8- ✔✔✔আব্দুর রহিম "/> টুডে ব্লগঃ ^o^||3 8-> 8- "আমি সুখী হতে চাই" ^o^||3 8-> 8- ✔✔✔আব্দুর রহিম

Eat Day Dreaming 8- "আমি সুখী হতে চাই" Eat Day Dreaming 8- ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ নভেম্বর, ২০১৪, ১২:৩৭:৫২ রাত



আমার মত করে পেতে চাই সব কিছু তাই ধন্ধ তোমাদের সাথে,

অল্প অর্জনে খুশি হতে পারিনা তাই কাঁদি, না পাবার আঘাতে।

আমার মত হতে চাও কি তোমরা আজ পরিস্কার করে বলো,

আমায় সুখী করতে দেয়ার মানসিকতায় মনের দুয়ার খোলো!!

"আমি সুখী হতে চাই" তোমরা কেমন থাকবে আমার দেখার বিষয় নয়,

আমি হারতে জানিনা আমার পক্ষে চাই জয় আর জয়!

দুঃখি মানুষের দুঃখ দেখার সময় নেই আমার আমি সুখী হলেই হলো!!!

আমার পাষণ্ড মনের কথা প্রয়োজন হলে জনে জনে বলো.....!

আমি পরোয়া করিনা সমালোচনা পরোয়া করিনা লোকজন আমায় যতই খারাপ ভাবুক,

চারদিকে থাকুক হাহাকার আমার কাছে প্রয়োজন শুধুই আমার সুখ।

আমি দানব আমার ভোগের জায়গায়, ত্যাগের বিষয়ে আমার কৃপণতা!

আমায় যারা দানব হতে সাহায্য করেছে ভুলিনা আমি তাদের কথা।

আমি শত অন্যায় মেনে নিচ্ছি মেনে নেব আমার দানবিয় জগৎ সমুহের,

আমার বিরুদ্ধে অবস্থান নিলে গলা কেটে নিতে সময় নেবোনা আর ।

বিঃদ্রঃ এটি একটি রাজনীতিক ব্যক্তির পচনশিল চিন্তা।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287014
২৩ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:০৩
230501
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
287130
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি শত অন্যায় মেনে নিচ্ছি মেনে নেব আমার দানবিয় জগৎ সমুহের, আমার বিরুদ্ধে অবস্থান নিলে গলা কেটে নিতে সময় নেবোনা আর । Surprised Surprised
২৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
230826
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : &&&&&&&&&&&
287153
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পয়সা থাকলেই সুখ!!!
287955
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
বাজলবী লিখেছেন : লিখাটা ভালো হলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File