তোমাদের এবার ধ্বংস করব ঐ লেখকের দল.....!!!✔✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ মার্চ, ২০১৫, ০৫:৪৯:০৯ সকাল
জোর করলে জ্বর হয় আমরা কি জানি?
✘
✘✘
✘✘✘
✘✘✘✘
জোর করে লেখা গুলো কেন ব্লগে আনি ?
না পড়তে চইলে মানবোনা বলো কেন তুমি সই?
তোমার কথা শুনে নাম দিয়েছি নারিকেল তৈল জুই !!
তেল মাজলেও তোমার লেখা পড়বনা আমি !
তোমার লেখা পড়ার সময় নেই পড়ার চেয়ে সময়টা দামী !!
তোমার কি খেয়ে খেয়ে নেই কোন কাম কাজ ?
লিখতে গিয়ে হারায় কেন তোমার মনের লাজ !!
মনে যা চাই তা লিখো কি তোমার কারন বল ?
তোমাদের এবার ধ্বংস করব ঐ লেখকের দল !!
লেখালেখি ছেড়ে এবার কাজে বসাও তোমার মন !!
কাজ করলে অর্জিত হবে টাকা পয়সা ধন !!
টাকা পয়সা থাকলে তোমার নাম ঝস খ্যাতি !!
লেখা লেখির জনপ্রিয়তা তুচ্চ সময়ের অতিথি।
-------------------------------------
-------------------------------
-----------------------------
-----------------------
----------------
-----------
------
----
--
-
অনুভূতির খেলাধূলায় কে জিতে কে হারে কেউ জাননা, কেউ কেউ হাসি মুখে গ্রহণ বেদনা।।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুভূতির খেলাধূলায় কে জিতে কে হারে কেউ জাননা, কেউ কেউ হাসি মুখে গ্রহণ বেদনা........
এটাই আজকের লেখার রহস্য দেখা যাক ব্লগারের রহস্য বের করতে পারেন কিনা।।
ঘরে কেউ লিখতে বাধা দেয়!!
আপনি বসে বসে দুধ খান
আমি একটু টেসশনে আছি।
মন্তব্য করতে লগইন করুন