দাম্পত্য জীবনের প্রথম লগ্নে স্ত্রীর উপর স্বামীর নজরদারি ও স্ত্রীর মন মানসিকতা.... আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ মার্চ, ২০১৫, ১১:৪১:৫১ রাত



আমরা নিজের চেয়ে অন্যকে খুব বেশী নজরদারি করতে অব্যাস্ত যেমন বিয়ের পরে (স্বামী) স্ত্রীর উপর খুব বেশী নজরদারি করে... নজরদারির বিভিন্ন বিষয় আছে.... যথাক্রমে......

বিঃদ্রঃ- ১৫ বছরের কম বয়সী ব্লগারদের জন্য আজকের লেখাটি না পড়ায় ভালো।

১/ নতুন বিয়ে করার পর স্বামীর সর্বপ্রথম নজরদারি তার স্ত্রীর মন মানসিকতার দিকে তার স্ত্রীর মন কি রকম সে কি রকম কথা শুনতে পছন্দ করে কি রকম কথা অপছন্দ করে! সচেতন স্বামীরা নজরদারিতার বিষয়ে মোটেও ছাড় দেয়না; কি খেতে পছন্দ কি অপছন্দ কি বিষয়ে সস্তিবোধ করে কি বিষয়ে বিরক্ত হয় তা নজরদারির রাখে...!

২/ নজরদারির পর স্ত্রীর মন মানসিকতা আচার আচরণ পছন্দ অপছন্দ সব নিয়ে পরিবারের সাথে একিভুত হতে পারবে কি পারবে না এ নিয়ে স্বামী বিশ্লেষণ করতে থাকে সময়ের পরিক্রমায়!

৩/ সবাই এক বাক্যে মেনে নেবে... এক একটি পরিবারে এক একটি পরিবেশ বিদ্যমান| সুতরাং প্রতিটি নারীকে কারো স্ত্রী হবার পরে কিছুটা হলেও নিজেকে বদলাতে হয়! স্বামী বেচারা স্ত্রীর উপর করা নজরদারির রিপোর্ট ও নিজের পরিবারের পরিবেশ বিশ্লেষন করতে থাকে একাকী নির্জনে! যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, বীজগনিত..... অংক কসে বাস্তবতার সামনে দাড়িয়ে....।

৪/ অংকের ফলাফল যখন সময় বুঝে প্রয়োগের চেষ্টা করা হয় তখন ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টিহয়! ক্রিয়া প্রতিক্রিয়ার ধরন দেখে কিছু মজারি কিছু সরল সিদ্ধান্ত বা দিকনির্দেশনা দিতে হয় স্বামীকে...!

কারো স্ত্রী স্বামীর দেয়া দিকনির্দেশনা গুলো পালনের জন্য নিজেকে নতুন ভাবে নিয়োগ দেয়।

কারো স্ত্রী দিকনির্দেশনা গুলো শুনে দম্ভকরে নিজে নিজের ভেতরে ছলচাতুরীর আশ্রয় নেয় নিজেস্ব ভাবদ্বারা প্রতিষ্ঠিত করার জন্য!

আবার কেউ দিকনির্দেশনা গুলো শুনে নির্দেশনা গুলো পালন করবে এমনটিই ভাব দেখায় স্বামীর সামনে.... সাথে চুপিচুপি স্বামীর পরিবারের অন্যান্য সদস্যদের দোষ ত্রুটি খোজা অব্যাহত রাখে....!

স্বামীর রোমান্টিক মোড়ের সময় স্বামীর পরিবারের সদস্যদর দোষত্রুটি গুলো ফিসফিস করে......

আবার কেউ কেউ স্বামীর দেয়া নিদর্শনা গুলো শুনে চুপচাপ থাকে... পরে সুযোগ বুঝে স্ত্রীর বাপের বাড়ির ঘনিষ্ঠ জনের সাথে নির্দেশনা গুলো শেয়ার করে! বাপের বাড়ির ঘনিষ্ঠ জনের পরামর্শ পেয়ে তা স্বামীর সংসারে প্রয়োগ করার চেষ্টা করে!

৫/ ঘটনা প্রবাহ ও বাস্তবতার নিরিখে স্বামীকে যেমন স্ত্রী পেল তেমন ভাবে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে.....!

সুতরাং জীবন বহমান নদীর মত যা থেমে থাকার নয় শান্তি অশান্তির সংমিশ্রণে অতিবাহিত করতে হবে।

আশা করি পাঠকেরা... বিশেষ করে নারী পাঠিকারা যার যার অবস্থান সমুহ বুঝতে অক্ষম নয়, বিবাহিত পুরুষ পাঠকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন স্ত্রীটি আপনার ভাগ্যে জুটেছে.......!

যে যেভাবে আছেন যা পেয়েছেন তা নিয়ে ঐকবদ্ধ ভাবে সংসার করার চেষ্টা করবেন....। প্রতিটি দাম্পতির জন্য আমার শুভকামনা রহিল।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309378
১৬ মার্চ ২০১৫ রাত ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি আর বলবো Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking Thinking ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৫ রাত ১২:০১
250353
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য! কিছু মনে করবেন না প্লিজ একটি প্রশ্ন! বিয়ে করেছেন?
১৭ মার্চ ২০১৫ সকাল ১০:২৭
250391
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জি ভাই!!!
309384
১৭ মার্চ ২০১৫ রাত ১২:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার বয়স ১৫বছরের বেশি তাই পড়ে নিলাম। যে কথাগুলো বললেন বা বলে যাচ্ছেন, সত্যকার অর্থেই তা বাস্তব জীবনে প্রয়োগ কতটা কঠিন অথবা চ্যালেংজিং?

অব্যাস্ত, একিভুত, বিশ্লেষন, বীজগনিত, কসে,দাড়িয়ে, ভাবদ্বারা, খোজা এই শব্দগুলো...

রাগ করবেন না কিন্তু! আমি অধম বলে আপনাকে উত্তম করিব না কেন!
১৭ মার্চ ২০১৫ রাত ১২:২১
250355
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চ্যালেংজিং....বটে! সবকিছু ঠিক থাকলে সংসার মধুর, ঠিক নাহলে বিষের চেয়ে....! বিয়ে করার পর ইনশাল্লাহ বুঝতে পারবেন। সমস্যা সামনে এলে সমাধান নেই ভাবার কোন কারণ নেই, যত সমস্যা তত সমাধান! ধন্যবাদ মন্তব্যের জন্য।
309398
১৭ মার্চ ২০১৫ রাত ০১:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর ও গুরুত্বপূর্ণ লিখা। আশাকরি পাঠক পাঠিকাগণ স্ব স্ব জীবনে প্রয়োজন অনুসারে প্রয়োগ করে উপকৃত হবে।

জাজাকাল্লাহু খাইর।
১৭ মার্চ ২০১৫ রাত ০১:১৪
250363
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ার জন্য।
309405
১৭ মার্চ ২০১৫ রাত ০১:২৮
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর লেখেছেন মনে থাকবে ইনশাআল্লাহ । অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:০৫
250373
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য.
309408
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:০৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম। সুন্দর লিখেছেন! শুভকামনা রইলো! Good Luck
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:০৭
250374
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ধন্যবাদ মন্তব্যের জন্য।
309425
১৭ মার্চ ২০১৫ সকাল ০৮:১০
হতভাগা লিখেছেন : স্ত্রীরও নিজেকে ভিন্ন পরিবেশে মানিয়ে নেবার মানসিকতা ও পূর্ব প্রস্তুতি থাকতে হবে এবং সেটা তার পরিবারই তাকে ছোট কাল থেকে শিখিয়ে নেবে ।

আয় রোজগার না থাকলে যেমন স্বামী হওয়া যায় না তেমনি সংসার মনষ্ক না হলে স্ত্রী হওয়া যায় না ।
১৭ মার্চ ২০১৫ সকাল ১০:৫৮
250393
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা'র মন্তব্যের মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে যা দাম্পতিরা বুঝে নিলে ভালো হয়।
309432
১৭ মার্চ ২০১৫ সকাল ০৯:১০
আবু জারীর লিখেছেন : যথা যথ অভিজ্ঞতা।
সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৫ সকাল ১০:৫৮
250394
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
309452
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:১৫
আফরা লিখেছেন : সুন্দর লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া/ ভাবি ।
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:১৮
250403
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
309513
১৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৬
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা।
উভয়কে ইসলামের আলোকে মানিয়ে নেওয়া।
ঝড় এবং ঝঞ্চা নিয়ে পৃথিবী।
১৭ মার্চ ২০১৫ রাত ১১:৩৭
250521
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
১০
309529
১৭ মার্চ ২০১৫ রাত ০৮:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক উপকারি পোষ্ট। ধন্যবাদ ভালো থাকবে।।
১৭ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
250522
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উপকারে আসলে ভালো, ধন্যবাদ মন্তব্য জন্য।
১১
309658
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
আবু জান্নাত লিখেছেন : সুন্দর লিখছেন, অনেক অনেক ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৮
250609
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File