ঈদ... ঈদ... আমাদের প্রথম সন্তান, এবং আমাদের ব্লগিং... আমাদের প্রথম সন্তানের জন্য সুন্দর একটি নামের প্রত্যাশা.... আব্দুর রহিম+নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ অক্টোবর, ২০১৪, ১০:৪৮:১৪ সকাল
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত কাল আমরা প্রথম সন্তান এর মুখ দেখেছি! আল্লাহর অশিম রহমতে আমাদের সন্তান সুস্থ আছে।
প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় অস্তির ছিলাম আমরা দুজনই!!! আমরা একজন আরেক জনকে জিজ্ঞেসা করতাম দুষ্টামির ছলে, প্রথম সন্তানটি মেয়ে হলে খুশি হবে নাকি ছেলে হলে খুশি???!!!!!
দুজনের একই উত্তর ছিলো মহান আল্লাহ পুত্র বা কন্যা সন্তান যেটাই দেয় আমরা খুশি।
সন্তান ভূমিষ্ঠ হবার পর হতে আমরা দুজনই ভাবছি আমাদের প্রথম সন্তানের নামটা কি দেয়া যায় আমরা দুজনের একই মত আমাদের সন্তানের নামটা হতে হবে অর্থবহ নাম।
নামটি হতে হবে ইসলামী দৃষ্টিকোন থেকে, আমাদের জানামতে টুডেব্লগে ব্লগে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করে এমন অনেক ব্লগার আছে যাদের কাছে আমরা একটি ইসলামীক অর্থবহ একটি সুন্দর নামের কমেন্ট আশা করি।
সকল ব্লগার এর প্রতি বিশেষ অনুরোধ আমরা অর্থবহ ইসলামীক সুন্দর একটি নাম চাই।
আপনাদের দেওয়া নাম থেকে আমাদের সন্তানের নাম রাখতে পারব এটাই আমাদের দৃঢ় প্রত্যাশা।
উল্লেখ্য আমাদের প্রথম সন্তানটি ছেলে সন্তান আপনারা শুধু ছেলে সন্তানের নাম দিবেন আশা করি।
আপনাদের কাছে দোয়া চাই , আমরা যেন আমাদের সন্তানকে সুন্দর ভাবে বড় করে তুলতে পারি! আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।
বিষয়: বিবিধ
২৩০৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছায়িত অভিনন্দন আপনাদের কে......!!
পবিত্র আনন্দের বিশাল সামিয়ানা বিস্তৃত হোক আপনাদের আংগিনায় করুণাময়ের কাছে সদা এই কামনা।
"জাকি রিজওয়ান রুহান"
ঈদেরও শুভেচ্ছা.......
আমাদের নতুন অতিথির সুন্দর নাম নির্বাচনের জন্য এটা পড়ুন |শিশুর নাম নির্বাচনে ইসলামি দৃষ্টিকোন | এখানে প্রচুর সুন্দর নাম আছে ।
মন্তব্য করতে লগইন করুন