প্রিয় ব্লগ, প্রত্যাশা, সমাজ, এবং সম্পাদক মোহদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ মার্চ, ২০১৫, ১২:৫৮:৫৭ দুপুর
টুডে ব্লগটি আমার খুবই প্রিয়! প্রিয় হবার পেছনে কয়েকটি কারণ আছে, এখানে লেখকের ভাব প্রকাশের স্বাধীনতা আছে, সুস্থ মন মস্তিষ্কের ব্লগার আছে..... যাদের লেখা পড়লে মন ভরে যায়!
এদের মধ্যে কেউ ইসলামীক বিভিন্ন বিষয়ে লিখেন, কেউ সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করে পদ্য বা গদ্য লেখেন, কেউ বিয়ে ও বিয়ের বিভিন্ন বিষয়ে নিয়ে লিখেন, কেউ লতা পাতা গাছপালা বন জঙ্গল নদী নালা বিষয়ে মনমুগ্ধকর লেখা লিখেন, আবার কেউ প্রেমের কবিতায় ভালোবাসা ও ভালোবাসার অসঙ্গতি গুলো তুলে ধরেন যত্ন সহকারে, কেউ লিখেন দেশের বিভিন্ন সমস্যা ও সমস্যার সমাধান নিয়ে, কেউ লিখেন কবর পুজা মাজার পুজার বিভিন্ন ব্যবসা বিষয়ে জনসচেনতা সচেতনতা মুলক ভিন্ন ভিন্ন স্বাদের লেখা.... কেউ সমাজের অনৈতিক কর্ম ও কথা নিয়ে লিখেন, কেউ বর্তমান সমাজের ব্যাধি যৌতুক নিয়ে লিখেন, কেউ লিখেন নিজের ভুল সিদ্ধান্ত ও সংশোধনের পথে ফিরে আসার বিস্ময়কর কাহীনি!
যা পড়ে জীবনের পথে চলার জন্য উৎসাহ উদ্দীপনা ও সঠিক পথেয় খোঁজে পাওয়া যায়!!
যে ব্লগটি মানুষকে সঠিক পথে নিয়ে যাবার অসামান্য অবদান রেখে যাচ্ছেন সেই ব্লগটির প্রতি স্বার্থবাদীদের কুনজর বারবার পড়েছে, বারবার বন্ধ করে দেয়ার পরও ব্লগ কর্তৃপক্ষ সাহসিকতার সাথে দৃঢ়চিত্তে বারবার ফিরে এসেছে আমাদের মাঝে!!!
আমাদেরকে আমাদের চেনা পথে টিকিয়ে রেখে আমাদেরকে শিখিয়েছে ধৈর্য্য সহ্য করে কঠিন সময় পার করার মোহনিয় দ্বারা.....
নদী যেমন আঁকাবাঁকা পথে নিজের গতিতে বয়ে চলে আবহমান দ্বারায়, ঠিক তেমনি মানুষের জীবনও বয়ে যায় নিজের গতি পথে.....
নদীর চিন্তাশিলতা না থাকালে সে পানির পরিমাণ অনুযায়ী নিজের গতিপথ তৈরী করে নেয়!
তবে মানুষ চিন্তাশিল! এক এক মানুষ এক এক ভাবে চিন্তা করে চিন্তার বিষয়ে ভিন্নতা থাকলেও মৌলিক কিছু বিষয়ে প্রতিটি মানুষের মিল রয়েছে.....!! মিল থাকার কারনে মানুষ মানুষকে অনুসরণ করে.....অনুকরণ করে.... ঠিক ব্লগও অনলাইন বৃত্তিক একটি সমাজিক মাধ্যম যেখানে অনুসরন ও অনুকরণের পথ খুলে দেয়! আমরাও অনুসরণ অনুকরণ করতে চাই সত্য ও সুন্দরের পথে........
টুডেব্লগের হাত ধরে সুস্থ মন, সুন্দর জীবন, নৈতিক সমাজ, উন্নত জাতী এবং সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা করি।
বর্তমানে চলছে তথ্যও প্রযুক্তির যুগ, সময়ের সাথে অনলাইনে বিভিন্ন ভাষায় ব্লগ সাইট তৈরী হয়েছে, সেখানে যে যার যার মত করে মত প্রকাশ করেই চলছে....!
টুডে ব্লগও তার ব্যতিক্রম নয়!!! বাংলা ব্লগ হিসেবে টুডেব্লগ সল্প সময়ের মধ্যে ব্লগারদের মাঝে সে তার নিজস্ব অবস্থান তৈরী করে নিয়েছে......
ব্লগে সম্পাদকের দায়িত্ব অনেক বেশী, ২৪টি ঘন্টা বিচক্ষণতার সাথে সম্পাদনের কাজ করে যেতে হয়!
ব্লগ সম্পাদকের কাছে ব্লগারেরা কিছু সহযোগিতা ও সহমর্মিতা আশা করে.....!
যেমনঃ ১.নিয়মিত ব্লগ নির্বাচন। ২.নিয়মিত স্টিকি পোস্ট। ৩.সময় অনুযায়ী ব্যানার টাঙানো।
৪.সামপ্রতিক মন্তব্য প্রতিমন্তব্য গুলো প্রথম পাতায় দেখার সুযোগ।
৫.বিষয় বৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা।
৬.প্রথম ব্লগ লেখার সুযোগ পাওয়া নতুন ব্লগারের জন্য অন্তত এক সপ্তাহের তালিকা টাঙানো।
৭.যে কোন ব্লগারের ব্লগ পাতায় গিয়ে ব্লগারকে জানা সম্ভব! ব্লগ পাতায় গিয়ে কোন লেখাটি কতবার পড়া হয়েছে তা দেখে লেখাটির গুণগত মান বুজা যায়।।
বিষয় গুলো টুডেব্লগ সম্পাদকের সমিপে পেশ করলাম! আশা করি ব্লগার এবং ভিজিটরদের সুবিধার দিক বিবেচনা করে উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ।।
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আমার মনে হয়য়, ব্লগের এই দুরবস্থা বেশি দিন থাকবে না! শীঘ্রই তা তার স্বরুপে ফিরে আসবে!
আমার মাঝে মাঝে মনে হয়য়, ব্লগ যে এখনো ব্যবহার করতে পারছি, তাতেই বা কম কিসে! না হোক, স্টীকি পোস্ট, না হোক নির্বাচিত ব্লগ, তবুও আমি সন্তুষ্ট।
তবে আমারও অনুরোধ থাকবে, কষ্ট হলেও মডারেটররা যেন কিছু সময় ব্যয় করে আমাদের সবার প্রিয় ব্লগটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন
পরিশেষে আপনাকে অশেষ ধন্যবাদ, এমন একটি গুরুত্বপূর্ন বিষয়ে পোস্ট করার জন্য।
আর শুনেন, আজকাল কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে হেভি সাজুগুজু করতে হয়য়, করেছেন তো?
শুভকামনা রহিলো আপনার জন্য।
বিষয়টা প্রয়োজনীয় মনে কারাটা কম কথা নয়, এখন কর্তৃপক্ষ প্রয়োজনীয় মনে করলেই হয়। ধন্যবাদ।
সে যাই হোক ব্লগে আপনার উপস্থিতি আমাদেরকে আনন্দিত করে। ধন্যবাদ।
চমৎকার ভাবে দৃষ্টি আকর্ষনমূলক পোস্টটির জন্য আন্তরিক শুকরিয়া!
আমার মতে এই ব্লগ সুন্দর -শিক্ষনীয় জ্ঞানার্জন ও বিনোদনের পরিচ্ছন্ন প্লাটফর্ম! এই জায়গাটিক আরো সুন্দর করার জন্য ব্লগার,পাঠক এবং মডারেশনের উভয়ের যৌথ সম্মিলিত উদ্যোগ দরকার!
পোস্ট নিয়মিত নির্বাচিত হলেও স্টিকি হচ্ছেনা! আশাকরি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবেন!
শুকরিয়া !
ব্লগে এখন ক্রিয়েটিভিটি কম , এসব নোংরা নোংরা এড দেখা যাচ্ছে বেশী ।
ব্লগটাকে বাড়ি বানিয়ে নেয়ার অঙ্গিকারে এগিয়ে যেতে চাই! হতভাগাকে ধন্যবাদ! বিষয়টি উপস্থাপন করার জন্য।
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9438/skyweblink/63506
খুব তারাতারি সমাধান না হলেও দুঃখ নেই, সমাধান হবার মত কিছু করে দেখাতে পারলে কর্তৃপক্ষ সমাধান না করে পারবেন না!!!
সমাধানের প্রত্যাশা কিন্তু আছে......। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমরা কি সমাধান পাবার যোগ্যতায় পৌঁছেতে পেরেছি??? আমি মনে করি আমাদের অযোগ্যতার কারনে সমাধান পাচ্ছিনা...! আমারা আগে ব্লগটি বাড়ি বানিয়ে নিয়ে তার পর হয়তো সমাধান পেয়ে যাবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন