আর মাত্র ৫ দিন.....!!!! দুঃসময়ে সময়ে পাশে থাকুন। ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ জুন, ২০১৫, ০৯:৩০:৩৯ রাত
আর মাত্র ৫ দিন....!
ব্লগে লেখা প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে একটি মহান উদ্যোগ, মহান উদ্যোগটি নিয়ে ব্লগার ও পাঠক মহলে ছিলো উৎসবের আমেজ, ব্লগাররা ভিন্ন বিষয়ে ভিন্ন স্বাদের লেখা উপহার দিয়েছেন।
যাতে করে ব্লগটি প্রাণচাঞ্চল্যো হয়ে উঠে ছিলো.....।
মহান উদ্যোগ ও মহতি চেষ্টায় যখন ব্লগটি "বাঁধাহীন লেখার অঙ্গীকার" নিয়ে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অশুভ শক্তি বারবার আঘাত হেনেছে প্রিয় এই অঙ্গনটিতে...!
আবারো এগিয়ে যাবার লক্ষ্যে ডমেইন পরিবর্তন!!! যদিও আমরা ব্লগার ও পঠকরা এ রকম বাধা বিপত্তি এলে বেদনাত্ব হই...!
বেদনাকে শক্তি রূপান্তরিত করে আমরা আবারো বাঁধাহীন লেখার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাতে পারব এটাই প্রত্যাশা।
জানিনা সম্পাদক মহদয় প্রতিযোগিতার লেখা গুলো ঠিক সময়ে বাছাই করে ব্লগারদের কতটুকু মূল্যায়ন করতে পারেন জানিনা।
যদি স্বভাবিকতা ধরে রাখতে পারলে হয়তো এই চিন্তা মাথায় আসতো না। ডমেইন পরিবর্তনের কারনে ব্লগটি এখনো আগের জায়গায় ফিরে আসতে পারেনি! এখনো ব্লগারগণ নিজ নিজ প্রোফাইলের লেখা গুলো খূঁজে পাচ্ছে না! এ নিয়ে অনেক ব্লগার এর মাঝে হতাশা বিরাজ করছে।
ব্লগার হিসেবে প্রত্যাশা বরাবরের মত প্রিয় ব্লগটি আগের জায়গায় ফিরে আসবে খুব শিগ্রই।
ব্লগারদের প্রতি অনুরোধ,
ব্লগ প্রতিযোগিতায় লেখা জমা দেয়ার বাকি (কর্তৃপক্ষ সময় না বাড়ালে) মাত্র ৫ দিন বাকি, ৫ দিনে আপনার প্রিয় বিষয়টি নিয়ে লেখা পোস্ট দিয়ে ব্লগ সাইট এর দুঃসময়ে পাশে থাকুন।
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু প্রতিযোগিতায় কয়েকজনের লিখা যে হারিয়ে গেছে!!
যে হারে দখনবাজি শুরু করেছিল তাতে গুম হলেও হতে পারে
ছেড়ে দে শয়তান,
দেহ পাবি মন পাবিনাহ্
এই লন গামছা.... এবার থামেন!!
মন্তব্য করতে লগইন করুন