অধীকার✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৭:৫৮ দুপুর
রাজনীতি নাকি রাজার নীতি ভাবতেই শরীরের শিরা উপশিরায় উষ্ণ সুখের ছন্দ বয়ে যায়!! (তার ভিতরে "গনতন্ত্র" ভিত্তিক রাজনীতি হা হা....) আ-হা কি মজা কি মজা!! মানুষ মানুষকে ভালো জেনে ভালবেসে নিজ হাতে ভোট দিয়ে নির্বাচিত করে.....। নির্বাচিত ব্যক্তির জন্য এর চেয়ে বেশী উম্মাদনা, বেশী খুশি, বেশী কৃতজ্ঞতা, বেশী দায়িত্ববোধ আর কি হতে পারে?
গনতন্ত্রের "গন" শব্দটা বাদ দিয়ে আজ প্রাণ প্রিয় স্বদেশে নিজেস্ব তন্ত্রের রসনীতি চালু করা হয়েছে, রসনীতি চালু করে প্রাণ প্রিয় দেশটার রস শোষে নিচ্ছে কিছু মুখোশ পরা মুখ!
গনতন্ত্র হত্যা কারি.... রসতন্ত্র সৃষ্টিকারিদের তিব্র গনআন্দোলনের মাধ্যামে মুখোশ উম্মুচন করতে না পারলে তবে রসতন্ত্র পুরো জাতীর উপর চেপে বসবে।
মানুষের নূন্যতম সাংবিধানিক অধিকার গনতন্ত্র ফিরে আসুক এটাই সময়ের দাবী।
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন