনা সম্পাদক মহদয় প্রতিযোগিতার লেখা গুলো ঠিক সময়ে বাছাই করে ব্লগারদের কতটুকু মূল্যায়ন করতে পারেন জানিনা।

যদি স্বভাবিকতা ধরে রাখতে পারলে হয়তো এই চিন্তা মাথায় আসতো না। ডমেইন পরিবর্তনের কারনে ব্লগটি এখনো আগের জায়গায় ফিরে আসতে পারেনি! এখনো ব্লগারগণ নিজ নিজ প্রোফাইলের লেখা গুলো খূঁজে পাচ্ছে না! এ নিয়ে অনেক ব্লগার এর মাঝে হতাশা বিরাজ করছে।

ব্লগার হিসেবে প্রত্যাশা বরাবরের মত প্রিয় ব্লগটি আগের জায়গায় ফিরে আসবে খুব শিগ্রই।

ব্লগারদের প্রতি অনুরোধ,

ব্লগ প্রতিযোগিতায় লেখা জমা দেয়ার বাকি (কর্তৃপক্ষ সময় না বাড়ালে) মাত্র ৫ দিন বাকি, ৫ দিনে আপনার প্রিয় বিষয়টি নিয়ে লেখা পোস্ট দিয়ে ব্লগ সাইট এর দুঃসময়ে পাশে থাকুন।

ধন্যবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325073
১০ জুন ২০১৫ রাত ০৯:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগের সাথে আছি।
কিন্তু প্রতিযোগিতায় কয়েকজনের লিখা যে হারিয়ে গেছে!!
১০ জুন ২০১৫ রাত ০৯:৫৫
267103
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এ বিষয়ে সম্পাদক মহদয় উদ্যোগ গ্রহণ করবেন এটাই প্রত্যাশা। ধন্যবাদ।
325075
১০ জুন ২০১৫ রাত ০৯:৫৫
এ,এস,ওসমান লিখেছেন : ব্লগের সাথে সবসময়ই আছি এবং থাকবো
১০ জুন ২০১৫ রাত ০৯:৫৮
267104
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগার হিসেবে আমিওও আছি সাথে। সাথে থাকার অঙ্গীকার আপনাকে ধন্যবাদ। ছালসাবিল কে দেখেছেন?
১০ জুন ২০১৫ রাত ১০:০৫
267106
এ,এস,ওসমান লিখেছেন : ছালসাবিল ভাই!!!!! দেখেন আবার কোথায় দখলবাজি বা চাপাবাজি শুরু করেছে
Tongue Tongue Tongue Tongue
১০ জুন ২০১৫ রাত ১০:১৮
267109
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খূঁজে পাওয়া যাচ্ছেনা বাচ্চাটা কোথায় জানি গেল...!! দেখামাত্র ট্রাক নিয়ে খবর দিয়ে যাইয়েন Rolling on the Floor Don't Tell Anyone Rolling Eyes
১০ জুন ২০১৫ রাত ১০:২৪
267111
এ,এস,ওসমান লিখেছেন : গুম হয় নি তো Surprised Surprised Surprised

যে হারে দখনবাজি শুরু করেছিল তাতে গুম হলেও হতে পারে Tongue Tongue Tongue Tongue
১০ জুন ২০১৫ রাত ১০:২৮
267112
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিন্তায় অস্তির হয়ে যাচ্ছি..... বাচ্চাটা ফিরে আসচ্ছেনা..Crying Crying গুমের কথা শুনলে ক্রসফায়ারে আওয়াজ কানে ভেসে উঠে....Frustrated Frustrated Praying খবরটা যেন তারাতারি পায়।
১০ জুন ২০১৫ রাত ১০:৩৮
267113
এ,এস,ওসমান লিখেছেন : ইস পোলাডারে যদি হাতের কাছে পাইতাম তবে পোলাডার চামড়া তুলে একখানা গামছা বানিয়ে রাখতাম Tongue Tongue Tongue Tongue
১০ জুন ২০১৫ রাত ১০:৪২
267114
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : 'এভাবে হুমকি পড়লে বাড়ির কাছাকাছি এসে আবার সে ঝোঁপের মধ্যে লুকিয়ে পড়বে!! phbbbbt মৌজা বানানোর বাচ্চার চামড়া কাজে লাগানর চিন্তা বাদ দেন Talk to the hand Talk to the hand চামড়া ছাড়া বাচ্চাটা কাপড় পড়বে কেম্নে? MOney Eyes
১০ জুন ২০১৫ রাত ১০:৫১
267116
এ,এস,ওসমান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ জুন ২০১৫ সকাল ০৮:০৪
267173
ছালসাবিল লিখেছেন : Smug হচ্ছেকি এসব এখানে Surprised আমার নামে এততত কথা হচছে Surprised কেন Smug আমি হারাইনি আমি ডেনমার্কে Tongue
১১ জুন ২০১৫ সকাল ১১:৩০
267201
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাচ্চটি ডেনমার্কে গেল কেম্নে? Surprised Praying
১১ জুন ২০১৫ দুপুর ০১:১৮
267219
এ,এস,ওসমান লিখেছেন : নিশ্চয় হেঁটে হেঁটে @আব্দুর রহিম Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ জুন ২০১৫ দুপুর ০২:৫১
267237
ছালসাবিল লিখেছেন : Surprised আপনার সাথে কিভাবে ডেনমার্কের কথা হলো Surprised Smug চালাকি করতেছেন তাই নাহ্ Smug
ছেড়ে দে শয়তান, Worried
দেহ পাবি মন পাবিনাহ্ Tongue

Rolling on the Floor phbbbbt Tongue
১১ জুন ২০১৫ দুপুর ০৩:০০
267238
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গামছা দিয়ে মুখ বন্ধ করা হয়েছেCrying Crying সাবধান সাবধান সাবধান Tongue Tongue
325086
১০ জুন ২০১৫ রাত ১১:০৭
আবু জান্নাত লিখেছেন : পাশে থাকার আগ্রহ থেকে প্রতিদিন কমপক্ষে ৫ বার ব্লগে আসা হয়। সুন্দর প্রস্তাবটির জন্য শুকরিয়া।
১০ জুন ২০১৫ রাত ১১:১২
267122
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো আপনার আগ্রহ দেখে..... ধন্যবাদ।
325091
১০ জুন ২০১৫ রাত ১১:২০
দ্য স্লেভ লিখেছেন : ইনশাআল্লাহ ব্লগের সাথে আছি। গতকাল ব্লগে ঢুকতে পারছিলাম না। মনে রাখতে হবে শয়তানের পক্রান্ত আল্লাহর পরিকল্পনার কাছে অতি দূর্বল
১০ জুন ২০১৫ রাত ১১:৩৫
267127
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, পুঁটির বাপ।
325098
১০ জুন ২০১৫ রাত ১১:৫৩
অবাক মুসাফীর লিখেছেন : আমার তিনটা লেখার একটাও নাই... Crying Crying যাউজ্ঞা, লেখা পুনরুদ্ধার হবে ইনশা আল্লাহ...
১১ জুন ২০১৫ রাত ১২:০২
267133
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা প্রত্যাশায় আছি... দেখি ব্লগ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১১ জুন ২০১৫ সকাল ১০:৪৩
267197
তবুওআশাবা্দী লিখেছেন : অবাক মুসাফীর:আপনি আমাকে তিন উইকেটে বা তিন-এক গোলে হারিয়েছেন|আমার একটা লিখা নিঃশব্দে গুম হয়ে গেছে!
১১ জুন ২০১৫ সকাল ১১:০৩
267198
অবাক মুসাফীর লিখেছেন : @আশাবাদী ভাই, আমি আপনারে হতাশ করতে চাই না... আমাদের স্কোরলাইন ১-১... তার মানে ড্র... (আমি ভাবছিলাম তিনটা গেছে... আসলে গেছে একটা...)
325126
১১ জুন ২০১৫ সকাল ০৭:৫১
ঝিঙেফুল লিখেছেন : চমৎকার আহ্বানের জন্য ধন্যবাদ।
১১ জুন ২০১৫ সকাল ০৮:২০
267185
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue
১১ জুন ২০১৫ সকাল ১১:৪৫
267203
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
325134
১১ জুন ২০১৫ সকাল ০৮:০৫
ছালসাবিল লিখেছেন : আগে ব্লগ বাচুক তারপরে প্রতিযোগিতা Smug প্রথম পুরুস্কার ডেনমার্কে আমার কাছে পাঠিয়ে দিন Smug Tongue
১১ জুন ২০১৫ সকাল ০৮:০৮
267176
ঝিঙেফুল লিখেছেন : আপনি ডেনমার্কে কবে গেলেন?Surprised
১১ জুন ২০১৫ সকাল ০৮:২০
267184
ছালসাবিল লিখেছেন : না মানে ইয়ে ইয়ে Worried যাইনি Worried যাবার চান্সও নেই Crying
১১ জুন ২০১৫ সকাল ১১:৪৬
267204
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাজে সাথে থাকুন ডেনমার্কে কিতা করেন? Crying
১১ জুন ২০১৫ দুপুর ১২:১৭
267206
ছালসাবিল লিখেছেন : Denmark e ki korbo ait apnake bolbo na viya Tongue aita sudhu Onek Poth Baki Viya janen Love Struck Tongue
১১ জুন ২০১৫ দুপুর ১২:২৫
267209
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১১ জুন ২০১৫ দুপুর ১২:২৭
267210
ছালসাবিল লিখেছেন :

১১ জুন ২০১৫ দুপুর ১২:৩৪
267211
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১১ জুন ২০১৫ দুপুর ১২:৫৭
267214
ছালসাবিল লিখেছেন :

১১ জুন ২০১৫ দুপুর ০১:০৯
267215
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১১ জুন ২০১৫ দুপুর ০১:২১
267221
এ,এস,ওসমান লিখেছেন : আমি ডেনমার্ক এর মানুষের সাথে কথা বললাম তারা নাকি ছালসাবিল ভাই এর চামড়া তুলে গামছা বানাতে চায় Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ জুন ২০১৫ দুপুর ০১:৩১
267223
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এই লন গামছা.... এবার থামেন!! Angel Waiting
১১ জুন ২০১৫ দুপুর ০২:২০
267228
ছালসাবিল লিখেছেন :


১১ জুন ২০১৫ দুপুর ০২:৩৯
267233
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Frustrated
325144
১১ জুন ২০১৫ সকাল ১১:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ব্লগের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কিন্তু গতকাল থেকে ঠিকমত অপারেট করতে পারছি না ভাইয়া। এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলছেও না। প্রতিযোগিতায় মাত্র ১টা লেখা জমা দিয়েছি, সময় পাচ্ছি না এজেন্সীর কাজে। তা ও নাকি হারিয়ে গেছে মনে হয়, বুঝতে পারছি না। ধন্যবাদ স্মরণ করে দেয়ার জন্য।
১১ জুন ২০১৫ দুপুর ০১:২০
267220
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্যস্ততা হ্যাঁ, ধন্যবাদ সাথে থাকার অঙ্গীকারে..... আপনার লেখটি আমি পড়েছিলাম....
১১ জুন ২০১৫ দুপুর ০১:২৬
267222
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিডিটুডে ব্লগে শয়তান হানা দিয়েছে নাকি? কিছু জানেন আবদুর রহিম ভাই।
১১ জুন ২০১৫ দুপুর ০১:৩৬
267224
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জানিনা, মন হয় ব্লগ ও ম্যাগাজিন সাইট হ্যাক হয়েছে।
১১ জুন ২০১৫ দুপুর ০১:৪৮
267225
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইন্নালিল্রাহ। আল্রাহ সেভ বিডি ব্লগকে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File