রোবায়দ হাসান আমাদের প্রিয় সন্তান....✔✔✔আব্দুর রহিম+নর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জুন, ২০১৫, ০৬:৪৮:১৩ সন্ধ্যা
টুডে ব্লগে প্রতিযোগিতার আয়োজন!!! বিষয় "প্রিয়" প্রিয় অনেক যা লিখে শেষ করা যাবেনা!
আমি প্রিয় বিষয় নির্ধারণ করতে পারছিলাম না, প্রিয় কোন বিষয় বাদ দিয়ে কোন বিষয় লিখব ভেবে পাচ্ছিলামনা। (বিঃদ্রঃ আমি প্রবাসী)
নুর আয়শাকে টেলিফোনে জিজ্ঞেসা করলাম এই মুহুর্তে ওর প্রিয় জিনিস কি?
:জবাব দিল তুমি আবার রাগ করবেন নাতো? :আমি বললাম রাগ করার কি আছে? : নুর আয়শা বলল আমার ভয় করছে তাই বললাম! :আমি বললাম নির্ভয়ে বল। নুর আয়শা বলল এখন আমার কাছে (রোবায়েদ হাসান) সবচেয়ে প্রিয়।
নুর আয়শার কথা শুনে "প্রিয়" বিষয়টি নির্ধারণ করলাম!!!!
(( রোবায়েদ হাসান আমাদের প্রিয় সন্তান ))
বললাম ঠিক আছে, তোমার কাছে কেন এতো অল্প সময়ের মধ্যে রোবায়েদ হাসান এত প্রিয় হয়ে উঠেছে তার বর্ননা দিয়ে লিখে আমার কাছে মেসেজ কর ওয়াস্টসপে.....। ......ব্লগে আমরা দুজনের প্রিয় বিষয়ে লেখা পোস্ট দেব!!
নুর আয়শা বলল সময়তো খুব কম ব্যস্ততা অনেক বেশি, তার পরও চেষ্টা করবো লিখতে.....।
২দিন পর: জিজ্ঞেসা করলাম কি অবস্থা তোমার প্রিয় নিয়ে লেখার কি হালচাল? নুর আয়শা বলল ৪/৫ লাইন লিখেছি সময় পাচ্ছিনা!!! বললাম যা লিখেছ পাঠিয়ে দাও.... ওয়াস্টসপে যা পাঠালেন নুর আয়শা.....
আমাদের বিয়ের পর রোবায়েদ হাসান ছিলো আমার স্বপ্নের রাজ্যের অপূর্ব দ্বারা... যা কল্পনা করতে করতে তাকে (ছেলে অথবা মেয়ে) ভালোবাসার গভীরে যত্ন করেছি যা ভাষায় প্রকাশ কারা সম্ভব নয়.....! পাঠকেরা নিশ্চয়ই অবগত আছেন দির্ঘ্য দিনের কল্পনা যখন বাস্তবতায় রূপ নেয় তখন ভালোবাসার প্রকাশভঙ্গি হাসির বদলে কান্নায় রূপ নেয়!!
সংসার জীবনের প্রথম লগ্ন থেকে যে কল্পনাটি করেছি মহান আল্লাহ সেই কল্পনাটি বাস্তব করে দিয়ে আমার কোলে পাঠালেন রোবায়েদ হাসানকে.....। এ এক সুখময় অনুভূতি এ সুখ প্রকাশের ভাষা আমার জানা নেই!
রোবায়েদ হাসান কোলে আসার পর আরো নতুন নতুন স্বপ্ন তৈরী হতে লাগলো.... সাথে ভয়ও......
স্বপ্নটি হলো রোবায়েদ হাসানকে কি ভাবে বড় করে তুলবো, বড় হলে তাকে কি শিক্ষা দিতে হবে ইত্যাদি ইত্যাদি.....! আর একটি ভালোবাসাময় ভয় নিজের ভিতরে প্রতি মুহুর্তেই কাজ করেছে!!
'আব্দুর রহিম' প্রতিদিনই রোবায়েদ ও আমার ব্যপারে খোঁজ খবর নিয়েছে.... বিশেষ করে রোবায়েদ হাসানের ব্যপারে প্রতিদিন ৩/৪ বার খবরাখবর নিয়েছে...... এবং ওয়স্টসপে মিনা-র কার্টুন পাঠিয়ে সতর্ক করেছেন সর্দি ও নিউমোনিয়ার ব্যপারে....!
একবার রোবায়েদ হাসানের সর্দি নাক দিয়ে পানি ঝরছে আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে..... আমার মনের অবস্থা.... কি আর বলব? মনের কষ্টে চোখ বেয়ে অঝরে বৃষ্টি নামছে। আমার শশুর শাশুড়ি আমাকে বারবার অভয় দিচ্ছেন কিন্তু মন মানেনা....! যদি নিউমোনিয়া হয়ে যায়!!!
শিশু বিশেষজ্ঞ ডাঃ দেখানো হলো ঔষুধ দিলো খাওয়ালাম রোবায়েদ হাসান সুস্থ হয়ে উঠলো আর আমার মনটা শান্তিতে ভরে গেলো।
রোবায়েদ হাসানের অসুস্থতা ও সুস্থ হবার ঘটনায় মনের মাঝে উপলব্ধি করলাম 'মা' কি জিনিস....! কতবার মাকে কষ্ট দিয়েছি রান্নার কাজে সহযোগিতা করতে বললে কতবার অবহেলা করে অলসতা করেছি তা আজ মনের গভীরে অপরাধবোধ তৈরী করে চলছে....!
জানিনা মায়ের মনে ঐ সময়ে কত কষ্ট অনুভূত হয়েছিলো.... তখন বুঝতে পারিনি! আজ মা হবার পরই বুঝতে পারছি সন্তানদেরকে মা কতটুকু ভালোবাসে। মা আমাকে ক্ষমা করে দিও, যদিও আমি ক্ষমার অযোগ্য।
রোবায়েদ হাসান দিনের পরদিন একটু একটু বড় হচ্ছে.... হাসছে কথা বলতে চেষ্টা করছে.... হাসলে মনে কি এক হিমেল অনুভূতি..... মনে হয় যেন মায়ের মনের ভালোবাসা ও মমতা বুঝে খুশির জোয়ারে হাসছে!! যখন কথা বলতে চাই তখন ইচ্ছে করে মায়ের এই কন্ঠটি যোগ করে দিয় যেন মুখফুটে কথা বলতে পারে,
কিন্তু কি করা.... অসম্ভবের ইচ্ছে বলে তা পূর্ণ করতে পারিনা।
এখন প্রত্যাশা রোবায়েদ হাসান কখন কথা বলবে..... মা...মা.....মা..... ডাকবে, আমি দৌড়ে এসে কোলে নিয়ে কলিজা ঠান্ডা করব! কিন্তু এখনও সে কথা বলতে পাারেনা, যদিও এখন কান্নার আওয়াজ শুনলে সংসারের কাজ পেলে রেখে আগে তাকে কোলে নিয়।। সবার কাছে দোয়া চাই রোবায়েদ হাসানের জন্য, সে যেন বড় হয়ে মানুষের মত মানুষ হয় ধন্যবাদ সবাইকে।
(((((নুর আয়শা এত লম্বা লিখবে আমি কল্পনাও করিনি! যদিও নুর আয়শার লেখায় আমি সামান্য. এডিট করেছি)))))
যেহেতু আমি প্রবাসী সেহেতু সর্বচ্চো ভিডিও কল দিয়ে রোবায়েদ হাসানকে দেখা ছাড়া আর বিশেষ আদর স্নেহ দেয়া আমার পক্ষে সম্ভব হয়নি! যদিও ইচ্ছের ঘুড়ি উড়িয়ে ভিডিও কল দিয়ে আব্বু.... আব্বু.... বলে ডেকেছি রোবায়েদ হাসানকে.... নুর আয়শাকে বলেছি আউটস্প্রীকার দিতে আউটস্প্রীকার দিলে আমি ডেকেছি আব্বু..... রোবায়েদ আব্বু..... আব্বু......রোবায়েদ আব্বু...... আব্বুও..... আমার ডাক শুনে মোবাইল স্কৃনের দিকে থাকিয়ে.... মানে আমার দিকে থাকিয়ে ও অ অ আ সো....সো... করতে করতে আমার দিকে আসতে চায়.......।
কিন্তু কি নিষ্ঠুর আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর দিচ্ছিনা দিতে পারছিনা..!!!! এর চেয়ে হতভাগা বাপ কি আর আছে? সন্তানটি বাবার কোলে আসার আকুতি জানাচ্ছে অথচ আব্বু দেখেও না দেখার মত চুপটি মেরে আছে....! আব্বু....রোবায়েদ হাসান তোর কোন দোষ নেই, সব দোষ তোর হতভাগা আব্বুর.... তুই তোর আব্বুকে ক্ষমা করে দিস....!
নুর আয়শার কথা গুলো পড়ে আমি নিজেকে শান্তনা দিতে চেষ্টা করেছি; রোবায়েদ হাসানকে আমি আদর যত্ন করতে না পারলেও নুর আয়শা অবহেলা করছেনা রোবায়েদ হাসানকে।
মাঝে মাঝে নুর আয়শাকে বলি রোবায়েদ হাসানকে একটুও অবহেলা করোনা তার একটু বেশি বেশি যত্ন নিও বেশি বেশি ভালোবাসা দিও।
বিঃদ্রঃ- রোবায়েদ হাসান আমাদের সন্তান! প্রিয় ব্লগার ও পাঠক সবার কাছে একটাই আবেদন আমাদের সন্তানের জন্য দোয়া করবেন যেন থাকে মানুষের মানুষ করে গড়ে তুলতে পারি। আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রহিলো। ধন্যবাদ সবাইকে।
বিষয়: Contest_priyo
১৬০৫ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরেকটা হলে কি করবেন???
ভালো থাকুন আপনারা ও ভালো থাকুক প্রিয় বাবুটি.......অনেক অনেক দোয়া ফুপির পক্ষ থেকে.........ভালো থাকো সোনামনি বাবাটি।
তা হলে আইসক্রিম.....! রং যেটা পছন্দ সেটাই......
বুঝতে পারছি বয়স হয়ে গেছে...
এটা বেশি দামী....
বিস্কুট আমার জন্য রেখে দিয়েন! জিমুনী আসবে তাই চা পান করুন।
বিস্কুট আমার জন্য রেখে দিয়েন! জিমুনী আসবে তাই চা পান করুন।
অনেক ভালো লাগলো।
পুরষ্কার দিলে আপনি আর ভাবি পুরষ্কার নিয়ে মারামারি শুরু করে দিবেন ) ) )
এরা একই ছাতার নিছে দুজন বসে আছে....!>-
সম্পাদক চশমা ব্যবহার করে...
সুন্দর লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাবিকে আমার সালাম দিয়েন।
যাক দোয়া করি যেন বড় হয়ে অনেক বড় খ্যাতিমান হয়।
হে আল্লাহ রোবায়েদ বাবুকে নেক হায়াত দিন ও সৎ মানুষ হওয়ার তৌফিক দিন, সে যেন বাবা মায়ের চুক্ষ শীতলকারি সন্তান হয় । আমীন ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া /ভাবী
মন্তব্য করতে লগইন করুন