ভন্ড লিটন দেওয়ান গ্রেফতার.... লিটন দেওয়ান জিন্দা পীরের নামে দরবারে রমরমা প্রতারণার ব্যবসা (ভিডিও সহ)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ মার্চ, ২০১৫, ০১:২০:২২ রাত



নাম লিটন দেওয়ান; ওরফে পাগলা দেওয়ান, ওরফে লিটন চিশতি, ওরফে আধ্যাত্মিক গুরু লিটন। পাঠক, নামের এমন ফিরিস্তি শুনে মনে হতে পারে, একজন ব্যক্তির কখনও এত্তগুলো নাম হওয়া সম্ভব? কিন্তু এটাই বাস্তব। তবে সমাজের বেশির ভাগ লোক তাকে চেনে ‘লিটন দেওয়ান’ নামে। একেবারে অজোপাড়াগাঁ থেকে উঠে আসা এক সময়ের অখ্যাত মানুষটি এখন বিলাসবহুল চেম্বার খুলে বসেছেন খোদ রাজধানীতে। একটি অভিজাত স্বনামধন্য বিপণিবিতানে রয়েছে তার জ্যোতিষশাস্ত্রের দফতর। এটি আবার সব মুসকিল আসান দফতর নামেও পরিচিত। কেউ কেউ বলেন, জিন্দা পীরের দরবার। ভক্তদের কেউ আবার পাগলা বাবার দরবার বলতেও পছন্দ করেন।

কিন্তু নাম যাই হোক না কেন, কাজ নিয়ে রয়েছে ভয়াবহ সব তথ্য ও প্রমাণ। এখানে মূলত মানুষের ধর্মীয় গোঁড়ামি আর অন্ধ বিশ্বাসকে পুঁজি করে লিটন দেওয়ান রীতিমতো বিখ্যাত উপন্যাস ‘লালসালুর’ কেন্দ্রীয় চরিত্র মজিদের মতো ‘মাজার’ খুলে বসেছেন। নিজেকে বিখ্যাত জ্যোতিষবিদ দাবি করে দু’হাতে খালি করে চলেছেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পকেট। আবার সম্মানের ভয়ে মুখ না খুললেও বহু নারী তার হাতে বিপজ্জনক শিকারে পরিণত হয়েছেন।

এর আগে একবার র‍্যাবের হাতে ধরা পড়ে ভন্ড লিটন দেওয়ান, সেই সময় স্বীকার আর এই ধরণের ব্যবসায় নিজেকে জড়াবে না , তবে কথায় আছে চোরে না শোনে ধর্মের কথা।

ফেসবুকে https://m.facebook.com/story.php?story_fbid=664098843700098&id=100002999668667&fs=0

ভিডিও..... https://youtu.be/DkZ0PN4Stw8


বিষয়: বিবিধ

১৯২৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310584
২৩ মার্চ ২০১৫ রাত ০২:০৭
আবু জান্নাত লিখেছেন : হারামীর বাচ্চারা সাধারণ মানুষের ঈমান লুড়ছে।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:১৪
251565
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাধারণ মানুষ এই সব ভন্ডদের দেখলে বা তাদের রস ভোলানো বিঙ্গাপন দেখলে নিজেদের অতিচালাক মনে করে! আমরা সকাল ভন্ডামীর বিরুদ্ধে সচেতন হবার আহবান জানাচ্ছি।
310585
২৩ মার্চ ২০১৫ রাত ০২:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ধরণের ধর্ম ব্যবসা সমাজের বুকে খুবই ঘৃণিত অভিশাপ যা দুঃখজনক। এভাবে অশ্লীলতার বিষ বীজ ক্রমে বিস্তারিত হতে থাকে। পুলিশের কাছে লিটন ধরা পড়ে স্বীকার করেছে এটা সুখবর বৈকি! যাতে অন্য লিটন গং সাবধান হতে পারে।

সচেতনতামূলক লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:১৭
251567
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাদেরকেই দায়িত্ব নিতে হবে! ভন্ডামী গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে.... যেন আর কোন সাধারণ মানুষ যেন ভন্ডের কপ্পরে না পড়ে।
310588
২৩ মার্চ ২০১৫ রাত ০২:২৮
আফরা লিখেছেন : গ্রেফতার হয়েছে খুশী হয়েছে যারা উনাদের কাছে যায় তাদের ও গ্রেফতার করা উচিত ।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৪৫
251573
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষ ভন্ডামীর কুফলটা রসগোল্লা হিসাবে গ্রহণ করে.... সেটাযে বিষের গোল্লা তা সহজে বুঝতে পারেনা!! যখন বুঝে তখন আর আপসুস ছাড়া কিছুই করার থাকেনা।
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
251599
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আফরা সাইয়ারার কথায় একমত। Rolling on the Floor
310589
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৩৩
আব্দুল গাফফার লিখেছেন : সত্যিই বিশ্বাস হচ্ছেনা ,টিভি খুললেই এই লোকটির বিজ্ঞাপন চোখে পড়ত, এত গুলো মানুষকে মিডিয়াকে আবুল বানিয়ে এত দিন পর্যন্ত এসেছে এটাই কম কিসের ? ধিক্কার এসব জানোয়ারদের সাথে ওই সব মিড়িয়াদের যারা টাকার বিনিময়ে এদের ভণ্ডামি প্রচার করে । সচেতনমূলক লেখাটির জন্য জাজাকাল্লাহু খায়ের
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৪৭
251575
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা ছোট্ট ভন্ডামীর ভন্ড ধরা পড়েছে বড় ভন্ডামীর রাজা এখনো রাজত্ব করেইই চলছে, তার নাম দেওয়ানবাগী...... এখনই সচেতনতা জরুরী।
310592
২৩ মার্চ ২০১৫ সকাল ০৫:৫৮
সালাম আজাদী লিখেছেন : মাঝে মাঝে মনে হয় সব কাজ বাদ দিয়ে পীর বাবা হয়ে যাই
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:৪৫
251595
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর হতে গেলেও নাকি যোগ্যতা লাগে...! তবে পীর হতে পারলে টাকা পয়সার অভাব নেই!

তবে জাহান্নামের টিকেট পেয়ে যাবেন।
310598
২৩ মার্চ ২০১৫ সকাল ০৮:১২
শেখের পোলা লিখেছেন : কিছুদিন বাদে এ দেশে একজন মহীলা পীরের আবির্ভাব টের পাবেন৷ এটা ভাল ব্যবসা৷
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:৪৮
251596
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘোসনা দেয়া আছে.... ওনার অনেক ভক্ত আছে যারা ওনি যা বলেন যা করেন সবই ঠিক মনে করেন, কথা ভালো হোক মন্ধ হোক।
310603
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : পুলিশ কেন হঠাৎ তাকে গ্রেপ্তার করতে গেলো তা আমার বোধগম্য নয়! ভাগবাটোয়ারা ঠিকমত হয় নি, তাই মনে হয় তাঁর উপর খড়গ নেমে এসেছে।

পুলিশ ভন্ড পীর ধরবে আর তাঁর বিচার করবে, এটা আমি কেমন আশা করতে পারি, যেখানে ডিউটি শেষে সেখানেই মাথা ঠুকে!!!
২৩ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩১
251618
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুলিশ গ্রেফতার করেনি গ্রেফতার করেছে rab! ভাগের প্রশ্নের কারনে বাংলাদেশের আনাচে কানাচে আজ পীর পুজারী মাজার পুজারীর আসর!!


সচেতনতাই একমাত্র পথ ভন্ডদের বিতাড়িত করার! প্রথমে নিজের পরিবার থেকে শুরু হোক সচেতনতার আন্দোলন।
310605
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:২০
সজল আহমেদ লিখেছেন : বাংলাদেশ থেকে এইসব ক্যাটাগরির পীরদের গ্রেপ্তার করে অন্ড থেরাপি দেয়া হোক ।ইসলামে পীর মুরিদির কোন স্থান নেই কাজেই ইসলাম নিয়ে ভাওতাবাজি কোন মতেই মেনে নেয়া হবেনা ।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৮
251620
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর ধরে মানুষ নিজেকে ছেড়ে দিচ্ছে অনায়াসে! পীর যেখানে সেখানে কবর পুজা মাজার পুজা!!!

পীরেরা মানুষকে যুগেযুগে দোকান দিয়ে যাচ্ছে! সচেতনতা ছড়িয়ে দিন চারদিকে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
310609
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:১৭
দ্য স্লেভ লিখেছেন : সালাম আজাদী লিখেছেন : মাঝে মাঝে মনে হয় সব কাজ বাদ দিয়ে পীর বাবা হয়ে যা....হাাহাহাহাহা
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
251621
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর হতে পারলে পরভোগ করতে পারবেন! হাহাহাহাহা

পীরের পাছায় লাত্তি মারো, বাংলাদেশকে শিরক থেকে মুক্ত করো।
২৪ মার্চ ২০১৫ রাত ০৪:৪৩
251755
দ্য স্লেভ লিখেছেন : পীরের পাছায় লাত্তি মারো, বাংলাদেশকে শিরক থেকে মুক্ত করো
১০
310616
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : পীর ব্যাবসা খুব একটা খারাপ না প্রবলেমটা হল মরার পরে ভেজালে পরব।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৩
251623
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যা, দান্দা নজরে আসলে পরকালের ভয়াবহতায় আপনি সত্যের পথে সচেতন! ধন্যবাদ
১১
310624
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
নেহায়েৎ লিখেছেন : এটা মুসলমানদের ইসলাম না জানার কূফল। কুরআন এবং সহীহ হাদীসের চর্চা নাই। খালি পীর বাবা আর তাদের শিরকী কেচ্ছা-কাহিনী নিয়ে লিপ্ত থাকলে এসবই হবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। সঠিক পথ দেখান।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৪
251624
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার সাথে একমত আপনি বাস্তব কথাটাই তুলে ধরেছেন, ধন্যবাদ।
১২
310630
২৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪০
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৪
251625
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ Good Luck
১৩
310702
২৩ মার্চ ২০১৫ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহারে যদি কোনভাবে পির হইতে পারতাম!!!
ফ্রি খাওয়াদাওয়া সাথে ট্যাক্স ফ্রি পয়সা!!
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:৩১
251776
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying Crying
১৪
313059
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৯
আশাবাদী যুবক লিখেছেন : লাভজনক ব্যবসা ৷ কুলাঙ্গারদের জন্য অতি লোভনীয় ৷
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
254086
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কুলাঙ্গারদের জন্য নিন্দা .......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File