মোবাইল কোম্পানি গুলো সুদের কারবার চালু করেছে!! আপনি আমি তাতে অংশীদার হচ্ছি... সাবধান সাবধান সাবধান

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৫ নভেম্বর, ২০১৪, ০২:৫৪:০৮ দুপুর



ইদানিং মোবাইল কম্পানিগুলো বেলেন্স শেষ হওয়ার পর

নতুন এক সিস্টেম চালু করেছে যার নাম "loan"

এই সিস্টেম এ তারা ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত loan দিয়ে থাকে।

কিন্তু আপনি যখন পুনঃরায় recharge করেন তখন তারা আপনার কাছ

থেকে ১ বা ১.৫০ টাকা বেশি রাখে যেমনঃ ৫ টাকা loan নিলে ৬.৩০ টাকা কেটে নেই।

এটা একটা সুদ............।

সবাই সাবধান...।

আমরা সবাই সুদকে ঘৃণা করি।।

কিন্তু নিজের অজান্তেই হয়তবা সুদ দিয়ে থাকি...যা হারাম।।

অনেকেই আবার বলবেন যে, যদি এমন পরিস্থিতি হয় যে recharge এর কোন ব্যবস্থা নাই

আর জরুরিভাবে কাওকে call করা দরকার তা না হলে বিশাল ক্ষতি হয়ে যাবে,তখন কি এটা যায়েজ হবে???

না, কারন সুদ কেউ ইচ্ছা করে দেই না বিপদে পরলেই দেই।যা হারাম তা হারামই...

আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদি’আল্লাহু’আনহু বলেছেনঃ

“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা’নত করেছেন, সুদখোরের উপর, সুদ দাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর।”

পাঁচ জন মুহাদ্দীস থেকে বর্ণিত, ঈমাম আহমদ, আবু দাঊদ, আল-তিরমিযী, আল-নাসাঈ এবং ইবনে মাযাহ্‌। ইমাম তিরমিযী এই হাদীসটিকে সহীহ বলেছেন।

share করে সবাইকে জানিয়ে দিন................................

উৎস এখানে https://m.facebook.com/photo.php?fbid=771434409590221&id=100001710063831&set=a.276009352466065.63047.100001710063831&source=48&ref=bookmark

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287841
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৭
কাহাফ লিখেছেন :

বিষয়টা চেক করে দেখিনি কখনো! এমন করলে তো ভাবনার বিষয়! Praying Praying
সতর্ক করায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!! Time Out Time Out
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
231570
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিষয়টা দেখা জরুরী,
287859
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
ছালসাবিল লিখেছেন : আমি কালকে ৩ দিন আগে ১৫ টাকা নিয়েছি Sad
এখন কি হবে Crying
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
231573
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যাচাই করে সতর্ক হবেন, এবং সচেতন করবেন।
287867
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা সুদ নাও হতে পারে। যদিও লোন বলা হচ্ছে। আপনি ব্যালান্স না থাকা সত্বেয় নেটওয়ার্ক ব্যবহার করছেন। এটি তার সার্ভিস চার্জ।
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:২৬
231696
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : টাকা না থাকলেতো সুদ লেনদেনের প্রশ্ন আসে.......বুঝতে হবে!
287872
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
288105
২৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কাহাফ লিখেছেন :

বিষয়টা চেক করে দেখিনি কখনো! এমন করলে তো ভাবনার বিষয়! Praying Praying
সতর্ক করায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!!

সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File