বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... সাথে চেয়ারম্যান সাহেবের ব্লগিং ✔✔✔আব্দুর রহিম (পর্ব ১০)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ মে, ২০১৫, ০৮:১২:৪১ রাত
চেয়ারম্যানের পরামর্শ শুনে থানায় মামলা.......
মামলার বিবরণ দেখে ওসি থমকে দাড়ায়! মানে.... ওসির সাথে মাতাব্বরের পুরনো কাতির......!!
মেয়েটির পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উপস্থাপন করা হলো ওসির সামনে মাতাব্বরের বিরুদ্ধে তা গ্রহণ করে ওসি মামলা নিতে রাজি নয়!!!
মেয়েটির পরিবারের পক্ষ হতে অনেক আকুতি মিনতির পরও ওসি মামলা নিতে রাজি হয়নি...!
জানা গেছে মামলা হবে সেই আশঙ্কায় ঐ মাতাব্বর থানার ওসির সাথে অনৈতিক চুক্তিতে মুষ্টিবদ্ধ হয়েছে....!
কথা গুলো শুনে আব্বু কিছুটা বিচলিত! তবুও ঘটনার সত্যিটা জানতে উদগ্রীব আব্বু নিশ্চুপ শুনছেই...
মেয়েটির পরিবার থানা থেকে বিমর্ষ মন নিয়ে ফিরে আসে, ফিরে এসে সোজা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে.... পুরো ঘটনা চেয়ারম্যানকে অবহিত করে মেয়েটির পরিবারের লোকজন। ন্যায়বান চেয়ারম্যান হলে যা হবার কথা তাই হলো চেয়ারম্যানের অনুভূতি!!
চেয়ারম্যান মোবাইল হাতে নিয়ে থানায় কল করে.... ২/৩ বার কল দেবার পর রিসিভ...
হ্যলো.... চেয়ারম্যানঃ আস্সালামু আলাইকুম....। থানা থেকেঃ ওয়ালাইকুম সালাম.... কে বলছেন? চেয়ারম্যানঃআমি (কলসী নগর) ছদ্মনাম, ইউনিয়নের চেয়ারম্যান বলছি... হে বলেন আজ সকাল ১১ ঘটিকার সময় একটি হত্যাকাণ্ডের মামলা দায়ের করতে গিয়েছিল খুন হওয়া ব্যক্তির স্বজনরা.... মামলাটি নেওয়া হয়নি কারন কি?
চেয়ারম্যান সাহেব ঐ মামলাটি যে সময় করতে এসেছিলো সেই সময় বড় স্যার ছিলো..... বড় স্যার? হ্যাঁ বড় স্যার ছিলো....! চেয়ারম্যান সাহেব আপনাকে জানি এবং আপনাকে ভালোবাসি বলেই একটি অনুরোধ করতে চাই.... (খুবই মৃদু কন্ঠে) চেয়ারম্যান সাহেব ঐ মামলাটি নিয়ে আপনি ঘাটাঘাটি না করলেই আপনার জন্য ভালো হয়!!! কারন মামলাটি হবার আগেই মামলা বিষয়ে বড় অংকের লেনদেন হয়েছে মাতাব্বরের সাথে....!
কি বলেন? হ্যাঁ আপনার ভালোর জন্যই বলছি, বাকিটা আপনার ব্যাপার.....! আচ্ছা ঠিক আছে রাখি..... ওকে, আল্লাহ হাফেজ।
চেয়ারম্যান চিন্তিত হয়ে পড়ে থানায় মোবাইল আলাপনে..... ভাবে গরিবের বিচার কোথায় গেলে পাওয়া যাবে....?
চেয়ারম্যান নিজেকে অপরাধী ভাবতে থাকে মনে মনে.....!!! চেয়ারম্যান ভাবে মাতাব্বরের বিচার যদি আমি না করতাম তা হলে আজ মেয়েটির ভাইকে হত্যাকাণ্ডের শিকার হতে হতোনা..... কেন যে নিজে উদ্যোগ নিয়ে বিচারটা করে দিলাম?!!
চেয়ারম্যান সাহেব..... চেয়ারম্যান সাহেব.... ডাক শুনে ভাবনার জগত থেকে অবসর.... মেয়েটির পরিবারের একজন বলল চেয়ারম্যান সাহেব আমরা এখন কি করব?
চেয়ারম্যান বলল আপনারা এখন বাড়িতে চলে যান আগামীকাল আমার সাথে দেখা করবেন। মেয়েটির পরিবারের লোকজন বাড়িতে ফিরে গেল হতাশা ভরা মন নিয়ে।
পরের দিন চেয়ারম্যানের কাছে আসে মেয়েটির পরিবারের লোকজন। চেয়ারম্যান বলল চলেন আমি সহ থানায় যাচ্ছি আজকে মামলা করা হবে ইনশাআল্লাহ!
চেয়ারম্যান সহ মেয়েটির পরিবারের লোকজন থানায় যায়, থানায় গিয়ে চেয়ারম্যান প্রথমে ওসির সাথে কথা বলেন মামলাটির ব্যপারে.... চেয়ারম্যানের কথা শুনার পর ওসি মামলা নিতে রাজি হয়, তবে এক শর্তে..... শর্ত হলো ১ লক্ষ টাকা ঘুষ দিতে হবে!!!! চেয়ারম্যান ঘুষের কথা শুনে হতভাগ হয়ে গেলেন।
চেয়ারম্যান বললেন কি বলেন ওসি সাহেব মামলা নিতে ঘুষ!? এটা কোন ধরনের জনসেবা....? আপনাকে সরকার বেতন দিচ্ছে জনগণের সেবা করার জন্য একটা খুনের মামলা করতে এলাম আর আপনি ঘুষ চাচ্ছেন এটা কোন ভাবে মেনে নেয়া যায়না।
ওসি বলল আরে দুটাকার চেয়ারম্যান আপনি কি জানেন থানা পুলিশের ব্যাপারে!
দেখেননি সাবেক মন্ত্রী এসে থানায় মামলা করতে এলেও ঢাকায় বিভিন্ন থানায় মামলা নেয়া হয়নি, এর কোন পরিনাম কি শুনেছেন? না শুনেননি!!
তা হলে এ রকম নর্দমামার্কা এক জন মানুষ খুনের মামলা না নিলেইই কি না নিলেই কি???!!!!!
চেয়ারম্যান রাগে ক্ষোভে বেশ উত্তেজিত...... চেয়ারম্যানকে লক্ষ্য করে ওসির হুংকার মামলা করতে চাইলে ১ লক্ষ টাকা দিতে হবে! দিতে না পারলে চলে যান এত কথা বলার সময় নেই!!
চেয়ারম্যানও সামান্য হুংকার দিয়ে এলেন ওসি সাহেব মামলা নিচ্ছেননা তাহলে..... আমিও দেখব ওসি সাহেব আপনার এই অনৈতিকতার দৌড় কত দূর।
উল্লেখ্য চেয়ারম্যান সাহেব ব্লগ পড়তেন, অবসর সময়ে ব্লগ পড়া তার অভ্যাসে পরিণত হয়েছিলো!!
এভাবে ব্লগ পড়তে পড়তে তার মনে হল ব্লগে একটি আইডি খুলি! আইডি খোলা হলেও ব্লগে তেমন কিছু লিখতেননা মাঝেমধ্যে অন্যের লেখা পড়ে মন্তব্য করতেন।
মামলার বিষয়ে ওসির সাথে যে ঘটনাটা ঘটলো তা নিয়ে বেশ মন খারাপ চেয়ারম্যানের....... কি করবে এই হত্যাকাণ্ড নিয়ে বুঝে উঠতে পারছেনা তিনি...!!
হঠাৎ কৌতুহল চেয়ারম্যানের মনের ভিতরে হত্যাকাণ্ড, মামলা, থানা, পুলিশের আচরণ নিয়ে ব্লগে শেয়ার করার চিন্তা.....!
চিন্তার বহিপ্রকাশ ঘটতে দেরী হলোনা, ঘটনার প্রথম দিক হইতে শেষ অংশ পর্যন্ত লিখে ব্লগে প্রকাশ করলো.....।
চেয়ারম্যান সাহেব ব্লগে মন্তব্য করার অভ্যাসের কারনে ব্লগারদের ও পাঠকদের কাছে মোটামুটি পরিচিত ছিলেন, চেয়ারম্যান সাহেবের লেখাটি প্রকাশিত হবার পর অনেকে মন্তব্য করেন..... মন্তব্যে একজন জানতে চাই ঘটনা সত্যি নাকি গল্প.....! চেয়ারম্যান জবাব দেয় সত্যি। মন্তব্যকারি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে ইচ্ছে প্রকাশ করে.....!
চেয়ারম্যান প্রতিমন্তব্যে মোবাইল নাম্বার দেয়! নাম্বার পেয়ে মন্তব্যকারি কল দেয় চেয়ারম্যানের কাছে.....
ক্রিং ক্রিং.... হ্যাঁলো আস্সালামু আলাইকুম.... (আমি ব্লগার গাজী বলতেছি) [ছদ্মনাম] কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো।
চেয়ারম্যানঃ হঠাৎ আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে....
গাজীঃ আমি সাংবাদিকতা করি মাঝেমধ্যে ব্লগিং করি....!!
আপনি চাইলে আমি এই হত্যাকাণ্ড ও পুলিশের আচরণ নিয়ে একটি প্রতিবেদন লিখতে পারি.....
বাকিটুকু আগামী পর্বে......
৯ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন http://www.monitorbd.net/blog/blogdetail/detail/9615/nor15/64133
প্রিয় পাঠক আগামী পর্ব হবে সাংবাদিকতা নিয়ে। ধন্যবাদ সবাইকে.....।
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জান্নাত মনি কেমন আছে জানাবেন
চমৎকারভাবে ছবির পাশাপাশি উপস্থাপিত হয়েছে মাশাআল্লাহ্। খুবই ভালো লাগলো। সাথে থাকার চেষ্টা থাকবে ইনশআল্লাহ্।
চলতে থাকুক !
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
চলতে চলতে চলার পথ একদিন শেষ হবে৷ শেষ পথের মুখোমুখি হবার জন্য তৈরি হতে হবে আমাদেরকে, আমরা খেয়ালীপনা করে কত সময় নষ্ট করেই চলছি.....
আমি সহ সবাইকে যেন আল্লাহ আমাদের বুঝ দান করুনঃ আমিন।
কোথায় কতটুকু রেখেছে তা অজানা বিষয় হলেও ব্লগিং যোগাযোগের মাধ্যমে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে দাড়ানোর চেষ্টা....! সুস্থ সংস্কৃতির জন্য লড়াই আজ খুবই জরুরি হয়ে পড়েছে।
কোন ব্লগে লিখতেন চেয়ারম্যান? আমাদের ব্লগেও কিন্তু চেয়ারম্যান নামে একজন প্রবাসী ছা্ত্র ব্লগার আছেন!
আমার তো এখনি পরের পর্ব পড়তে ইচ্ছে করছে! অপেক্ষায় ............
শুকরিয়া
সত্যিই আপনার স্বরন শক্তি অত্যন্ত ভালো, মাশাআল্লাহ।
চেয়ারম্যানের অনুমতি পেলে কোন ব্লগ বা কি নামে ব্লগিং করত জানিয়ে দেব।
চেয়ারম্যান নামের ব্লগার আছে জানি তবে ইদানীংকালে ব্লগার (চেয়ারম্যান) এর উপস্থিতি খুবই কম!
পরের পর্ব পড়ার আগ্রহের কথা জেনে অন্য রকম অনুভূতি পাচ্ছি!! !
খুব শিগগিরই পরের পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া/ভাবী
মন্তব্য করতে লগইন করুন