Rose Rose Rose Rose হে আল্লাহ মাফ করো আমার আছে যত ভুল ত্রুটি.... ✔✔✔ নুর আয়শা Rose Rose Rose Rose

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ এপ্রিল, ২০১৫, ১১:৩৩:১২ রাত



আল্লাহর কাছে মাফ পাওয়াই হচ্ছে জীবনের অনেক বড় পাওয়া আল্লাহর কাছে চাই আমার যত চাওয়া। আমি যেন আমার ভুলত্রুটি মাফ পায়। আল্লাহ আমাদের অনেক কিছুইই দিয়েছেন যার হয়তো আমি যোগ্য নয়।

Rose Rose Rose Rose

আমার কান্না দেখে কেউ

দুঃখ নিওনা মনে,

আমি কাঁদছি আল্লাহর কাছে

আমার গুনা মাফের আহবানে।

Rose Rose Rose Rose

গুনা মাফ পাওয়াটাই হবে

আমার জন্য অশিম সফলতা,

গুনা মাফ করবে আল্লাহ

এটাই মনের দৃড় কথা।

Rose Rose Rose Rose

আল্লাহ কোরআনে বলেছেন

তিনি ক্ষমা কারি তিনি দয়ালু,

আরো বলেছেন তিনি দেখেন তাখওয়া দেখেন না সাদা কালো।

Rose Rose Rose Rose

তাই মানতে চাই এক আল্লাহকে

মানতে চাই হাদীস কোরআন,

যত দিন আছে এ জীবন তরী

যত দিন আছে এই দেহেতে প্রাণ।

Rose Rose Rose Rose

হে আল্লাহ মাফ করো

আমার আছে যত ভুল ত্রুটি,

হে আল্লাহ মানার তৈফিক দাও আমায় কোরআন হাদীসের নীতি।

Rose Rose Rose Rose

হে আল্লাহ কোরআন হাদীস

বুজার মত শক্তি দাও মনে ,

যেন ডাকতে পারি মানুষকে

কোরআন ও হাদীসের আহবানে।

Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313335
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৯
shaidur rahman siddik লিখেছেন : আমিন
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৪১
254350
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন!
313336
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাবী। নিশ্চয়ই ভালো আছেন, রোবায়েদও অনেক ভালো আছে তা্ই না!
আপনার কবিতাটি অনেক অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। রহিম ভাইয়ের মত ভালো মানুষ আপনার জিবন সঙ্গী। আশা করি জীবনটা সুখেই কাটাচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন। জাযাকিল্লাহ খাইর।
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২২
254394
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
313338
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কবিতার ছন্দে ছন্দে আল্লাহর কাছে মাফি চাওয়া অনেক ভালো লেগেছে ,, অনেক ধন্যবাদ Good Luck Rose
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৯
254393
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
313345
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়/ভাবী! কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো! দোয়াও করি ভালো থাকুন সব সময়! আমাদের জন্যেও দোয়া করবেন!
আর কবিতাতে যে প্রার্থনা করেছেন তার সাথে আমিন ছুম্মা আমিন!
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২২
254395
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
313367
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৩
আহমেদ ফিরোজ লিখেছেন : মাশাআল্লাহ, অনেক সুন্দর করে চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুক।
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
254397
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
313369
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন ও হাদীসের আলোকে
ছন্দে ছন্দে চমৎকার হৃদয়স্পর্শী আহ্বান।
দারুণ ভালো লাগলো। সুন্দর অনুভূতি নিয়ে লিখার জন্য জাজাকাল্লাহু খাইর।

০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
254398
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
313376
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:০২
আশাবাদী যুবক লিখেছেন : আমীন
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
254399
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন।
313385
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
আফরা লিখেছেন : আমীন ।
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৪
254400
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন।
313391
০৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৬
বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগলো, আমীন।
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৫
254401
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, চুম্মা আমিন।
১০
313404
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১৭
কাহাফ লিখেছেন :
বিনীত এই প্রার্থনায় অন্তর থেকেই আমিন ছুম্মা আমিন!!
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৬
254402
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য, আমিন।
১১
313415
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:১২
ছালসাবিল লিখেছেন : আল্লাহ ✔✔✔ নুর আয়শা ভাবীকে মাফ করে দাও। Praying Praying আর তার মনটা নরম করে দাও Praying Praying Big Grin
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৮
254403
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন।
১২
313421
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমিন
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১০
254419
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন।
১৩
313436
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমন দরদ মাখে সুরে বললে প্রভূ কেন শুনবেন না!!!! দুনিয়ার মানুষের কাছে একবারের বেশি চাইলে মানুষ বিরক্ত হয়য়, কিন্তু প্রভূ কখনো বিরক্ত হন না, সব সময় তাকিয়ে থাকে বান্দা কখন তাঁর কাছে চাইবে!

ধব্যবাদ কবিতার মাধ্যমে নিজের চাওয়ার কথা বলে সবাইকে খোদার প্রতি কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থণা কিংবা কোন কিছু চাইতে উদ্বুদ্ধ করার জন্য।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৪
254550
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখার মন্তব্যে চাওয়ার আবেদনটা বেশি দেখিয়ে দিলেন! ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
১৪
313466
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৩
সজল আহমেদ লিখেছেন : আমীন।এরকম মোনাজাত করলে আল্লাহ্ পাক রাব্বুল আলআমিন সাধারণ মানুষ কেন ভান্ডারী,চরমোনাই পীরদের মত শিরক কারীদের ও ক্ষমা করবেন আমার মনে হচ্ছে।
আর আপনাকে ভালবাসি বলেই একটি কথা বলতে চাই ,লেখার সময় বানানের প্রতি যত্নবান হওয়া উচিত্‍ (যদিও আমি নিজেই প্রচুর বানান ভুল করি)।লেখা পোস্ট করার আগে নিজেও একবার পড়ে দেখবেন যে কোথাও ভূল হল কিনা তাহলেই নির্ভূল একটি পোস্ট আমরা পড়তে পারবে ।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৭
254551
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সজল ভাইকে মিস করি ব্লগে..... ভুল সুধরানো পরামর্শ আন্তরিক ভাবে গ্রহণ করলাম! ধন্যবাদ পরামর্শ মুলক মন্তব্যটি করার জন্য।
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০৭
254562
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার এই লিখাটি পড়লে বুঝতে পারবেন, কেন বেচারার এতো বেশি ভুল হয়!

http://www.todaybd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/63336
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
254626
সজল আহমেদ লিখেছেন : পড়লাম লেখাটা।সালাম শতবার হে আঃ রহিম ভাই
১৫
313607
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : সজল ভাইয়ের উদ্দেশ্যে-
Click this link
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
254625
সজল আহমেদ লিখেছেন : আসলে এই লেখাটা পড়ে আব্দুর রহিম ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল অনেক অনেক।তিনি যতটুকুই শিক্ষা গ্রহণ করুক না কেন ,প্রকৃত শিক্ষাটুকু তিনি নিজের চেষ্টায়ই গ্রহণ করেছেন যা কোন কোন বিএসসি ক্যাডাররাও পারেনি।জ্ঞান আহরণে তিনি কবি নজরুল ও রবী ঠাকুরকেও যে হার মানিয়েছেন সেটা বলতে কোন দ্বিধা নেই ।আমার এক বন্ধু তুখোড় বিএসসি ক্যাডার ,তাঁকে যদি এরকম একটা লেখা লিখতে বলি তিনি পারবেন না ।অথচ পটপটিয়ে কথা বলে মুখে ফ্যানা তুলতে পারবেন।লিখতে হলে যে সাহসটা দরকার সেটা আমার সহব্লগার ভাই আঃ রহিমের আছে ।যাইহোক ,আঃ রহিম ভাইয়ের প্রতি রইল অশেষ ভালবাসা ও দোআ ।তাঁর চেষ্টা ,তাঁর পরিশ্রম একদিন সফল হবেই।তিনি ভাল একজন লেখক ভবিষ্যতে হোক এই কামনাই করি ।
১১ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৪
255182
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাদের ভালোবাসায় আমি অভিভূত হচ্ছি....! আপনাদের ঋণ কখনো সোধ হবার নহে।
১৬
313732
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৮
আবু জারীর লিখেছেন : মাফ করে দাও
হে দয়াময়
মাফ করে দাও
আমায়।

তোমার সাথে
দিলাম ওয়াদা
সঠিক পথে চলব
আমি সদা।
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১০
254683
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন, আপনাকে অনেক ধন্যবাদ দোয়া মুলক মন্তব্য করার জন্য। Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File