সাঈদী এখন অ্যাপে গুগল প্লে স্টোর থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নামের অ্যাপটি বিনামূল্যে লোড করা যাচ্ছে।
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৬:৫৯ রাত
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে একটি অ্যাপ পাওয়া যাচ্ছে।
গুগল প্লে স্টোর থেকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নামের অ্যাপটি বিনামূল্যে লোড করা যাচ্ছে। অ্যাপটি প্রস্তুতকারকের নাম দেওয়া আছে নর্থসাউথআইটি।
এই অ্যাপটিতে মানবতা বিরোধী অপরাধে সাঈদীর বিচারসহ তার জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়েছে।
আ্যপটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন.... https://play.google.com/store/apps/details?id=allamaDelawar.HossainSayedee অ্যাপের প্রচ্ছদে বাংলাদেশের মানচিত্রের মাঝে সাঈদীকে বক্তব্য দিতে দেখা যায়। এর ওপরের দিকে ‘ফ্রি সাঈদী’ এবং নিচে ‘ফ্রি জামাত লিডারস’ হ্যাশ ট্যাগ রয়েছে।
এক নজর অংশে বলা হয়েছে, সাঈদীর জন্ম ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি। এখন তার বয়স ৭৫ বছর। পেশা হিসেবে বলা হয়েছে, রাজনীতিক ( প্রভাবাশালী বক্তা)।
এ অ্যাপের ‘স্বাধীনতা যুদ্ধে ভূমিকা’ নামক একটি অংশে দাবি করা হয়েছে, সাঈদী রাজাকার, আলবদর, আল শামস বা তথাকথিত শান্তি বাহিনীর সদস্য ছিলেন না।
১৯৭৪ সালের আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করা হয়েছে অ্যাপে।
গ্যালারি অংশে একাত্তরের মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর হাজিরার ছবি রয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর একাত্তরের মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেওয়া হয়। এর আগে ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিচার শুরু হয়।
চূড়ান্ত রায় ঘোষণার পর সমালোচনার ঝড় ওঠে ফেসবুকসহ অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। - See more. http://www.sylhetview24.com/news/details/Politics/14116#sthash.9Xy4Xrgs.dpuf
বিষয়: বিবিধ
২২২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দল-মত ও স্বীয় স্বার্থে অন্ধ ব্যক্তি ছাড়া আল্লামা সাঈদী কে কোন মানুষ 'অপরাধী' হিসেবে কল্পনাও করতে পারে না।
ইসলামী আন্দোলন ও এর প্রচার-প্রসারে বাধা সৃষ্টি করতেই- মিথ্যা অভিযোগে এমন বিচার।
পরওয়ার দিগার অবশ্যই আল্লামা সাঈদী কে উত্তম জাযাহ দিবেন।
দল-মত ও স্বীয় স্বার্থে অন্ধ ব্যক্তি ছাড়া আল্লামা সাঈদী কে কোন মানুষ 'অপরাধী' হিসেবে কল্পনাও করতে পারে না।
ইসলামী আন্দোলন ও এর প্রচার-প্রসারে বাধা সৃষ্টি করতেই- মিথ্যা অভিযোগে এমন বিচার।
পরওয়ার দিগার অবশ্যই আল্লামা সাঈদী কে উত্তম জাযাহ দিবেন।
মন্তব্য করতে লগইন করুন