বন্ধুত্বের হাত....... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ মে, ২০১৫, ১২:১১:৫৬ রাত
ভালোবাসি তবুও, বন্ধুত্বের বাবুই পাখির মত বাসা,
বন্ধুত্বের সিড়ি বেয়ে মায়া মমতা কাঁদা হাসা।
শান্তির ছায়া খূঁজেছি আসল বন্ধুত্বে
ইচ্ছায় অনইচ্ছায় কাউকে ব্যথা দিয়েছি ক্ষতে।
কারও কারও হয়েছি বিরক্তির কারন
কারও হিংসার দহনে জ্বলেছে এ কোমল মন!
মন্দ সময়ে সাহায্যের পেয়েছি কারও বাড়ানো হাত
কেউ দুঃসময়ে সুযোগ খূঁজে বানিয়েছে সে নিজের জন্য পূর্নিমার রাত।
কাউকে সুযোগ করে দিয়ে এসেছে বেদনা নিজের উপর
সুযোগ পেয়ে কেউ ভুলে গেছে কোন বিশেষ উপকার।
তবুও সন্ধান করি বন্ধুত্বের বাবুই পাখির সেই সে বাসা
তবুও সন্ধান করি সেই সে খুনসুটি সেই ভালোবাসা।
বন্ধুতে আছে কিছু অন্ধত্ব আছে কিছু নিরব বিশ্বাস
বন্ধুত্বের মায়াময় মোহে কারও কারও হতে হয় লাশ,
তবুও থেমে নেই বন্ধুত্বের পদযাত্রা
সময়ের পরিক্রমায় দিন দিন বাড়ছে বন্ধুত্বের মাত্রা।
খাঁটি বন্ধুর জন্য চাই বিচক্ষণতা, চাই ত্যাগের ধৈর্য্য
বন্ধুর ভাষা বুঝতে আয়োজন চাই, চাই বিশেষ কার্য!
আয়োজনে অক্ষম ব্যক্তির জন্য নয় বন্ধুত্ব
দূর্বল মানুষেরা বেশিরভাগ সময় অর্জন করে ক্ষত।
বন্ধুত্বের হাত শক্ত চাইলে প্রতারণা ও অবহেলা করতে হবে তায্য
তবেই বন্ধুত্বের সম্পর্ক দিনে দিনে হবে নায্য,
নায্য বন্ধুত্বের হাত প্রসারিত হোক প্রত্যাশা এটাই
পৃথিবীর প্রতিটি ঘর বন্ধুত্বে ভরা গড়ে উঠুক ন্যায়।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
চমৎকার কবিটাটির প্রতিটি লাইনে রয়েছে গভীর তাৎপর্যময়তার বন্ধুত্বের আহবান । আল্লাহ আমাদের সবাইকে উত্তম বন্ধু হওয়ার তোওফিক দান করুন যারা শুধু দুনিয়া নয় আখিরাতেরও প্রকৃত বন্ধু হতে পারবে!
শুকরিয়া!
সময়ের পরিক্রমায় দিন দিন বাড়ছে বন্ধুত্বের মাত্রা।
খাঁটি বন্ধুর জন্য চাই বিচক্ষণতা, চাই ত্যাগের ধৈর্য্য
যথার্থ
অবশ্যই বিচক্ষণতা না থাকলে বন্ধুর হাতে প্রতারিত হবার সম্ভাবনা থাকে সুতরাং কলংকজনক ঘটনা ঘটার আগে সতর্কতা আবশ্যক....!
বন্ধুত্বের স্বরুপ বিশ্লেষণে চমৎকার ছন্দময়তা মুগ্ধ করল!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ শ্রদ্ধেয়+প্রিয় বন্ধু!!
সুন্দর লেখা অনেক ধন্যবাদ ভাইয়া/ভাবী
খুব খুব ভালো লাগলো শুকরান শুকরিয়া।
এই লন শালা কদু কদু করে লাভ নেই কদু খান!!!!
এই লনা ভজাা মাছ, মাছ খাটা মুখে রেখে দিয়েন!!!! @ আওণ. <:-P @আব্দুল গাফফার
পাজীটা পানির উপর শুয়ে বই পড়ে আর বলে নিজের ভিতরে নিজে খূজি!
অভিনন্দন জানুন,,,
বন্ধুত্ব নির্বাচন আসলেই একটি গুরুত্বপূর্ণ দিক যে বিষয়ে সকলেরই গভীর চিন্তা ও উপলব্ধি থাকা বাঞ্ছনীয়। জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন