বিনোদন
✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২১ মে, ২০১৫, ০৮:২৭:১৪ রাত

বুন্ধুরা আমরা বিনোদন ভেবে ইসলাম বিরোধী যত বিনোদনে মেতে থাকি যা পরকালে আমাদের জন্য সর্বনাশ
ড়েকে আনবে , সর্বনাশ থেকে মুক্তি পেতে চলো আমরা মোহাম্মদ ( সাঃ ) এর পথ অনুসরন করি........!
![]()
কোরআন হাদীসের বিরুদ্ধে যে বিনোদন
তাতে কেন আমরা হই বিনোদিত ?
কোরআন হদীসের বিরোধীতা
দেখে মনে কেন হয়না ক্ষত ?
![]()
বিনোদন হওয়া চাই
কোরআন হাদীস মেনে ,
সমবৃদ্ধ হওয়া চাই
কোরআন হাদীসের জ্ঞানে ।
কোরআন হাদীসের বয়ানকে
নিতে পারি বিনোদন হিসাবে ,
কোরআন হাদীস শিখলে
নিশ্চয় আমাদের দুঃখ গুছাবে ।
![]()
সত্যকে শেখা সত্য মানার মাঝে
মুমিনের আসল বিনোদন ,
সত্য বিনোদন ছাড়া হবোনা
বিনোদিত এটাই হওয়া চাই পণ ।
![]()
ভুলেও মিথ্যা বিনোদনে
নেবোনা মনে সুখ ,
মিথ্যা কোন কিছু এলে
ফিরিয়ে নেব মুখ ।
![]()
বিনোদনের বহমান স্রোত
হোক শান্তিময় ধর্মের পক্ষে ,
জীবন সাজাতে হবে
আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ।
![]()
মিথ্যা বিনোদনে বিনোদিত হলে
মোহান আল্লাহ জান্নাত করবে হারাম ,
সত্য বিনোদন ছড়াতে হবে
ঘর, অফিস, শহর , বন্দর , গ্রাম ।
![]()
তবেই আমরা পেতে পারি
'' জান্নাত '' চির সুখের বাসস্তান ,
চলো সবাই মিলে করি
সত্য সৎ জীবনের সন্ধান।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৪৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন সুস্থ বিনোদন ছড়িয়ে দেয়া এখন খুব দরকার.....
বর্তমানে জাতীয় পত্রিকা খুললেই বিজ্ঞাপনের নামে অশ্লীলতার প্রতিযোগিতা!!! সচেতনতায় পারে আমাদের জান্নাতমুখী করতে।
মিথ্যা বিনোদনে বিনোদিত হলে
মোহান আল্লাহ জান্নাত করবে হারাম এটুকু বোধ যথেস্ট মিথ্যা, ভুল বিনোদন থেকে বেঁচে থাকার জন্য ।
জাযাকাল্লাহু খাইর!
আজ পশ্চিমা সংস্কৃতির আগ্রাসান এতো ব্যাপকতা লাভ করেছে, সুস্থ বিনোদোন আজ প্রায় হারিয়ে যাবার পথে। ভালো সময়গুলো ব্যায় করছি নষ্ট বিনোদনে, অথচ অলস সময়ের জন্য কিছু সুস্থ বিনোদনের জন্য রাখি।
আপনার আহবান সবার কর্ণকুহরে পৌছাক, এই কামনা।
বর্তমানে খারাপের মাঝ থেকে ভালোর খোঁজ নিতে হবে..... পাওয়া যায় কিনা তাও সন্দেহও আছে! !! ভালো বিনোদন ইসলামীক বিনোদন যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের তৈফিক দেন, আমিন।
আপনি মন্তব্য করবেন আমি একেবারে আশা করিনি!!! আমার লেখায় আপনার মন্তব্য অনেক দিন ধরে নেই।
আশাহীন মনে আপনার উপস্থিতি সত্যিই নতুন এক অনুভূতি এনে দিয়েছে..... জানিনা এর কারন বেশি ভালোবাসা কিনা...।
আপনার পড়াশোনার ব্যস্ততা আরো বেড়ে যাক এটাই আমার কামনা।
আমরা বিপরীত স্রোত সৃষ্টির আন্দোলন করে যেতে চাই, সফলতা ব্যর্থতা যাই হোক।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ
বিনোদনের অন্যতম মাধ্যম সংস্কৃতিক জগত কে ধর্মহীনতা আর অশ্লীলতার অপর নাম করে ফেলেছে আজকের স্বার্থবাদি সমাজ!
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন-এই দোয়া!!
দারুণ!!
এক কথায় চমৎকার
কবিতা খুব সুন্দর হয়েছে ।জাজাকাল্লাহ খাইরান ।
ভাবী কোথায়
কেনো আমার সাথে এরখম চিটারি,বাটপরি,ঠকবাজি,প্রতারণা করলেন
আপনার জন্য একটা বউ দেখতেছি দাড়ান।
দরকার না থাকলে এখানে
গিয়ে ভেবে চিন্তে আসুন।
মন্তব্য করতে লগইন করুন