ঐক্যবদ্ধ হব, ঐক্য ধরে রাখবো এটাই হোক সত্যের জন্য প্রতিঙ্গা✔✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ মে, ২০১৫, ০৮:০৮:১৮ রাত
ঘুমানোর সময় নয় এখন
সময় এখন ঐক্য গড়ার,
ন্যায়ের পথে চলবো আমরা
অন্যায়ের কাছে মানবোনা হার।
আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার
ভাঙ্গতে পারবেনা আমাদের মনবল,
আমাদের ঐক্য আমাদের সততা
কুলাঙ্গারের বুকে জ্বালবে অনল।
সত্যের আলো ছড়াবো আমরা
মিথ্যার শক্তি গুলো পায়ে দলে,
ন্যায়ের জন্য জড়ো হবো আমরা
প্রতিনয়ত সত্যের ছায়া তলে।
সত্যের পথে যদি আসতে চাও
জানায় হে পদযাত্রী তোমায় স্বাগতম,
সত্য ন্যায়ের জন্য লড়াই করে
যাবে? যাক.... মোর ধম।
ঐক্যবদ্ধ হব, ঐক্য ধরে রাখবো
এটাই হোক সত্যের জন্য প্রতিঙ্গা,
সত্যের পথে চলতে গিয়ে
নয় আর অবহেলা নয় আর অবঙ্গা।
সত্যের উপর সচল থাকবো
যত দিন দেহে থাকবে নিঃশ্বাস,
সত্যের আলো দিয়ে সমাজে
গড়বো ন্যায়ের আবাস।
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সবাই এর আওতায় পরে না। ভালো হুজুরো আছে ভাইয়া সেটাই বুঝাতে চেয়েছি।
একটু বুঝিয়ে বলুন ভাইয়া, ধন্যবাদ
আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার না লিখে সরাসরি তার নাম উল্লেখ করতেন, অথবা ওলামা লীগ লিখতেন তাহলে অন্তত আমার মত কিছু অধম অন্তরে ব্যথা পেত না। ধন্যবাদ।
আরো বলল আওয়ামী লীগকে ওনার ক্ষমতা বলে সরকারে বসিয়ে রেখেছেন!!!! আরো অনেক আছে.....
যদি সঙ্গে কোরআন রাখো।
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
সত্যের পথে চলতে গিয়ে
নয় আর অবহেলা নয় আর অবজ্ঞা চেতনাজাগানিয়া কবিতা পোস্টের জন্য শুকরিয়া!
জাযাকাল্লাহু খাইর!
জালেমের আবয়বে জালেম খুবই ভয়ংকার হয়!
নামধারী আলেম থেকে বেচে থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই!
আল্লাহ আমাদের স হায় হোন!আমিন!!
'জালেমের আবয়বে আলেম' পড়তে হবে!
ভূল টাইপ হয়েগেছে!
কাহাফ ভাই বলেছেন "নামধারী আলেম থেকে বেচে থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই!
আল্লাহ আমাদের সহায় হোন!আমিন!!"
আমি উনাদের সাথে একমত, আপনার সাথেও একমত। আমীন। জাযাকাল্লাহু খাইর।
পাবলিকলী ঐক্য ধরে রাখার জন্য দরকার ঐ প্ল্যাটফরম - যা কোরান ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। যেখানে মাজহাব, মত ও পথ ইত্যাদির উপস্থিতি নেই।
মাজহাব, মত ও পথ ইত্যাদিকে সামহাউ প্রাইভেট লাইফে পাঠাতে পারলে সেই ঐক্য সম্ভব।
কিন্তু বাস্তবতা বলে উম্মাহ তা চাইলেও প্রাকটিক্যালি তা অসম্ভব। যদিও আল্লাহ চাইলে - তা যে কোন সময় ই সম্ভব।
ধন্যবাদ কঠিন বিষয়ে এমন ছন্দোবদ্ধ লিখা পড়তে দেবার জন্য।
পাবলিকলী ঐক্য ধরে রাখার জন্য দরকার ঐ প্ল্যাটফরম - যা কোরান ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। যেখানে মাজহাব, মত ও পথ ইত্যাদির উপস্থিতি নেই। .......একমত, মাযাহাবকে উপরে তুলতে গিয়ে ইসলামকেই তারা নিচে নামিয়ে দিচ্ছে!!! যদিও ইসলাম জীবন বিধান হিসাবে সব সময়ই অন্য সব জীবন বিধানের উপরে থাকবে।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
যত দিন দেহে থাকবে নিঃশ্বাস,
সত্যের আলো দিয়ে সমাজে
গড়বো ন্যায়ের আবাস। আমীন।
জাযাকাল্লাহ্ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন