Unlucky I Don't Want To See Hurry Up Rose Roseবিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... সাথে চেয়ারম্যান সাহেবের ব্লগিং Unlucky I Don't Want To See Hurry Up Rose Rose✔✔✔আব্দুর রহিম (পর্ব ১০)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ মে, ২০১৫, ০৮:১২:৪১ রাত

চেয়ারম্যানের পরামর্শ শুনে থানায় মামলা.......

মামলার বিবরণ দেখে ওসি থমকে দাড়ায়! মানে.... ওসির সাথে মাতাব্বরের পুরনো কাতির......!!



মেয়েটির পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উপস্থাপন করা হলো ওসির সামনে মাতাব্বরের বিরুদ্ধে তা গ্রহণ করে ওসি মামলা নিতে রাজি নয়!!!

মেয়েটির পরিবারের পক্ষ হতে অনেক আকুতি মিনতির পরও ওসি মামলা নিতে রাজি হয়নি...!

জানা গেছে মামলা হবে সেই আশঙ্কায় ঐ মাতাব্বর থানার ওসির সাথে অনৈতিক চুক্তিতে মুষ্টিবদ্ধ হয়েছে....!

কথা গুলো শুনে আব্বু কিছুটা বিচলিত! তবুও ঘটনার সত্যিটা জানতে উদগ্রীব আব্বু নিশ্চুপ শুনছেই...



মেয়েটির পরিবার থানা থেকে বিমর্ষ মন নিয়ে ফিরে আসে, ফিরে এসে সোজা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে.... পুরো ঘটনা চেয়ারম্যানকে অবহিত করে মেয়েটির পরিবারের লোকজন। ন্যায়বান চেয়ারম্যান হলে যা হবার কথা তাই হলো চেয়ারম্যানের অনুভূতি!!



চেয়ারম্যান মোবাইল হাতে নিয়ে থানায় কল করে.... ২/৩ বার কল দেবার পর রিসিভ...

হ্যলো.... চেয়ারম্যানঃ আস্সালামু আলাইকুম....। থানা থেকেঃ ওয়ালাইকুম সালাম.... কে বলছেন? চেয়ারম্যানঃআমি (কলসী নগর) ছদ্মনাম, ইউনিয়নের চেয়ারম্যান বলছি... হে বলেন আজ সকাল ১১ ঘটিকার সময় একটি হত্যাকাণ্ডের মামলা দায়ের করতে গিয়েছিল খুন হওয়া ব্যক্তির স্বজনরা.... মামলাটি নেওয়া হয়নি কারন কি?

চেয়ারম্যান সাহেব ঐ মামলাটি যে সময় করতে এসেছিলো সেই সময় বড় স্যার ছিলো..... বড় স্যার? হ্যাঁ বড় স্যার ছিলো....! চেয়ারম্যান সাহেব আপনাকে জানি এবং আপনাকে ভালোবাসি বলেই একটি অনুরোধ করতে চাই.... (খুবই মৃদু কন্ঠে) চেয়ারম্যান সাহেব ঐ মামলাটি নিয়ে আপনি ঘাটাঘাটি না করলেই আপনার জন্য ভালো হয়!!! কারন মামলাটি হবার আগেই মামলা বিষয়ে বড় অংকের লেনদেন হয়েছে মাতাব্বরের সাথে....!

কি বলেন? হ্যাঁ আপনার ভালোর জন্যই বলছি, বাকিটা আপনার ব্যাপার.....! আচ্ছা ঠিক আছে রাখি..... ওকে, আল্লাহ হাফেজ।

চেয়ারম্যান চিন্তিত হয়ে পড়ে থানায় মোবাইল আলাপনে..... ভাবে গরিবের বিচার কোথায় গেলে পাওয়া যাবে....?



চেয়ারম্যান নিজেকে অপরাধী ভাবতে থাকে মনে মনে.....!!! চেয়ারম্যান ভাবে মাতাব্বরের বিচার যদি আমি না করতাম তা হলে আজ মেয়েটির ভাইকে হত্যাকাণ্ডের শিকার হতে হতোনা..... কেন যে নিজে উদ্যোগ নিয়ে বিচারটা করে দিলাম?!!

চেয়ারম্যান সাহেব..... চেয়ারম্যান সাহেব.... ডাক শুনে ভাবনার জগত থেকে অবসর.... মেয়েটির পরিবারের একজন বলল চেয়ারম্যান সাহেব আমরা এখন কি করব?



চেয়ারম্যান বলল আপনারা এখন বাড়িতে চলে যান আগামীকাল আমার সাথে দেখা করবেন। মেয়েটির পরিবারের লোকজন বাড়িতে ফিরে গেল হতাশা ভরা মন নিয়ে।

পরের দিন চেয়ারম্যানের কাছে আসে মেয়েটির পরিবারের লোকজন। চেয়ারম্যান বলল চলেন আমি সহ থানায় যাচ্ছি আজকে মামলা করা হবে ইনশাআল্লাহ!

চেয়ারম্যান সহ মেয়েটির পরিবারের লোকজন থানায় যায়, থানায় গিয়ে চেয়ারম্যান প্রথমে ওসির সাথে কথা বলেন মামলাটির ব্যপারে.... চেয়ারম্যানের কথা শুনার পর ওসি মামলা নিতে রাজি হয়, তবে এক শর্তে..... শর্ত হলো ১ লক্ষ টাকা ঘুষ দিতে হবে!!!! চেয়ারম্যান ঘুষের কথা শুনে হতভাগ হয়ে গেলেন।

চেয়ারম্যান বললেন কি বলেন ওসি সাহেব মামলা নিতে ঘুষ!? এটা কোন ধরনের জনসেবা....? আপনাকে সরকার বেতন দিচ্ছে জনগণের সেবা করার জন্য একটা খুনের মামলা করতে এলাম আর আপনি ঘুষ চাচ্ছেন এটা কোন ভাবে মেনে নেয়া যায়না।

ওসি বলল আরে দুটাকার চেয়ারম্যান আপনি কি জানেন থানা পুলিশের ব্যাপারে!



দেখেননি সাবেক মন্ত্রী এসে থানায় মামলা করতে এলেও ঢাকায় বিভিন্ন থানায় মামলা নেয়া হয়নি, এর কোন পরিনাম কি শুনেছেন? না শুনেননি!!

তা হলে এ রকম নর্দমামার্কা এক জন মানুষ খুনের মামলা না নিলেইই কি না নিলেই কি???!!!!!

চেয়ারম্যান রাগে ক্ষোভে বেশ উত্তেজিত...... চেয়ারম্যানকে লক্ষ্য করে ওসির হুংকার মামলা করতে চাইলে ১ লক্ষ টাকা দিতে হবে! দিতে না পারলে চলে যান এত কথা বলার সময় নেই!!

চেয়ারম্যানও সামান্য হুংকার দিয়ে এলেন ওসি সাহেব মামলা নিচ্ছেননা তাহলে..... আমিও দেখব ওসি সাহেব আপনার এই অনৈতিকতার দৌড় কত দূর।

উল্লেখ্য চেয়ারম্যান সাহেব ব্লগ পড়তেন, অবসর সময়ে ব্লগ পড়া তার অভ্যাসে পরিণত হয়েছিলো!!

এভাবে ব্লগ পড়তে পড়তে তার মনে হল ব্লগে একটি আইডি খুলি! আইডি খোলা হলেও ব্লগে তেমন কিছু লিখতেননা মাঝেমধ্যে অন্যের লেখা পড়ে মন্তব্য করতেন।

মামলার বিষয়ে ওসির সাথে যে ঘটনাটা ঘটলো তা নিয়ে বেশ মন খারাপ চেয়ারম্যানের....... কি করবে এই হত্যাকাণ্ড নিয়ে বুঝে উঠতে পারছেনা তিনি...!!

হঠাৎ কৌতুহল চেয়ারম্যানের মনের ভিতরে হত্যাকাণ্ড, মামলা, থানা, পুলিশের আচরণ নিয়ে ব্লগে শেয়ার করার চিন্তা.....!

চিন্তার বহিপ্রকাশ ঘটতে দেরী হলোনা, ঘটনার প্রথম দিক হইতে শেষ অংশ পর্যন্ত লিখে ব্লগে প্রকাশ করলো.....।

চেয়ারম্যান সাহেব ব্লগে মন্তব্য করার অভ্যাসের কারনে ব্লগারদের ও পাঠকদের কাছে মোটামুটি পরিচিত ছিলেন, চেয়ারম্যান সাহেবের লেখাটি প্রকাশিত হবার পর অনেকে মন্তব্য করেন..... মন্তব্যে একজন জানতে চাই ঘটনা সত্যি নাকি গল্প.....! চেয়ারম্যান জবাব দেয় সত্যি। মন্তব্যকারি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে ইচ্ছে প্রকাশ করে.....!

চেয়ারম্যান প্রতিমন্তব্যে মোবাইল নাম্বার দেয়! নাম্বার পেয়ে মন্তব্যকারি কল দেয় চেয়ারম্যানের কাছে.....



ক্রিং ক্রিং.... হ্যাঁলো আস্সালামু আলাইকুম.... (আমি ব্লগার গাজী বলতেছি) [ছদ্মনাম] কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো।

চেয়ারম্যানঃ হঠাৎ আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে....

গাজীঃ আমি সাংবাদিকতা করি মাঝেমধ্যে ব্লগিং করি....!!

আপনি চাইলে আমি এই হত্যাকাণ্ড ও পুলিশের আচরণ নিয়ে একটি প্রতিবেদন লিখতে পারি.....

বাকিটুকু আগামী পর্বে......

৯ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন http://www.monitorbd.net/blog/blogdetail/detail/9615/nor15/64133

প্রিয় পাঠক আগামী পর্ব হবে সাংবাদিকতা নিয়ে। ধন্যবাদ সবাইকে.....।

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318321
০৫ মে ২০১৫ রাত ০৮:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লিখার ফাঁকে ফাঁকে ছবিগুলো দেওয়াতে পোষ্টটি চমৎকার হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০৬ মে ২০১৫ রাত ১২:৪২
259616
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। জান্নাতের বাবা আপনাকে স্পেশাল অভিনন্দন... মন্তব্যে প্রথম স্থান অধিকার অর্জন করার জন্য মাতাব্বরGood Luck (~~) <:-P Waiting আর পুলিশেরা মিলে সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে!! তার প্রতিবাদ ও গণসচেতনতা সৃষ্টিই লেখার উদ্দেশ্য জানিনা পাঠক কি ভাবে নিচ্ছে!!!

জান্নাত মনি কেমন আছে জানাবেন
318322
০৫ মে ২০১৫ রাত ০৮:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলতে থাকুক!
০৬ মে ২০১৫ রাত ০১:০৮
259620
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চলতে থাকার জন্য জন্য আমাদের জীবন, চলতে চলতে একদিন না ফেরার দেশে চলে যেতে হবে। চেয়ারম্যান যখন ব্লগিং জগতে প্রবেশ করেছে চেয়ারম্যানের ব্লগিংয়ের সফলতা ব্যর্থতা উপস্থাপন করার জন্য এগিয়ে যেতে হবেই!!! দোয়া চাই।
318323
০৫ মে ২০১৫ রাত ০৯:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজে বিদ্যমান অন্যায় ও অসংগতিগুলো
চমৎকারভাবে ছবির পাশাপাশি উপস্থাপিত হয়েছে মাশাআল্লাহ্‌। খুবই ভালো লাগলো। সাথে থাকার চেষ্টা থাকবে ইনশআল্লাহ্‌।
০৬ মে ২০১৫ রাত ০১:২১
259622
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমাজের অন্যায় এত বেড়েছে যা লিখে শেষ করা যাবেনা হয়তো! গরিবের বিচার পাওয়া যেন সোনার হরিণ!! কোন বিচারক যদি সাহস করে কিছু করতে চাই তার বিরুদ্ধে খারাপ লোকেরা যুদ্ধ ঘোষণা করে...... তাই বিচারপতিও আজ সঙ্কিত কখন যেন অপমানের সামনে দাড়াতে হয়। পরিবর্তনের প্রত্যাশা বুকে লালন করি... আল্লাহ যেন আমাদেরকে সমাজের পরিবর্তন আনতে তৌফিক দেন; আমিন।
318337
০৫ মে ২০১৫ রাত ০৯:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

চলতে থাকুক !
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০৬ মে ২০১৫ রাত ০১:৩১
259623
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। চলতে চাই সামনে চলতে হয় বলেই.....! ব্লগটাকে বাড়ি বানিয়ে নিয়েছি ব্লগের হাত ধরে চলবো বলে....!!!

চলতে চলতে চলার পথ একদিন শেষ হবে৷ শেষ পথের মুখোমুখি হবার জন্য তৈরি হতে হবে আমাদেরকে, আমরা খেয়ালীপনা করে কত সময় নষ্ট করেই চলছি.....

আমি সহ সবাইকে যেন আল্লাহ আমাদের বুঝ দান করুনঃ আমিন।
318353
০৫ মে ২০১৫ রাত ১১:১৬
আবু জারীর লিখেছেন : পারেন। চেয়ারম্যান অনুমতি দিক আর না দিক আমি দিলাম।
০৬ মে ২০১৫ রাত ০১:৪১
259626
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চেয়ারম্যানের ব্লগিং সাহায্যে সাংবাদিকের সাথে পরিচয়!!! ব্লগ যোগাযোগ মাধ্যম হিসেবে সমাজের জন্য ভূমিকা রাখার পথে.....।

কোথায় কতটুকু রেখেছে তা অজানা বিষয় হলেও ব্লগিং যোগাযোগের মাধ্যমে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে দাড়ানোর চেষ্টা....! সুস্থ সংস্কৃতির জন্য লড়াই আজ খুবই জরুরি হয়ে পড়েছে। Love Struck
318371
০৬ মে ২০১৫ রাত ০১:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম । বিয়ের কনে দেখা, বিয়ে ভেংগে যাওয়া, মন খারাপ, পুনরায় যোগাযোগ, মামলা অতপর চেয়ারম্যনের ব্লগে আগমন - একেবারে নাটকীয় মনে হচ্ছে! এভাবেই জীবন থেকে নেয়া ঘটনা গুলো নাটকে স্থান পায়!

কোন ব্লগে লিখতেন চেয়ারম্যান? আমাদের ব্লগেও কিন্তু চেয়ারম্যান নামে একজন প্রবাসী ছা্ত্র ব্লগার আছেন!

আমার তো এখনি পরের পর্ব পড়তে ইচ্ছে করছে! অপেক্ষায় ............

শুকরিয়া Good Luck
০৬ মে ২০১৫ রাত ০২:৪৩
259627
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার মন্তব্য দেখেই বুঝা যাচ্ছে আপনি ধারাবাহিক ভাবে পড়ে যাচ্ছেন আমার এই বিয়ে বিষয়ক লেখা গুলো....! সত্যি আমি গর্বিত আপনার মত খেয়ালী পাঠক (ব্লগারানী) পেয়ে...।
সত্যিই আপনার স্বরন শক্তি অত্যন্ত ভালো, মাশাআল্লাহ।

চেয়ারম্যানের অনুমতি পেলে কোন ব্লগ বা কি নামে ব্লগিং করত জানিয়ে দেব।

চেয়ারম্যান নামের ব্লগার আছে জানি তবে ইদানীংকালে ব্লগার (চেয়ারম্যান) এর উপস্থিতি খুবই কম!

পরের পর্ব পড়ার আগ্রহের কথা জেনে অন্য রকম অনুভূতি পাচ্ছি!! !
খুব শিগগিরই পরের পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
318447
০৬ মে ২০১৫ দুপুর ০২:৩৯
আফরা লিখেছেন : বাস্তব ঘটনা কিন্তু গল্প গল্প মনে হচ্ছে কেন?তবে পরের পর্বের পর্ব পড়তে খুব কৌতুহল লাগছে ।

ধন্যবাদ ভাইয়া/ভাবী
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
260907
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাস্তবতার সাথে সমান্য কিছু গল্প যোগ করেছি!!! ধন্যবাদ।
318532
০৬ মে ২০১৫ রাত ০৯:১৫
আওণ রাহ'বার লিখেছেন : তা কদু ভাই সরি দুলাভাই এত যে বিয়া বিয়া কইরা ব্লগ ফাটাচ্ছেন শুনিতো কয়জন মানুষের বিয়ের ব্যাবস্থা করেছেন? Time Out Time Out Time Out
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
261136
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুজনের বিয়ের ব্যবস্থা কইরালাইছি.... প্রয়োজন হইলে আওয়াজ দিয়েন। দুলাভাই এক পায়ে খাড়া!!!
318829
০৮ মে ২০১৫ দুপুর ০১:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহি ওয়া বারাকাতুহু ভাইয়া এবং ভাবী। পরের পর্ব কখন দিবেন? আমার তো এখনি পরের পর্ব পড়তে ইচ্ছে করছে! অপেক্ষায় ............
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
260908
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। হয়তো একটু দেরী হবে.... আগামী পর্ব নিয়ে হাজির হতে!!!
১০
319848
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব ভাল লাগলো, কৌতুহলের মাঝেই আছি......চালিয়ে যান...।
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
261139
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য! ব্যস্ততার কারনে পরের পর্বটি জন্য অপেক্ষা!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File