Rose Cheer Roseখুলে দাও শিশুদের Rose Cheer Roseআগামীর পথ.......✔✔✔আব্দুর রহিম (ফটো ব্লগ)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১২ এপ্রিল, ২০১৫, ০১:১৯:২৪ রাত



জন্ম নিয়ে শিশু খুঁজে তার স্থান

তুমি কেন কর তাতে এত অভিমান ?



শিশু খুঁজে যাবে পথ তা চিরন্তন

কর'না তুমি ভার তোমার সৈনিক মন !!



তুমিও ছিলে শিশু বুঝে নাও ইতি টেনে,

শিশুর উত্থান থামাবার হয়না কোন মানে।



যদি থামাতে চাও সেটা হবে বড় ভুল,

তুমি যখন মরে যাবে কে ফুটাবে ফুল??



তুমিও ফুটেছিলে ফুল হয়ে সকলে ঝরতে হবে'ই তোমাকে পড়ন্ত বিকালে!



তোমার স্থায়িত্ব পাবে পুরো ক'দিন

দিয়েছ পৃথিবীকে মায়া মোহ ঋণ!!



শিশুরা তা করবে শোধ ফুটিয়ে নতুন ফুল,

তুমি বাঁধা দিয়ে কর'না শেষ বেলায় ভুল!!



ভুল করলে ইতিহাস হবে সীমাহীন মন্দ,

আগামীর শিশুরা ভুলবে মায়া মোহ ছন্দ!



যা ছিল তোমার আদর্শ জেনেছি তা সুন্দর!

সেই আদর্শে ডেকে এনোনা অমাবশ্যার আঁধার।



আঁধারে পথ চলতে গেলে আলো দরকার হয়!

আলোহীন পথে আছে সাপে কাঁটার ভয়!!



ভয় নিয়ে হাঁটলে পথ হেরে যেতে হবে...

অতীত কর্ম গুলোর প্রতি মানুষ নিন্দা জানাবে!!!!



জীবন যে মৃত্যুমুখী ভাব এক বার,

বাঁধা দিয়ে শিশুর পথ কর'না আঁধার।



শিশু যখন যখন উজ্জল মুখে সঠিক পথে যাবে....

নিজের এক মুখী ইচ্ছার কাছে তুমি পস্তাবে!!



স্বেচ্ছায় খুলে দাও শিশুদের আগামীর পথ

প্রমাণ হবে মানুষ হিসেবে তুমি কেমন সৎ।।



বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314374
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:১২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

খুব সুন্দর ছন্দে এবং ছবিতে মিল রেখে লিখেছেন! জাযাকাল্লাহু খাইর!
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:২০
255304
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ব্লগে এসে মন্তব্য করার জন্য!!

আমাদের কিছু অবিভাবক তরুণ কাউকে প্রতিষ্ঠিত হতে দিতে চাইনা!!

তরুণ কেউ ভালো কিছু উপস্থাপন করলেও কিছু অবিভাবক নিজের শাসন তত্ত্ব হারাবার ভয়ে তরুণ মেধা কাজে লাগাতে দেয়না।

সেই সব অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা.....।
314393
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৩
কাহাফ লিখেছেন :
সুন্দর আগামী বিনির্মানে এখনকার শিশুরই হবে মূল অবলম্বন! চির কল্যাণের সম্ভাবনাময়ী হিসেবে তাদের কে গড়ে তুলতেই হবে!

চমৎকার ছন্দ আর অর্থবহ ছবির সংমিশ্রণে অসাধারণ হয়েছে উপস্হাপনা!
জাযাকুমুল্লাহু খাইরান!!
১২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৬
255347
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর আগামী নির্মাণ করতে হবেই.... সুন্দরের জন্য চাই ত্যাগশিলতা সুন্দরকে মেনে নেয়ার মনবল।
314413
১২ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৪
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ব্যস্ততার মধ্যেও লেখাটি মনোযোগের সাথে পড়েছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৯
255454
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে লেখাটি মনযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।

আপনাকে আমাদের এই ছোট্ট যৌথ ব্লগ উঠানে মনে হয় আপনার প্রথম আগমন। স্বাগতম আমাদের এ ব্লগে।

314434
১২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৮
আবু জান্নাত লিখেছেন : সুন্দর আগামী গড়তে চমৎকার কবিতা লিখেছেন। ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:০২
255455
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ই...ই....ই...... সুন্দর চমৎকার শব্দটা কেমনজানি বেমানান লাগতাছে!!!

তবু আপনি যখন বলেছেন...... ধন্যবাদ।
314449
১২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুণ ছন্দ ও বক্তব্যের সমাহারে সুন্দর অর্থপূর্ণ লিখনিটি পড়ে অনেক ভালো লাগলো।

আপনাদের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো ।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:০৬
255458
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার ভালোলাগা আমার জন্য আগামীর অনুপ্রাণা.....

আপনার জন্য আমাদের পক্ষ হতে আন্তরিক দোয়া রহিলো। অশেষ ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
314471
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামুআলাইকুম!

খুব সুন্দর ছন্দে এবং ছবিতে মিল রেখে লিখেছেন! জাযাকাল্লাহু খাইর!
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:০৭
255459
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মিল রাখতে চেষ্টা করেছি...!আপনি মিল খুঁজে পেয়েছেন এটাই আমার পরিশ্রমের স্বার্থকতা। ধন্যবাদ মন্তব্যের জন্য.।
314559
১২ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
আহমেদ ফিরোজ লিখেছেন : কবিতার সুন্দর একটি ভার্সনের উদ্ভাবন করলেন আব্দুর রহিম ভাই। আমি এর নাম দিলাম 'ছবিতা'
ছবি + কবিতা = ছবিতা
১৩ এপ্রিল ২০১৫ রাত ০১:১০
255460
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার উপস্থিতি সত্যিই আমাকে আনন্দিত করেছে.....।

ছবিতা'
ছবি + কবিতা = ছবিতা। আপনার এই অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৩
255498
আবু জান্নাত লিখেছেন : ছবিতা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১২
255501
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি... ঘটনা কি?
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৬
255504
আহমেদ ফিরোজ লিখেছেন : ছবিতায় এত খুশি কেন আবু জান্নাত ভাই????Straight Face Straight Face
314650
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : সুন্দর চিন্তাবিদ ভাই।
ভালো লাগলো।
২২ মে ২০১৫ রাত ১২:৫৭
262759
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তাই নাকি? আপনার উপস্থিতি সত্যিই আনন্দ জুগিয়েছে! ধন্যবাদ।
২২ মে ২০১৫ রাত ১২:৫৭
262760
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তাই নাকি? আপনার উপস্থিতি সত্যিই আনন্দ জুগিয়েছে! ধন্যবাদ।
321914
২৩ মে ২০১৫ রাত ১২:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কিছু বানান ভুল আছে, ঠিক করে দিন। অনেক ভাল লেগেছে । ধন্যবাদ আপনাকে।
২৩ মে ২০১৫ রাত ০১:১৫
263009
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যের জন্য! ভুল গুলো যদি উল্লেখ করে দিতেন খুবই উপকৃত হতাম!
২৩ মে ২০১৫ রাত ০২:১৪
263020
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জম্ম,খূঁজে,সিমাহীন,মিত্যু মুখী,প্রমান,সোধ,হাটলে, ড়েকে,স্বইচ্ছায়
==
যদি কিছু মনে না করেন। কবিতায় বানান ভুল হলে মান থাকে না। একটু সংশোধন করলে আরো ভালো মানের হবে। খুব সুন্দর হয়েছে কবিতাটি।
জম্ম-জন্ম
খূঁজে-খুঁেজ
সিমাহীন-সীমাহীন
মিত্যু মুখী-মৃত্যুমুখী
প্রমান-প্রমাণ
সোধ-শোধ
হাটলে-হাঁটলে
ড়েকে-ডেকে
স্বইচ্ছায়-স্বেচ্ছায় (দিলে সুন্দর হবে)
২৩ মে ২০১৫ রাত ০২:৪৯
263028
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুল সুধরাতে মনে করার কিছুই নেই আমি সব সময় শিখতে চাই! ভুল হবার পেচনে কারন আছে! আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভুল গুলো উল্লেখ দেয়ার জন্য। Waiting
২৩ মে ২০১৫ রাত ০২:৫৭
263031
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://www.monitorbd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/63336#.VV-XWXOoVAg
ভুল হবার কারন জানতে
এই লেখাটি পড়ুন!!
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/63336#.VV-XWXOoVAg
২৩ মে ২০১৫ দুপুর ০২:০৪
263111
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ। কিছু মনে করবেন না। আমি আপনার প্রেরিত লিঙ্কটি পড়েছি। এমন জিনিয়াস ব্লগারের মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী ভাইয়া। ক্ষমা করে দিয়েছেন তো?
২৩ মে ২০১৫ দুপুর ০২:৪০
263123
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ক্ষমা চেয়ে লজ্জার মুখোমুখি দাড় করিয়েছেন আমাকে, প্রথমে আমি বলেছি আমি প্রতি মুহুর্তে শিখতে চাই।

জিনিয়াস বলাটাও বেমানান!!

আপনার ফেসবুক লিংক দিন সম্ভব হলে....
২৩ মে ২০১৫ দুপুর ০৩:০৫
263132
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফেসবুক লিঙ্ক দিলাম। রিকুয়েস্ট পাঠালে বলবেন। ধন্যবাদ। আবদুর রহিম
https://www.facebook.com/minhazulislammohammed.masum
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
263163
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File