ভন্ড লিটন দেওয়ান গ্রেফতার.... লিটন দেওয়ান জিন্দা পীরের নামে দরবারে রমরমা প্রতারণার ব্যবসা (ভিডিও সহ)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ মার্চ, ২০১৫, ০১:২০:২২ রাত
নাম লিটন দেওয়ান; ওরফে পাগলা দেওয়ান, ওরফে লিটন চিশতি, ওরফে আধ্যাত্মিক গুরু লিটন। পাঠক, নামের এমন ফিরিস্তি শুনে মনে হতে পারে, একজন ব্যক্তির কখনও এত্তগুলো নাম হওয়া সম্ভব? কিন্তু এটাই বাস্তব। তবে সমাজের বেশির ভাগ লোক তাকে চেনে ‘লিটন দেওয়ান’ নামে। একেবারে অজোপাড়াগাঁ থেকে উঠে আসা এক সময়ের অখ্যাত মানুষটি এখন বিলাসবহুল চেম্বার খুলে বসেছেন খোদ রাজধানীতে। একটি অভিজাত স্বনামধন্য বিপণিবিতানে রয়েছে তার জ্যোতিষশাস্ত্রের দফতর। এটি আবার সব মুসকিল আসান দফতর নামেও পরিচিত। কেউ কেউ বলেন, জিন্দা পীরের দরবার। ভক্তদের কেউ আবার পাগলা বাবার দরবার বলতেও পছন্দ করেন।
কিন্তু নাম যাই হোক না কেন, কাজ নিয়ে রয়েছে ভয়াবহ সব তথ্য ও প্রমাণ। এখানে মূলত মানুষের ধর্মীয় গোঁড়ামি আর অন্ধ বিশ্বাসকে পুঁজি করে লিটন দেওয়ান রীতিমতো বিখ্যাত উপন্যাস ‘লালসালুর’ কেন্দ্রীয় চরিত্র মজিদের মতো ‘মাজার’ খুলে বসেছেন। নিজেকে বিখ্যাত জ্যোতিষবিদ দাবি করে দু’হাতে খালি করে চলেছেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পকেট। আবার সম্মানের ভয়ে মুখ না খুললেও বহু নারী তার হাতে বিপজ্জনক শিকারে পরিণত হয়েছেন।
এর আগে একবার র্যাবের হাতে ধরা পড়ে ভন্ড লিটন দেওয়ান, সেই সময় স্বীকার আর এই ধরণের ব্যবসায় নিজেকে জড়াবে না , তবে কথায় আছে চোরে না শোনে ধর্মের কথা।
ফেসবুকে https://m.facebook.com/story.php?story_fbid=664098843700098&id=100002999668667&fs=0
ভিডিও..... https://youtu.be/DkZ0PN4Stw8
বিষয়: বিবিধ
১৯২৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সচেতনতামূলক লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
তবে জাহান্নামের টিকেট পেয়ে যাবেন।
পুলিশ ভন্ড পীর ধরবে আর তাঁর বিচার করবে, এটা আমি কেমন আশা করতে পারি, যেখানে ডিউটি শেষে সেখানেই মাথা ঠুকে!!!
সচেতনতাই একমাত্র পথ ভন্ডদের বিতাড়িত করার! প্রথমে নিজের পরিবার থেকে শুরু হোক সচেতনতার আন্দোলন।
পীরেরা মানুষকে যুগেযুগে দোকান দিয়ে যাচ্ছে! সচেতনতা ছড়িয়ে দিন চারদিকে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
পীরের পাছায় লাত্তি মারো, বাংলাদেশকে শিরক থেকে মুক্ত করো।
ফ্রি খাওয়াদাওয়া সাথে ট্যাক্স ফ্রি পয়সা!!
মন্তব্য করতে লগইন করুন