জ্বলন্ত আগুন বুকে নিয়ে রাতবিরাতে ফিরেছি ব্লগে, আমি আছি বসে.... সেও আছে আমার লগে....✔✔✔আব্দুর রহিম+নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০০:৪১ রাত
আমরা পারিনারে পারিনা
আগের মত ব্লগে আসতে
ভাবনা গুলো ঠুকরে কাঁদে
কাজের শত ব্যস্ততাতে।
কর্মময় জীবন যুদ্ধে
এগিয়ে যাবার তাড়া,
ইচ্ছা হয় ব্লগের জন্য
সময়কে করি... ভাড়া!!!
সময় যেন সোনার হরিণ
লাফিয়ে লাফিয়ে চলে,
ব্লগে গুরা ফেরার সৃতিগুলো
বুকের মাঝে আগুন হয়ে জ্বলে!!!
জ্বলন্ত আগুন বুকে নিয়ে
রাতবিরাতে ফিরেছি ব্লগে,
আমি আছি বসে....
সেও আছে আমার লগে....।
কত ব্লগার কত বিষয়ে লিখে চলছে
বিডিটুডে ব্লগে প্রতিদিন প্রতিরাত,
লেখা পড়ে কারও মনে আনন্দ
কারও কারও মনে আঘাত।
লিখার মাধ্যমে প্রকাশ পাচ্ছে
কারও দূরনীতি কারও সততা,
কারও জন্য অসস্তির কারণ
হয় প্রকাশ পেয়ে গোপন কথা!!
সততায় সাথে যেজন থাকে ব্লগে
নেই তার কোন ভয়,
ব্লগের পাতায় পাতায়
তার জন্য ফিরে আসবে জয়!
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেই তার কোন ভয়,
ব্লগের পাতায় পাতায়
তার জন্য ফিরে আসবে জয়! - খুব ভালো লাগলো কথাগুলো।
ধন্যবাদ। দুজনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা।
এইটা অসাম হইছে আয়েশাপু....
নেই তার কোন ভয়,
ব্লগের পাতায় পাতায়
তার জন্য ফিরে আসবে জয়!""" খুব ভালো লাগলো।একদম ডাবল পিলাচ
মন্তব্য করতে লগইন করুন