একটি পুলছিরাত সম্পর্কিত আলোচনা...... ছবি আপলোড করা গেলনা!!!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ নভেম্বর, ২০১৪, ০৫:১২:৫৮ বিকাল
রাসুল (সাঃ) বলেছেন, জাহান্নামের উপর পুলছিরাত স্থাপন করা হবে।
সে সময় রাসূলগণের মধ্যে আমি এবং আমার উম্মতই সর্বপ্রথম পুলছিরাত পার হব।
সেদিন পুলছিরাত পার হওয়ার সময় রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবেন না।
আর রাসূলগণ শুধু বলবেন, সাল্লিম সাল্লিম, হে আল্লাহ! নিরাপদে রাখ, হে আল্লাহ! নিরাপদে রাখ।
আর জাহান্নামের মধ্যে সাদানের কাঁটার ন্যায় আংটা থাকবে,
সেগুলি সাদানের কাঁটার মত তবে সেগুলি কত বড় তা আল্লাহই ভাল জানেন।
ঐ আংটাগুলি মানুষকে তার আমল অনুপাতে অাঁকড়ে ধরবে।
সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হবে
এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে, পরে আবার নাজাত পাবে।
অবশেষে যখন আল্লাহ বিচার শেষ করবেন,
নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন।
আর যারা সাক্ষ্য দিয়েছে যে, এক আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই।
তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন যে,
যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হ’তে বের করে আন।
তখন তারা ঐ সমস্ত লোকদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবেন
এবং জাহান্নাম থেকে বের করে আনবেন।
আর আল্লাহ সিজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন।
ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সিজদার স্থান ব্যতীত
জাহান্নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিবে।
সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় জাহান্নাম হ’তে বের করা হবে যে,
তারা একেবারে কয়লা হয়ে যাবে। তখন তাদের উপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে।
এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, যেমন কোন বীজ পানির স্রোতের ধারে সজীব হয়ে উঠে।
মুমিন ভাই ও বোনেরা প্লীজ শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিন ।
(বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৩৪৩)।
শিক্ষনীয় বিষয়ঃ এই সকল ঘটনার মধ্যে নিজেকে রাখতে হলে নামায পড়া আবশ্যক
কারন তাদেরকেই জাহান্নাম থেকে বের করা হবে যাদের মাথায় সেজদা করার চিহ্ন থাকবে
(সেজদার চিহ্ন শুধু তাদেরটাই আখিরাতে দেখা যাবে যারা নামায পড়ে ছিল,এখানে পৃথিবীতে
মাথায় সেজদার চিহ্নের কথা বলা হয় নাই।।যারা নাময পড়ে তাদের তা automatically সেইদিন সেজদার চিহ্ন দেখা যাবে)
উৎস........ https://m.facebook.com/photo.php?fbid=765847693482226&id=100001710063831&set=a.276009352466065.63047.100001710063831&source=48
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মোবাইল থেকে ছবি আপলোড করা যাচ্ছেনা এ বিষয়ে কিছু জানেন?
অশেষ ধন্যোবাদ জানাচ্ছি, এমন মহতী একটা লিখা পোস্ট করার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন