আমাদের ছোট্ট মনি ও আমরা....! এবং (ব্লগার আবু জান্নাত) ✔✔✔আব্দুর রহিম+ নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ মার্চ, ২০১৫, ১১:৪০:১২ রাত
আমাদের বাচ্চাটা এখন একটু একটু হাসে, সে কথা বলতে চাই কিন্তু বলতে পারেনা....! যদিও এখনো তার কথা বলার বয়স হয়নি!
কিন্তু বাবা-মা'র মনতো মানেনা.....! বাচ্চাটি কখন কথা বলবে কখন আব্বু........ আম্মু...... বলে ডাকবে সেই প্রত্যাশা বিরতিহীন ভাবে বাবা-মা'র মনে সুটসুটি দিতে থাকে!!
এখন সে বসতেও চাই কিন্তু কারো সহযোগিতা ছাড়া বসতে পারেনা, একটু সহযোগিতা পেলে বসে ছোট্ট ছোট্ট হাত দুটি নাড়তে নাড়তে হাসতে থাকে.... দেখে মন জুড়িয়ে যায়......।
বাবা-মা হিসেবে এখন স্বপ্ন দেখি আমরা দুজন মিলে আমাদের বাচ্চাটাকে সুন্দর ভাবে বড় করে তুলবো.....!
আব্বু..... আম্মু..... বলে সে ডাকবে..... বসবে.... হাঁটবে..... দৌড়াবে..... মকতুবে যাবে..... স্কুলে যাবে পড়বে.... কলেজে যাবে.... ভার্সিটিতে যাবে..... পড়বে....... পড়াশোনা করে বাবা-মা'র নাম উজ্জল করবে.... সে নিজেও প্রতিষ্ঠিত হবে......।
আমাদের স্বপ্নটি যেন পূর্ণ করতে পারি মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা......! আপনাদের কাছে দোয়া চাই আমাদের বাচ্চাটির জন্য.....!
মূলত আজকের লেখাটি (ব্লগার আবু জান্নাত) এর কারনে লিখতে হয়েছে! ব্লগার আবু.... আমাদের বাচ্চার নাম জানতে চেয়েছিলেন একটি প্রতিমন্তব্যে আমরাও কৌতুহলী হয়ে বলেছিলাম বাচ্চাকে নিয়ে পোস্ট দেব!! ব্লগার আবু.... বাচ্চার নামটা খুব তাড়াতাড়ি জানতে চেয়েছিলেন তাই দেরী করলাম না.....!!
আমাদের বাচ্চাটির নাম রেখেছিঃ
রোবায়েদ হাসান বিন আব্দুর রহিম।
পিতাঃ আব্দুর রহিম বিন আবুল কাশেম।
মাতাঃ নুর আয়শা।
সবার জন্য শুভ কামনা।
বিষয়: বিবিধ
২২৮৪ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য আসছে.........
পিতাঃ আব্দুর রহিম বিন আবুল কাশেম।
মাতাঃ নুর আয়শা আব্দুর রহিম।
কেন মাতার নাম নুর আয়শা আব্দুর রহিম হবে কেন এটা তো ব্লগে আপনাদের দুইজনের নাম ।
মাতার নাম শুধু নুর আয়েশা ।
মাশাআল্লাহ ! অনেক সুন্দর একটা বাচ্চা ।
অনেক দুয়া রইল রোবায়েদ হাসানকে আল্লাহ হ্যাতে ত্যায়েবা দান করুন , সৎ ও সুন্দর জীবন দান করুন । আমীন ।
হায়াতে তাইয়েবাহ হবে। বুঝলেন আমার বোন।
সোনামণিটার জন্য অন্নেক অন্নেক আদর ও প্রাণভরা দোয়া রইলো। মহান রাব্বুল আলামিন তাকে জ্ঞানে গরিমায়, আচার আচরণে, বিদ্যায় বুদ্ধিতে আপনাদের দুজনের প্রাণ শীতল করে দিন।
সেইসাথে আপনাদের দুজনের জন্য দোয়া ও শুভেচ্ছা রইলো।
আপনার এই গোছালো মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ! আপনার জন্যও আমাদের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রহিলো।
আর একটি কথা, ভাবীর নামের শেষে আপনার নাম কেন ভাই? সব মানুষতো পিতার নামেই পরিচিত হওয়া চাই, স্বামীর নামে পরিচিতি হওয়াটা মুসলমানদের সংস্কৃতিতে নেই। মনে কিছু নিবেন না ভাইয়া। ধন্যবাদ।
নমের ব্যাপারে....
বিয়ের পর স্ত্রীরা স্বামীর নাম যুক্ত করে, আমি যতদূর জানি নাম এভাবে দেয়াতে তেমন সমস্যা নেই। আমার নাম স্ত্রীর নামের পাশে যুক্ত করাতে কিন্তু তার পিতার পরিচয় নষ্ট হয়ে যায়নি! "রোবায়েদ" অর্থ হচ্ছে বন্ধু...!
তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডেকো, এটাই আল্লাহ তায়ালার নিকট নিয়ম নিতি। এ আয়াত থেকে বুঝা যায়, পিতার নামে পরিচয় হওয়া চাই। অনেক হাদিসে এ ব্যাপারে আলোচনা আছে। সময় পেলে আলোচনা করবো।
বিষয়টা নিয়ে লিখলে আওয়াজ দিয়েন। আপনার বিস্তারিত আলোচনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
Click this link
নামটা কি চেঞ্জ করলেন না?
একটি পোষ্ট লিখে ঘোষনা দিয়ে নামটা চেঞ্জ করে ফেলুন। তবেই আমরা বুঝতে পারবো, কোরআন ও হাদিসের প্রতি আপনার ভালোবাসা কেমন। অনেক ধন্যবাদ দু'জনা কে।
মাশা আল্লাহ ! আল্লাহ আপনাদের সন্তানকে সুস্থ ও সঠিক পথে রাখুন - আমিন ।
আপনাদের যুগল ছবিটাতে চেহারা কিছুই বোঝা যাচ্ছে না ।
আমিন,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাবুটার জন্য!!
রোবায়েদ হাসান এর বাবার ছবিটাও দেখতে চাই।
মন্তব্য করতে লগইন করুন