আমি অসহায় আমি দূর্বল.....✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ জুন, ২০১৫, ০১:৫১:৪১ রাত
মনের ইচ্ছে গুলো ভুল সুধরে নেবার জন্য উম্মুক্ত রাখি......
যেন নিজের ভেতরে নিজেকে নিয়ে দম্ভ না করি।
দূর্বল দেহ ও মনকে যেন সঠিক রাস্তায় রাখতে চেষ্টা করি।
ভুল যেন ছেপে না বসে
আমার চলার পথে,
আমার ভুলে কারও মন
যেন না ভাঙ্গে আঘাতে।
মনকে বাঁধার শক্তি দাও
আল্লাহ আমার এ বুকে,
তোমাকে যেন মনে রাখি
আমার সকল সুখে দুঃখে।
আল্লাহ আমি করেছি অনেক
ভুল আমায় মাফ করে দিও,
আমি যেন চলতে পারি সরল
পথে আমায় তৈফিক দিও।
তুমি সব কিছু দেখ
আল্লাহ তোমার নেই তুলনা,
তোমার নেই শূন্যতা তুমি একক
তোমার তরে হাত পেতেছি করো মার্জনা।
আমি তোমার সৃষ্টি আমি
অসহায় আমি দূর্বল,
তুচ্ছ আঘাতে তচনচ আমি
চোখে নামে অশ্রু জল।
আল্লাহ তোমার অভাব নেই
আমি চাই শুধু তোমার কাছে,
আমার অভাব কি তার সব কিছু
তোমার কাছে হিসাব আছে।
আল্লাহ তুমি দাও আমাকে
যা আমাকে করবে ধন্য,
ইহকালের কারনে পরকালে
যেন হতে পারি অনন্য!
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকের পোস্টেটি কি ভেবেছেন বিস্তারিত জানিয়ে আমাকে উপকৃত করুন প্লিজ।
কবিতাটি বেশ ভাবার্থমূলক! আল্লাহ আমাদের সবসময়, সব কাজে সত্য ও সঠিক পথে রাখুন!
জাযাকাল্লাহু খাইর!
আজকের মন্তব্যে পেয়ে সেই প্রশ্নের মুক্তি দিলাম।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
এই সমার টাইমে বাংলাদেশ আর আমাদের সময়ের পার্থক্য ৪ ঘন্ট হয়! শীতে ৫ ঘন্টা থাকে!
আব্দুর রহীম ভাই, আসলে পোস্ট লিখার পর মেহমান নিয়ে ব্যস্ততা ছিলো এবং পরে কয়েকদিন ব্যস্ততা আরো বেড়ে গিয়েছিলো!
রাতে কি আপনারা চোর পাহাড়া দেন
কার কাছে কম্পেলেইন করবো
কবিতা পরে পড়বো
সব হিসাব এখানে লিখে রাখুন পরে জবাব দেয়া হবে।
এখান থেকে কিছু শেখার
আছে...
জবাবে.... এগিয়ে গেল আবু জান্নাত!!!
"আল্লাহ আমি করেছি অনেক
ভুল আমায় মাফ করে দিও,
আমি যেন চলতে পারি সরল
পথে আমায় তৈফিক দিও।"
সুন্দর ও ভালোলাগা কবিতাটির জন্য জাযাকাল্লাহ খাইর।
তোমার তরে, মানে- তোমার কাছে.... মানে আল্লাহর কছে হাত পাতা চাওয়া.....
ধন্যবাদ আলোচনা সমালোচনা মুলক মন্তব্যের জন্য।
এ ধরনের পোস্টে মানুষ আল্লাহর জিকির করার সুযোগ পাচ্ছে শুনেও ভালো লাগলো ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
তাঁর সৃষ্টির কথা আছে,
ক্ষমা/মার্জনার কথা আছে,
সরল পথে চলার কথা আছে,
তাঁর দয়া লাভের কথা আছে,
পরকালের কথা আছে। আরো কত কি?
শিক্ণীয় নাই?
কবিতার আকারে সুন্দর পোস্ট দিয়েছেন ।
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! সুব'হান আল্লাহ !
কবিতার আকারে সুন্দর পোস্ট দিয়েছেন ।
কবিতা এবং মন্তব্য খুবই ভাল লেগেছে ।
দুইজনকে না তিনজনকে ধন্যবাদ ।
আল্লাহ আমার এ বুকে,
তোমাকে যেন মনে রাখি
আমার সকল সুখে দুঃখে
ভাই কবিতাটা দারুণ হয়েছে। আল্লাহ আপনার লেখার হাত আরও বাড়িয়ে দিন। আমিন।।।
মন্তব্য করতে লগইন করুন