সম্পাদক, ব্লগার, ভিজিটর, বিজ্ঞাপনদাতা সহ সবাইকে.... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ এপ্রিল, ২০১৫, ০১:২৩:১৯ রাত
আস্সালামু আলাইকুম... টুডে ব্লগে বিজ্ঞাপন দেখে বুকটা গর্বে ভরে যাচ্ছে...! মনে হচ্ছে আমরা অযোগ্য লেখকরা কিছু চাঁতা কাদা লিখে ব্লগটাকে ভিজিটরদের কাছে মোটামুটি প্রিয় করে তুলতে সক্ষম হয়েছি....!!!!
..................
..........
.....
...
..
.
পাশাপাশি বিজ্ঞাপন দাতারাও বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছে...। বিজ্ঞাপন দেয়ার অর্থই হলো ব্লগ কর্তৃপক্ষকে সহযোগিতা করা। ব্লগারদের পক্ষ হতে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান সমুহকে জানায় আন্তরিক অভিনন্দন.....।
অনলাইনে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে ব্লগ অন্যতম সেরা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে সামাজিক সঙ্গতি অসঙ্গতি, ভালো মন্দ সংস্কৃতি কুসংস্কৃতি, বিয়ে, যৌতুক, ইত্যাদি ইত্যাদি বিষয়ে লেখা হয় যা শিক্ষিত সমাজ বিনির্মাণে ফলপ্রসূ ভূমিকা রেখে চলছে।
(বাঁধাহীন লেখার অঙ্গীকার)
ব্লগারেরা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্লগিং করতে চায়, ব্লগিংয়ের অন্যতম অংশ হচ্ছে মন্তব্য প্রতিমন্তব্য, গত কিছু দিন আগে ব্লগ সাইটটি খুব বেশি সোলো যাচ্ছিল.... মন্তব্য প্রতিমন্তব্যের ঘরে লিখতে গেলে আদা লিখার পর ব্লগ আউট হয়ে যাচ্ছিল!!! এ এক বিরক্তিকর ব্লগিং অভিঙ্গতা....!!!
১ই বৈশাখ হতে ব্লগ সাইট মোটামুটি স্প্রীডে চলছে...!
বর্তমান সময়ে স্মার্টফোনে ব্লগিং করতে ব্লগারেরা খুব বেশি উৎসাহি হচ্ছে, কারন স্মার্টফোনে যে কোন জায়গায় ব্লগিং করা যায়।
ব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন মোবাইলে ব্লগিং করা সহজতর করার উদ্যোগ নিন।
সম্পাদক, ব্লগার, ভিজিটর, বিজ্ঞাপনদাতা সহ সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখন দেশে যাবেন পুকুর পাড়ে বসে ব্লগিং করার স্বাদ জেগে উঠবে..... তখন কিন্তু স্মার্টফোন ব্লগিংয়ে আপনা আপনি এসে পড়বেন। সুতারাং আপনার জন্যও বলা হয়েছে।
আশা করি উভয়পক্ষ যার যার অবস্থান থেকে অবদান রেখে যাবেন। সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য।
ধন্যবাদ ব্লগে এসে পাতা দিয়ে যাবার জন্য! আপনার জন্য দিলাম খুশি মনে নিয়ে নেন।
শুভকামনা শুভ ব্লগিং।
দুস্টামি করলা,,,,,
খুশি হয়ে........সাদা গোলাপ...।
মন্তব্য করতে লগইন করুন